ননীচোর কানাই

একদিন কানাই ব্রজের এক গোপীর বাড়ী প্রবেশ করেছে। উদ্দেশ্য ননীচুরি। গোপীর ঘরে ঢুকে শিকেয় থেকে ননীর ভাঁড় নামিয়ে যেই ভাঁড়ের ভেতর হাত ঢুকিয়েছে অমনি সেই গোপী এসে পড়েছে। কানাইকে দেখে গোপী জিজ্ঞাসা করছে, ‘এই ছোঁড়া তুই কে রে?’

—আমি বলরামের ছোট ভাই কানাই।

—এখানে কি দরকার?

—নিজের ঘর মনে করে এখানে চলে এসেছি।

—তা ঠিক আছে, ভুল তো হতেই পারে। কিন্তু ঘুমন্ত ছেলের গায়ে হাত দিয়ে চিমটি কাটছিস কেন?

—আজ বাছুরগুলো কোনদিকে চরাতে নিয়ে যাবো; তা জিজ্ঞাসা করে জেনে নেওয়ার জন্য ওকে চিমটি কেটে ঘুম থেকে জাগাচ্ছিলাম।

—আচ্ছা, সে না হয় হল, ননীর ভাঁড়ে হাত ঢুকিয়েছিস কেন?

—আমার একটা বাছুর হারিয়ে গেছে, তাই তোমার এখানে খুঁজছি। তুমি ভুলেও ভেব না—গোপী মাসি, আমি তোমার ঘরে ননী চুরি করতে এসেছি।

—বাছুর খুঁজছিস? ননীর ভাঁড়ে?

—হ্যাঁগো মাসি। এই দেখ না বলতে বলতে কানাই এক ডেলা ননীকে হাতে করে পাকিয়ে পাকিয়ে একটা বাছুরের মত আকৃতি করে গোপীকে দেখায় এবং দেখিয়ে বলে, যাক মাসী আমি যা খুঁজছিলাম তা পেয়ে গেছি এখন আমি আসি। বাবা এটা মধুবন থেকে আমায় এনে দিয়েছিল। এই বাছুরটা এমন দুষ্টু না মাসি, কেবলই আমার হাত থেকে ছিটকে পালিয়ে পালিয়ে বেড়ায়। যেখানেই ননীর ভাঁড় দেখতে পায়, সেখানেই গিয়ে লাফিয়ে পড়ে, ফলে একে খুঁজে বের করতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা মাসি, এখন আমি আসি—এই বলে কানাই গোপীর বাড়ী থেকে ননী খেতে খেতে বেরিয়ে গেল।

সকল অধ্যায়

১. যুদ্ধের অবসরে
২. ইন্দ্র ও শ্রীকৃষ্ণ
৩. যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ
৪. শান্তির দূত শ্রীকৃষ্ণ
৫. বহুরূপে বহুরূপী তুমি
৬. মুক্তি কাঁদে বৃন্দাবনে
৭. যশোদার ভাবনা
৮. ঘোড়া ঘোড়া খেলা
৯. গল্প শোনে গোপাল
১০. কৃষ্ণরূপে শুধুই নিমন্ত্রণ
১১. ননীচোর কানাই
১২. বাকপটু কানহাইয়া
১৩. রসিক কানাই
১৪. সবার অলক্ষ্যে
১৫. গোঠের মাঠে একঝলক
১৬. শ্রীকৃষ্ণ ও দেবাঙ্গনা
১৭. পঞ্চ আশ্চর্য্য
১৮. একটি রাতের কথা
১৯. বোনের দাদা—দাদার ভাই
২০. মুক্তি
২১. কৃষ্ণ ও বিদুর পত্নী
২২. রক্ষা বন্ধন
২৩. গুরু দিলেন বর
২৪. ভাই-বোনের লড়াই
২৫. দ্বারকায় প্রার্থী অশ্বত্থামা
২৬. কৃষ্ণের অতিথি সৎকার
২৭. কৃষ্ণের অতিথি সৎকার
২৮. সূচীশিল্পী গুণক ও কৃষ্ণ
২৯. সুদামা মালী
৩০. অভিন্ন সখা কৃষ্ণ
৩১. ন পারয়েহং
৩২. সব বোধের অবোধ লীলা
৩৩. বৃন্দাবনের ধূলিতে কুম্ভস্নান
৩৪. ঘরে বাইরে লুকোচুরি
৩৫. প্রতীক্ষায় কাঁদে জননী
৩৬. সুলভার বেদনা
৩৭. যাজ্ঞসেনী প্রসঙ্গে
৩৮. সত্যাশ্রয়ী শ্রীকৃষ্ণ
৩৯. ননীচুরির সূচনা
৪০. যদি ব্রজে যাও, অভিমান শূন্য হও
৪১. নামের বাঁধনে বাঁধা ভগবান
৪২. প্রথম গো-দোহন
৪৩. রাখাল রাজা
৪৪. অভিনব মুক্তালীলা
৪৫. কৃষ্ণের বাঁধন
৪৬. তপস্বী কৃষ্ণ
৪৭. দর্পচূর্ণ
৪৮. প্রেমের আদর্শ গোপী
৪৯. বউ নিয়ে খেলে গোপাল
৫০. বাৎসল্যপ্রীতির বন্ধনে
৫১. মহাভারতের মহাযুদ্ধের আগে
৫২. রাতের অরণ্যে
৫৩. রোহিণী মায়ের সাথে
৫৪. ভীম, কৃষ্ণ ও কৃষ্ণমায়া
৫৫. বিরাট রাজার অন্তঃপুরে
৫৬. যশোদার অঙ্গনে
৫৭. জগৎ চায় কৃষ্ণকৃপা, কৃষ্ণ চান…
৫৮. গিরিরাজের পদপ্রান্তে
৫৯. ”দ্বা সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং…”
৬০. জগতে দুঃখ কেন?
৬১. ব্রজের ব্রজনাথ, পুরীধামে জগন্নাথ
৬২. বাঁশীর সুরে অশ্রু ঝরে
৬৩. বিচিত্র বরদান

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন