অমরকন্টক – হীরক নন্দী

অমরেন্দ্র চক্রবর্তী

আশ্চর্য জায়গা অমরকণ্টক ৷ ধর্ম আর নিসর্গের এত পরিচ্ছন্ন সমন্বয় বড় একটা দেখা যায় না ৷ তীর্থযাত্রীর ভিড়ে মিশে থাকে নিছক সাধারণ পর্যটক, যাঁরা খোলা আলো বাতাস আর নির্জনতার প্রত্যাশী ৷ বিস্তর জনসমাগম, তবু অমরকণ্টক যেন নিরিবিলি; প্রশান্তি তার সর্বাঙ্গে ৷

নর্মদার উৎসকে জড়িয়ে অমরকণ্টকের খ্যাতি ৷ একই পাহাড়ের দুদিকে জন্ম নিয়েছে এক নদী আরেক নদ-নর্মদা আর শোন ৷ প্রচলিত লোককথায় নর্মদা শিবের কন্যা ৷ শোন-এর সঙ্গে তার বিয়ের ঠিকঠাক ৷ নর্মদার সাজসজ্জার ভার যার ওপরে, সেই নাপিতকন্যা মুগ্ধ হল শোনের পৌরুষে ৷ নর্মদার রূপ ধরে হাজির হল বিয়ের মণ্ডপে ৷ খবর এল নর্মদার কাছে ৷ মানিনী নর্মদা ঘুরে বইল পশ্চিমে ৷ কপিলমুনি আটকাতে চাইলেন ৷ নর্মদা বাধা মানল না ৷ পাথরের বুকে ঝাঁপিয়ে পড়ে ছুটে গেল ভারতের পশ্চিমতটে ৷ যেখানে কপিল বাধা দিলেন, সেখানে কপিলধারা প্রপাত ৷ নর্মদার আছড়ে পড়া আজও বাধাহীন ৷ সে আজও চিরকুমারী ৷ বিয়ে ভেঙে গেল ৷ শোন রইল চিরকুমার, বয়ে গেল উত্তরের পথে ৷ এরকম হাজারটা উপকথা জড়িয়ে আছে অমরকণ্টকের প্রতিটি কুণ্ডে, প্রতিটি ধ্বংসস্তূপে ৷

শোন আর নর্মদা ছাড়াও আরও অনেক ছোট ছোট জলধারার উদগমস্থল এই অমরকণ্টকের পাহাড় ৷ সবই উঠে এসেছে কোনও না কোনও কুণ্ডের মুখ থেকে ৷ নর্মদার কুণ্ড ঘিরে বিখ্যাত নর্মদা মন্দির ৷ পুরনো কালের মন্দির, যেন তকতক করছে সময়োপযোগী সংস্কারে ৷ যদিও ধরা হয় নর্মদার আসল উদগম মাই কি বোগিয়া-র (মায়ের বাগান) কুণ্ড, তবু মন্দিরের কুণ্ডকে ঘিরেই মায়ের অর্চনা ৷ ধর্মস্থান হিসেবে যথেষ্ট পরিচ্ছন্ন, পাপীদের যখন তখন কাদাজলে আছাড় খাওয়ার সেরকম ব্যবস্থা নেই ৷ মন্দিরের সামনে পাথরের ছোট্ট হাতি, তাতে মুণ্ডহীন সওয়ার ৷ হাতির চার পায়ের ফাঁকে সওয়া বর্গফুট জায়গা ৷ মাটিতে সাষ্টাঙ্গ শুয়ে যদি ওই ফাঁক দিয়ে গলে যাওয়া যায়, প্রমাণ হয় যে এই জন্মে কোনও পাপ নেই ৷ আপাতদৃষ্টিতে মনে হয় একটু গায়ে গতরে লোকেদের হেয় করতেই বুঝি এই ব্যবস্থা ৷ কিন্তু ঘটনাটা যে আদপে তা নয় সেটা সম্যক বুঝলাম যখন এক বিশালবপু মহিলা অনায়াসে গলে গিয়ে প্রমাণ করলেন তিনি তুলসীপাতা ৷ এটাও খেয়াল করলাম, অনেকে মাথা ঢুকিয়ে একটু আধটু হাঁচড় পাঁচড় করে ফিরে আসেন ৷ উল্টো কথাটাও চালু আছে কিনা, যে ঘোর পাপী সে আটকেই থাকবে ৷ এই ঘোর কলিতে, কে আর ঝুঁকি নেয়!

শোনা যায় খ্রিস্টীয় নবম শতাব্দীতে রেওয়ার মহারাজা গুলাব সিং নর্মদা মন্দির তৈরি করেন ৷ সত্যি মিথ্যে যাচাই করতে পারিনি, অন্তত গাইডেরা তাই বলে ৷ একই সময়ের তৈরি কিছু মন্দির আছে রাস্তার ওপাশে, মূল মন্দিরের দক্ষিণে ৷ সেগুলোর ভগ্নদশা, কিন্তু একটা বিষয়ে বেশ আগ্রহ পেলাম ৷ মন্দিরগুলোর স্থাপত্য যেন একেকটার একেকরকম ৷ কেউ যেন মনস্থির করতে চেয়েছে ঠিক কী ধাঁচে আরও বড় কিছু গড়বে ৷ নর্মদার মন্দির থেকে শোনমুড়া যাওয়ার পথে আরও একটা চমক ৷ একটা মন্দির তৈরি হচ্ছে নতুন ধরনের ৷ তৈরি করছে এখানকার এক তান্ত্রিক সম্প্রদায় ৷ যতদূর শুনলাম ত্রিপুরেশ্বরীর মন্দির ৷ অদ্ভুত তোরণদ্বার, যার চারদিকে চারটে মুখ ৷ নির্মীয়মাণ মন্দিরে জীবজন্তুর প্রতিরূপ ৷ আধুনিক কিন্তু সামান্য বিভ্রান্তিকর ৷ যেদিন শেষ হবে, একটা কৌতূহল বাড়বে অমরকণ্টকে ৷

নর্মদা মন্দির থেকে মাই কি বোগিয়া আর শোনমুড়া হাঁটাপথ ৷ শোনমুড়ায় শোন নদের উদগমকুণ্ড ৷ ধর্ম ছাড়া অন্য কোনও চোখে, সাদামাটা একটা বাঁধানো জলভরা চৌবাচ্চা ৷ শোন নদের ফিনফিনে ধারা কিছুটা গড়িয়ে গেছে পাথর বেয়ে ৷ তারপরে ছিটকে পড়েছে অনেকটা তলার উপত্যকায় ৷ প্রপাত হিসেবে নিতান্ত নগণ্য কারণ এই শীতের শেষে জলের যা পরিমাণ তাতে ঘণ্টায় একটা বালতি ভরবে কিনা সন্দেহ ৷ তবে উপত্যকার দৃশ্য যথেষ্ট মনোরম ৷ এখানে হনুমান অজস্র ৷ জিনিসপত্র ছেড়ে দুপা হাঁটলেই ঝামেলা ৷ এমনিতে আঁচড়-কামড় দেয় না; তাড়া দিলে পালায় ৷ এদের উপস্থিতি যেন প্রাণবন্ত করে রেখেছে জায়গাটা ৷

মাই কি বোগিয়া নর্মদা পরিক্রমার শেষ বিন্দু ৷ বহু পুণ্যার্থী পায়ে হেঁটে নর্মদার উৎস থেকে মোহনা আবার মোহনা থেকে উৎস পর্যন্ত পরিক্রমা করে ঘুরে আসেন ৷ পরিক্রমাকারীরা ভিক্ষে করে খান, যেখানে পারেন থাকেন, পরস্পরকে দেখলেই নর্মদা আর শিবের নাম নিয়ে সম্ভাষণ করেন, পরিক্রমার শেষে কেউ ফেরেন সংসারে, কেউ হেঁটে যান নতুন তীর্থের সন্ধানে ৷ এই পরিক্রমাকারীদের জন্যই অমরকণ্টকে সাধুসমাগম নিত্য ঘটনা ৷ মাই কি বোগিয়া প্রদক্ষিণরত পুণ্যার্থীদের শুরুও বটে আবার শেষও বটে ৷ বোগিয়া অর্থে বাগিচা-বাগান ৷ এখানে জঙ্গলের মধ্যে একটু ভেজা স্যাঁতসেতে মাটিতে এক ধরনের উদ্ভিদ হয় ৷ বড় বড় পাতা থাকে, ৩-৪ ফুট উঁচু, বোধহয় কোনও ধরনের ঘাস বা গুল্ম ৷ স্থানীয় নাম গুল্বকাবলি ৷ এখানকার এক সাধু এই গুল্বকাবলির ফুল থেকে কোনও পদ্ধতিতে আরক বানিয়ে চোখের যাবতীয় রোগের চিকিৎসা করেন ৷ দূর-দূরান্তের লোকেরাও নাকি আসে ৷ স্থানীয় লোকেরা বলে এই গুল্বকাবলি এই নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও হয় না ৷ এই রহস্য যে কোনও উদ্ভিদবিদ হয়তো অনায়াসে উদ্ধার করে দেবেন ৷ সাধারণ মানুষ গবেষণার ধার ধারে না ৷ তারা আসে বিশ্বাসে, আর সেই বিশ্বাসই যুগ যুগ ধরে গজিয়ে চলেছে মাই কি বোগিয়ার পবিত্র আর্দ্র মাটিতে ৷

অমরকণ্টকের পশ্চিমপ্রান্তে নর্মদার পথ ধরে কপিলধারা জলপ্রপাত ৷ প্রায় ১৫০ ফুট উঁচু প্রপাত সরাসরি ধাক্কা খেয়েছে নিচের পাথরে ৷ বর্ষাকালে মোটামুটি ভালোই জল থাকে, গরমকালে একেবারেই ঝিরঝিরে ৷ জায়গাটা বেশ সুন্দর ৷ পর্যটনের সৌজন্যে বেশ কিছু আবর্জনা জমেছে তলার পাথরের ফাঁকে ফাঁকে ৷ অন্তত পরের বর্ষা পর্যন্ত ওই পাপের বোঝা সইতে হবে নর্মদাকে ৷ কপিলধারায় বেশ কিছু সাধু, উপকথা, পাখি আর বানর আছে ৷ প্রপাতের ওপরে পায়ের ছাপ ফেলে গেছেন ভীম আর অর্জুন, একেবারেই অ্যাটেনশনে দাঁড়িয়ে ৷ একটা ছোট গুহা আছে আরেকটু এগিয়ে গিয়ে ৷ এখানে নদী দু-তিনটে ভাগ হয়ে কুড়ি ফুট মতো ঝাঁপ খেয়েছে ৷ এরই নাম দুগ্ধধারা ৷ পাশের গুহায় নাকি একসময়ে বাঘ থাকত, এখন দেবতা আর সাধুরা ৷ আশপাশে বেশ জঙ্গল ৷ এখানকার জঙ্গল থেকে খুব বেশি রকমের গাছ-গাছড়া সংগ্রহ হয় ৷ কপিলধারায় আর অমরকণ্টকে একেক জায়গায় কুড়ি-পঁচিশ রকমের লতা, পাতা, শিকড়-বাকড় সাজিয়ে বসতে দেখেছি ৷ আয়ুর্বেদে নয়তো হাতুড়ি-বেদে কাজে লাগে এইসব ৷ এগুলো নিয়ে ভালোমতো গবেষণা হয়নি আমাদের দেশে ৷ যেদিন বিদেশিরা এসে শুঁকে দেখবে, সেদিন আমরা ঝাঁপাব ৷

অমরকণ্টক থেকে কপিলধারা রাস্তাটা খুব সুন্দর ৷ সেই নর্মদা মন্দিরের গা থেকে পশ্চিম বরাবর নিচু টিলায় শালের জঙ্গল, সবুজ আর হলুদে এখন একেবারে মাখামাখি ৷ ফেব্রুয়ারি-মার্চে এই সবুজ-হলুদের খেলাটাই চলে ৷ কদিন বাদে হলুদটা যখন কিছুটা আত্মগরিমায় ভুগবে, হঠাৎ সাতদিনের বর্ষায় সব ধুয়েমুছে আবার সবুজ ৷ নর্মদায় ছোট্ট একটা বাঁধ দিয়ে জল ধরা আছে অনেকটা ৷ সেই জলের আধখানায় ছায়া পড়েছে ওই সব আশ্চর্য রঙের ৷ কপিলধারার আগে রাস্তার উত্তর দিকটা ধরে পাইন বন, আবার বাঁহাতে বেশ কিছুটা ইউক্যালিপটাস ৷ পুরো ছবিটা যেন সাজানো বলে মনে হয় ৷ এই দিকটা খুব শান্ত, নিরিবিলি; অথচ কয়েক পা হাঁটলেই অমরকণ্টকের প্রাণকেন্দ্র-থানা, বাসস্ট্যান্ড, আধুনিক হাসপাতাল, ব্যাঙ্ক, অভাব নেই কিছুরই ৷ মন্দিরের একদম গায়ে লাগানো অংশটা ছেড়ে দিলে আশপাশটা প্রায় ছবির মতো ৷ শিবরাত্রিতে আর বৈশাখী পূর্ণিমায় বড় মেলা বসে এখানে ৷ তখন হয়তো কিছুটা হট্টগোল হয়, অন্যসময়ে একেবারেই শান্ত পীড়াহীন ৷

নর্মদার বাঁধের জলটা লম্বালম্বি ছড়ানো ৷ নর্মদা মন্দিরের খুব কাছ থেকে কল্যাণ আশ্রমের কাছাকাছি প্রায় আধ কিলোমিটার ৷ জলে প্যাডেল বোট আর হাতে টানা নৌকা চালানোর ব্যবস্থা আছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত ৷ রাস্তা থেকে হঠাৎই জলের ওপরে দেখি পাখির ঝাঁক ৷ কাছে যেতে দেখলাম প্রায় হাজার দেড়েক পাখি ৷ অধিকাংশই ছোট সরাল (লেসার হুইলসিং টিল) আর সামান্য কিছু কটন টিল ৷ এরা স্থানীয়পরিযায়ী ৷ রাতের বেলায় আশপাশে উড়ে যায় পেটের ধান্দায়, আবার সকাল থেকে এই বাঁধের জলে বিশ্রাম ৷ খুব তাড়াহুড়ো করে ভয় না দেখালে প্যাডেল বোটে চেপে বেশ কাছাকাছি যাওয়া যায় ৷ ধর্মস্থানে কেউ এদের উত্যক্ত করে না, তাই এরাও বেশ সহনশীল ৷ আমাদের ধর্মে সহাবস্থান আর সংরক্ষণ এই দুটো জিনিস সহজাত ৷ যারা ধর্মটার অণুমাত্রও অনুভব করে, তাদের বাকিটুকু আর বোঝাতে হয় না ৷

অমরকণ্টক থেকে কেওঞ্চির পথে পাঁচ কিলোমিটার পিছিয়ে এসে কবীর চবুতরা ৷ খুব যে দর্শনীয় জায়গা তা নয় ৷ কথিত যে ভক্ত কবীর এইখানে বসে তাঁর শিষ্যদের উপদেশ দিতেন ৷ এখানেও দেখলাম সেই গুল্বকাবলির ঝাড় ৷ তিনটে কুণ্ড, আর আশ্রমের কুটির ছাড়া কিছু নেই ৷ নির্জনতা আছে, আর সেই সঙ্গে বনভূমির সাধারণ নিসর্গ ৷ এখানেও সেই একই নিসর্গ আর ধর্ম, যা ছড়িয়ে আছে অমরকণ্টকের আনাচে কানাচে, তপোভূমি নর্মদায় ৷

প্রয়োজনীয় তথ্য

অক্ষাংশ-২২০৪র্৪ উঃ

দ্রাঘিমাংশ-৮১০৫র্৪ পুঃ

উচ্চতা-১,০৬৫ মিটার

জলবায়ু-বর্ষা : জুনের মাঝামাঝি-সেপ্টেম্বর, শীত: অক্টোবর-ফেব্রুয়ারি, গ্রীষ্ম: মার্চ-জুনের মাঝামাঝি

তাপমান-গ্রীষ্মকাল: সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস, শীতকাল: সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস

সড়ক যোগাযোগ: বিলাসপুর থেকে অমরকণ্টক কেওঞ্চি হয়ে ১২৩ কিলোমিটার ৷ জব্বলপুর থেকে অমরকণ্টক ডিনডোরি হয়ে ২৩৫ কিলোমিটার ৷ শাহডোল থেকে অমরকণ্টক ১২৫ কিলোমিটার ৷ পেণ্ড্রা রোড থেকে অমরকণ্টক কেওঞ্চি হয়ে ৪৫ কিলোমিটার ৷ অমরকণ্টক থেকে যে যে জায়গার সরাসরি বাস যোগাযোগ আছে: কাটনি, জব্বলপুর, সিউনি, বিলাসপুর, পেণ্ড্রা রোড, ডিণ্ডোরি, রায়পুর, শাহডোল, মনেন্দ্রগড় ৷ বিলাসপুর-এলাহাবাদ ও রায়পুর-এলাহাবাদ এই দুটো রুটের নৈশবাস নিয়মিত অমরকন্টকের ওপর দিয়ে চলাচল করে ৷

রেল যোগাযোগ : নিকটতম রেলওয়ে স্টেশন বিলাসপুর-কাটনি শাখার পেণ্ড্রা রোড ৷ কলকাতা থেকে অমরকণ্টক যাওয়ার সহজতম উপায় মুম্বই মেল (ভায়া নাগপুর) ধরে বিলাসপুরে নেমে গাড়ি ভাড়া করে অমরকণ্টক অথবা বিলাসপুর থেকে নর্মদা এক্সপ্রেস ধরে পেণ্ড্রা রোড স্টেশনে নেমে বাসে বা গাড়িতে অমরকণ্টক ৷ মুম্বই মেল সাধারণত সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বিলাসপুর পৌঁছয়, নর্মদা এক্সপ্রেস ছাড়ে সকাল নটায় বিলাসপুর থেকেই ৷ নর্মদা এক্সপ্রেস ধরে পেণ্ড্রা রোড হয়ে গেল, দুপুর দুটো-আড়াইটের মধ্যে অমরকণ্টক পৌঁছনো সম্ভব ৷ বিলাসপুর থেকে গাড়ি নিলে গাড়িভাড়া ডিজেল গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন টাকা প্রতি কিলোমিটার আর পেট্রোল হলে ৫ টাকা প্রতি কিলোমিটার ৷ রাতে গাড়ি ধরে রাখলে ১৫০ টাকা অতিরিক্ত প্রতি রাতের জন্য ৷ এছাড়া অন্যভাবেও ভাড়া নেওয়া সম্ভব ৷ সেক্ষেত্রে ডিজেল বা পেট্রোল গাড়ি প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ টাকা জ্বালানি খরচ ৷ রাতের অতিরিক্ত চার্জ এক্ষেত্রেও প্রযোজ্য ৷ হয়তো বেশিদিনের জন্য ভাড়া করলে বা বেশি চাহিদার সময় না গেলে ভাড়ার হার সামান্য কম বেশি হবে ৷

থাকার জায়গা : অমরকণ্টকে থাকার জায়গার অভাব নেই ৷ সবথেকে ভালো ব্যবস্থা মধ্যপ্রদেশ ট্যুরিজম-এর হলিডে হোমস-এ ৷ এছাড়া ট্যুরিস্ট কটেজ, বেশ কিছু রেস্টহাউস, যথেষ্ট সংখ্যায় ধর্মশালা ইত্যাদি আছে ৷ খাওয়ার কোথাওই বাধ্যবাধকতা নেই ৷ যে কোনও জায়গায় মোটামুটি ভালো খাবার ব্যবস্থা আছে, কিন্তু নিরামিষ খাবার বাধ্যতামূলক ৷ অধিকাংশ ধর্মশালাতেই কোনও নির্দিষ্ট ভাড়া নেই ৷ থাকার খরচ বাবদ যে কোনও মূল্যের অনুদান গ্রহণ করা হয় ৷

ভ্রমণ এপ্রিল, ১৯৯৭

সকল অধ্যায়

১. অর্ধশতাব্দীর আগের বদ্রীনাথ যাত্রা – প্রতাপকুমার রায়
২. মানস অভয়ারণ্য – সন্দীপন চট্টোপাধ্যায়
৩. জলদাপাড়া অরণ্য – সুনীল গঙ্গোপাধ্যায়
৪. জলের ধারে ঘর – নবনীতা দেব সেন
৫. জয়ন্তীর মহাকাল মন্দির – উষা সেন
৬. তাহিতি – হরপ্রসাদ মিত্র
৭. মার্কন্ডেয় গঙ্গার উত্স সন্ধানে – অনিন্দ্য মুখোপাধ্যায়
৮. কেদার বদ্রী – মৈত্রেয়ী চট্টোপাধ্যায়
৯. তেহরানি হয়রানি – অমিতাভ চৌধুরি
১০. শোনপুরের মেলায় – বরুণ দত্ত
১১. এলেম নতুন দেশে – কমলা মুখোপাধ্যায়
১২. মস্কো থেকে সাইবেরিয়া হয়ে পিকিং – গীতা বন্দ্যোপাধ্যায়
১৩. পাতাল-ভুবনেশ্বর – বিশ্বদীপ দত্ত
১৪. ইছামতীর মশা – শঙ্খ ঘোষ
১৫. নিকোবরের দ্বীপে – তিলকরঞ্জন বেরা
১৬. তিরতিরে নদী আর শাল জঙ্গলের দেশে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
১৭. আমার ভ্রমণ – মহাশ্বেতা দেবী
১৮. সুন্দরবন – হীরক নন্দী
১৯. ওপারবাংলার সুন্দরবনে – সমীর সেনগুপ্ত
২০. সাইকেলে পাঁচ বছরে ভূ-পর্যটন – ভূপর্যটক বিমল দে
২১. আঙ্কোর ভাট – প্রীতি সান্যাল
২২. হিমালয়ের সাতকাহন – ত্রিদিব বসু
২৩. স্বপ্নের পথেই যাওয়া যায় – মহাশ্বেতা দেবী
২৪. ছোট কৈলাস – সুভাষ দত্ত
২৫. বালতাল হয়ে অমরনাথ – প্রতাপকুমার রায়
২৬. মধ্য এশিয়া অভিযান – গৌতম ঘোষ
২৭. পথ হারিয়ে সিকিমের জঙ্গলে – রতনলাল বিশ্বাস
২৮. নতুন করে পাব বলে – বন্দনা সান্যাল
২৯. সেবার ব্রেকজার্নি করে – জয়া মিত্র
৩০. চন্দ্রভাগার উৎস চন্দ্রতাল সুর্যতাল – সুনীলকুমার সরদার
৩১. ওঙ্কারেশ্বর – বিশ্বদীপ দত্ত
৩২. সুন্দরবনে দুদিন – পবিত্র সরকার
৩৩. মণিমহেশ – কমলা মুখোপাধ্যায়
৩৪. দিকবিদিকে – শক্তি চট্টোপাধ্যায়
৩৫. তিস্তানদীর উৎসে – শরৎ ঘোষ
৩৬. পশ্চিমে হাওয়াবদল – মধুপর্ণা দত্ত বন্দ্যোপাধ্যায়
৩৭. এক টুকরো নীল চাঁদ – সুমিত মুখোপাধ্যায়
৩৮. কালিম্পং থেকে তিব্বত – অরুণকুমার মুখোপাধ্যায়
৩৯. সাইলেন্ট ভ্যালি – শিবনাথ বসু
৪০. মির্জা শেখ ইতেসামুদ্দিনের বিলেত যাত্রা এবং আমি – নবনীতা দেব সেন
৪১. বক্সা বাঘ-প্রকল্প – বুদ্ধদেব গুহ
৪২. গানতোক থেকে ইয়ুমথাং – সুতপা ভট্টাচার্য
৪৩. ক্যামেরুন, আগ্নেয়গিরি ও গভীর জঙ্গলের খুদে মানুষেরা – প্রীতি সান্যাল
৪৪. ডুয়ার্সের দুয়ার এখন খোলা – সমরেশ মজুমদার
৪৫. ইউরোপে দিন কয়েক – পূর্ণেন্দু পত্রী
৪৬. রামচন্দ্রের বনবাসের পথ পরিক্রমা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৭. আসমুদ্রককেশাস – অমরেন্দ্র চক্রবর্তী
৪৮. নিরলংকার ভ্রমণ – শঙ্খ ঘোষ
৪৯. চেঙ্গিস খানের দেশে – প্রতাপকুমার রায়
৫০. মিজোরামের নীল পাহাড়ে – দীপঙ্কর ঘোষ
৫১. সিন্ধুদুর্গ – বিশ্বদীপ দত্ত
৫২. জিম করবেটের জঙ্গলে – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৫৩. থর মরুভূমিতে ট্রেকিং – শিবনাথ বসু
৫৪. মরোক্কো ভ্রমণ – হরপ্রসাদ মিত্র
৫৫. ভাগীরথী, রূপনারায়ণ, নোবেল প্রাইজ – নবনীতা দেব সেন
৫৬. গন্তব্য মাচুপিচু – প্রতাপকুমার রায়
৫৭. কই যাইত্যাছি জানি না – শঙ্খ ঘোষ
৫৮. পারাংলা অভিযান – সুনীলকুমার সরদার
৫৯. পুশকিন, মলদভা আর কচি পাতার বাঁশিতে মোত্সার্ট – প্রীতি সান্যাল
৬০. আমাদের ছোট নদী : পার্বতী – সুনীল গঙ্গোপাধ্যায়
৬১. দেবলোকের পথে পথে – অশোক চক্রবর্তী
৬২. না-ভ্রমণের বৃত্তান্ত – আশাপূর্ণা দেবী
৬৩. এভারেস্টের পাদদেশে যাত্রা – কমলা মুখোপাধ্যায়
৬৪. নীল নদে পাঁচদিন – হরপ্রসাদ মিত্র
৬৫. বারাণসীর ঘাটের কথা – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৬৬. বালফাক্রমের পাহাড়-জঙ্গলে – সুমিত মুখোপাধ্যায়
৬৭. গৌরীগঙ্গার উৎসব মিলাম হিমবাহ – পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায়
৬৮. মরুভূমির দিনরাত্রি – পবিত্র সরকার
৬৯. ঢাকা : একুশ বছর পর – অন্নদাশঙ্কর রায়
৭০. ফোকসোমদো হ্রদ – ইন্দ্রনীল সেনগুপ্ত
৭১. ইন্টারলাকেন থেকে ইয়ুংফ্রাউ – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৭২. কালিন্দী গিরিবর্ত্ম – রথীন চক্রবর্তী
৭৩. একযাত্রায় ভোরামদেরও আর কানহা – হীরক নন্দী
৭৪. মদমহেশ্বরের ডোলিযাত্রা – কাজল দত্ত
৭৫. কেনিয়ায় পাঁচ অরণ্য – প্রতাপকুমার রায়
৭৬. কোনাডা থেকে রেভুপাল ভরম – রতনলাল বিশ্বাস
৭৭. চাঁদের দেশ লাদাখ – কমলেশ কামিলা
৭৮. বোকের তোভ, ইজরায়েল – নবনীতা দেব সেন
৭৯. বিষ্ণুপুর মুকুটমণিপুর – হরপ্রসাদ মিত্র
৮০. ডোকরিয়ানি বামক – অনিন্দ্য মজুমদার
৮১. তাওয়াং থেকে তাসি-চু জং – কমলা মুখোপাধ্যায়
৮২. মেক্সিকো শহরের একটি দিন – প্রীতি সান্যাল
৮৩. আকাশচূড়ায় অভিযান – অনিন্দ্য মুখোপাধ্যায়
৮৪. ভ্রমণের ঝঞ্ঝাট – শঙ্খ ঘোষ
৮৫. সারেঙ্গেটির জঙ্গলে – হরপ্রসাদ মিত্র
৮৬. এবারের কুম্ভমেলায় – চিন্ময় চক্রবর্তী
৮৭. অন্য পথের পথিক – বুদ্ধদেব গুহ
৮৮. গরুমারা জঙ্গলে – টুটুল রায়
৮৯. নিশীথ সূর্যের দেশ – প্রতাপকুমার রায়
৯০. সবুজ নামদাফাতে – সঞ্জয় বন্দ্যোপাধ্যায়
৯১. পঞ্চকেদার – শিবনাথ বসু
৯২. গোঁসাইকুণ্ড – কমলা মুখোপাধ্যায়
৯৩. অমরকন্টক – হীরক নন্দী
৯৪. আদিম ডুয়ার্সের আধুনিক রূপকথা – সূর্য ঘোষ
৯৫. পার্বতী উপত্যকায় সার পাস – বিদ্যুৎ দে
৯৬. মিয়ানমার, ইরাবতীর সঙ্গে – পবিত্র সরকার
৯৭. রূপসী রিশপ – হীরক নন্দী
৯৮. হিমবাহের জন্মভূমিতে – শেখর ভট্টাচার্য
৯৯. ভাবা জোত পেরিয়ে কিন্নর থেকে স্পিতি – অনিন্দ্য মজুমদার
১০০. ভিক্টোরিয়া জলপ্রপাত – হরপ্রসাদ মিত্র
১০১. বক্সা দুর্গ – টুটুল রায়
১০২. সিন্ধু নদের ধারে – রতনলাল বিশ্বাস
১০৩. মেঘালয়ের দাউকি – সুমিত মুখোপাধ্যায়
১০৪. আমাদের ছোট নদী : লিডার – সুনীল গঙ্গোপাধ্যায়
১০৫. লাসা – সমীর রায়
১০৬. ২ নম্বর লোভালোয়া স্ট্রিট – অমরেন্দ্র চক্রবর্তী
১০৭. অযোধ্যা পাহাড় – বিশ্বদীপ দত্ত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন