৩. অতলে অন্তরীণ – ৪৯

তসলিমা নাসরিন

বাইশ জুলাই, শুক্রবার

পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন তসলিমা নাসরিনকে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে অনুসরণ করতে হবে। সেটাই তার জন্য মঙ্গলজনক। আজকের কাগজের সাংবাদিকের সঙ্গে তিনি টেলিফোনে তসলিমা বিষয়ে কথা বলেছেন। ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লেখিকা তসলিমাকে বাংলাদেশের বাইরে যে কোনও দেশে যেতে দেবার যে আবেদন জানিয়েছে তার জবাবে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে? বললেন, আমরা এখনও এর জবাব চূড়ান্ত করিনি। ৩০ জন মার্কিন সিনেটরসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁরা অভিযোগ আনছেন যে লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা করে সরকার মৌলবাদীদের সোচ্চার হতে সাহায্য করেছে। এর জবাবে সরকারের পক্ষ থেকে আপনি কি বলবেন? মন্ত্রী বলেছেন, ২৯৫(ক) ধারায় যে মামলাটি করা হয়েছে, সেই আইনটি বৃটিশরা অত্যন্ত সুচিন্তিত ভাবে প্রণয়ন করে গেছেন। আজকে যদি সরকার নিজে মামলা না করত, তবে দেশের ৬৪টি জেলার কোর্ট থেকে কেউ না কেউ মামলা করে বসত। তখন মেয়েটার অবস্থা কি হত? এই আইনে তাই সরকারকেই মামলা করতে হয়েছে যাতে অন্যরা মেয়েটিকে হয়রানি করার সুযোগ না পায়। যদিও এই আইনটি নন বেইল-এবল, তবু কোর্টের পূর্ণ স্বাধীনতা রয়েছে মেয়েদের প্রতি উদার সিদ্ধান্ত নেবার। সরকার কি জামাত আর মৌলবাদীদের দাবি অনুসারে ব্লাসফেমি আইন প্রণয়ন করবে? আমি তো পার্লামেণ্টে একবার বলেছি এই ধরনের আইন প্রণয়নের ব্যাপারে পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারে। সরকারের দৃষ্টিভঙ্গি কি? সরকার এই মুহূর্তে কিছু ভাবছে না। তবে ভবিষ্যতে যে ভাববে না তা এখনই বলা যাচ্ছে না। আমরা সর্বতোভাবে চাইব দেশের আইনগুলোর ধর্মনিরপেক্ষ ব্যবহার এবং ধর্মনিরপেক্ষ আইনের সংরক্ষণ। দেশের মৌলবাদী তৎপরতায় দাতাদেশগুলোর ক্রমাগত উদ্বেগের ফলে দেশের উন্নয়নের প্রয়োজনে বিদেশি সাহায্য প্রবাহে কোনও অসুবিধে হবে কি? না অতটা খারাপ অবস্থা ঘটার মত দুর্ভাগ্যের কোনও কারণ দেশে ঘটেনি। দেশে মৌলবাদী শক্তিগুলো যে ক্রমাগত রাজনৈতিক শক্তি অর্জনের চেষ্টা করছে সেদিকে তাকিয়ে সরকার কি চিন্তিত? সরকারের জন্য তারা থ্রেট হয়ে উঠছে কি? তাদের এই তৎপরতা খুবই সাময়িক। সরকার বা বিএনপির জন্য তারা কোনও ফ্যাক্টর না। গোলাম আযমের ব্যাপারে আইন যেমন নিজস্ব ধারায় চলেছে, তেমনি তসলিমার ব্যাপারেও আইন নিজস্ব ধারায় চলবে। শেষ প্রশ্নটি ছিল, সরকার কি তসলিমাকে দেশের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিচ্ছে? মন্ত্রী এ ধরনের উদ্ভট খবরকে জোর গলায় নাকচ করেছেন।

মৌলবাদী শক্তিগুলোর তৎপরতা খুবই সাময়িক তা তিনি বলেছেন বটে, কিন্তু তিনি নিজে জানেন যে তা সাময়িক নয়। বিএনপির মধ্যে দুটো দল আছে, একটি নরমপন্থী আরেকটি কট্টরপন্থী। দুদলে দ্বন্দ্ব চলছে। কট্টরদের দলটিতেই বেশি লোক। নরম বলছে মৌলবাদীদের হরতাল রোধ করতে, ওদের আস্কারা না দিতে। কট্টর বলছে হরতাল হচ্ছে হোক, রোধ করার প্রয়োজন নেই। তা না হয় হল, বিএনপি কোনওকালেই এমন কোনও আদর্শবাদী দল ছিল না, দলটি জন্মের শুরু থেকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে আঁতাত করে গেছে। কিন্তু আওয়ামী লীগ চুপ করে আছে কেন এখন, প্রশ্নটি এখানেই। গতকাল প্রেসক্লাবের সামনে লেখক শিল্পীদের একটি সমাবেশে আওয়ামী লীগের সমালোচনা করা হয়। সমাবেশে শামসুর রাহমান বলেছেন, ফতোয়াবাজ, মৌলবাদী ও ফ্যাসিস্ট শক্তির আক্রমণের প্রধান লক্ষ্য নারী সমাজ ও মুক্তচিন্তার অধিকারী শিল্পী সাহিত্যিকরা। এদের বিরুদ্ধে প্রত্যেক শিল্পীকে সতর্কতার সঙ্গে লড়াইয়ে নামতে হবে। ধর্মকে পুঁজি করে মৌলবাদীরা ক্ষমতায় যেতে চায়। তারা ক্ষমতায় গিয়ে দেশকে মধ্যযুগীয় অবস্থায় ফিরিয়ে নিতে চায়। তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। তাই লেখক শিল্পীদের আজ চুপ করে বসে থাকলে চলবে না। এই লড়াইয়ে জয়ী হতেই হবে।..এই সরকার নিজেই মৌলবাদী। তাদের আচার আচরণ মৌলবাদীর মতই। যে দল স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আমাদের আশা সে দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে ্‌এবং মৌলবাদীদের বিরুদ্ধে বক্তব্য রাখবে। সেই দলের উদাসিনতার জন্য আজ মৌলবাদীরা ধরাকে সরা জ্ঞান করছে এবং মুক্তমতি লেখকদের ওপর হামলার পাঁয়তারা করছে। ফ্যাসিবাদী মৌলবাদী অশুভ শক্তিকে স্তব্ধ না করা হলে সামনে সমূহ সর্বনাশ। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। ফ্যাসিবাদী-মৌলবাদী অশুভ শক্তিকে স্তব্ধ করার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সৈয়দ শামসুল হকও ছিলেন সমাবেশে। বলেছেন, সরকারি বা বিরোধী দল কেউই লেখকের চিন্তা, বিজ্ঞানমনস্কতার স্বাধীনতার বিরুদ্ধাচারণকারীদের সম্পর্কে একটি কথাও বলেনি। যারা ক্ষমতায় যাবার এবং ক্ষমতায় থাকার রাজনীতি করছেন, তারা প্রকৃত অর্থে কাকে ক্ষমতাবান করছেন তা দেখতে হবে। সৈয়দ হাসান ইমাম বলেছেন, জামাত শিবির ফ্রীডম পার্টিসহ ধর্মব্যবসায়ীরা আমাদের বুদ্ধিজীবীদের নামে ফতোয়া জারি করেছে। অথচ সরকার নিশ্চেষ্ট নিষিক্রয় বসে আছে। ধর্মান্ধতার নামে তারা আবার রাস্তায় নেমেছে। মসজিদে মসজিদে অপপ্রচার চালাচ্ছে এবং ফতোয়া দিচ্ছে। আওয়ামী লীগ খুব ভুল করছে এ সময়, তাদের জামাতের সঙ্গ ছেড়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের উৎখাত করতে হবে। সমাবেশের ঘোষণায় বলা হয়, ১৯৭১ সালের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি হতে হবে। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যাংক বীমা সহ সকল ক্ষেত্র থেকে তাদের অপসারণ করতে হবে। এদেরকে রাজনৈতিক সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্মকে রাজনীতি, সন্ত্রাস, খুন, নির্যাতন, কুৎসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে আইন প্রণয়ন করতে হবে। সকল নাগরিকের তার নিজস্ব ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। কারও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করা কিংবা কাউকে ধর্মদ্রোহী কাফের আখ্যা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। ধর্মকে রাষ্ট্র ও রাজনীতির আওতা থেকে মুক্ত করতে হবে। সার্বজনীন পারিবারিক আইন চালু করতে হবে। সংবিধান অনুযায়ী সকল ক্ষেষেন নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হবে। অভিন্ন, বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক সার্বজনীন শিক্ষা চালু করতে হবে। লেখক সাংবাদিকদের বিরুদ্ধে জারিকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। লেখক শিল্পীর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্প সাহিত্য, সাংবাদিকতাসহ সৃজনশীল চিন্তাশীল সকল কাজের ক্ষেত্রকে প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। চিন্তার প্রকাশ বাধামুক্ত হলে, মতের আদান প্রদান বিতর্কের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করলেই কেবল সকলের পক্ষে সঠিক ও ভ্রান্তচিন্তাকে শনাক্ত করা সম্ভব হবে।

 

মৌলবাদীরা কী করছে? তারা এখন ক্ষেপে আছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ক্লাউস কিনকেলের ওপর। জার্মানী এখন ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান। জার্মানীর পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত এখন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা পালন করবেন। ক্লাউস কিনকেল বলেছেন আমাকে যেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বের হওয়ায় সাহায্য করেন। মোল্লারা ক্রোধের চোটে লাফাচ্ছে এসব শুনে। মতিউর রহমান নিজামী জার্মান মন্ত্রী আর ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর নিন্দা করেছেন। বলেছেন, যে মুহূর্তে এদেশের ধর্মপ্রাণ জনগণ ধর্মদ্রোহিতার শাস্তির দাবিতে সোচ্চার এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তসলিমার বিরুদ্ধে সরকার দেশের আইন অনুযায়ী মামলা দায়ের করেছে সে সময় ইউরোপীয় ইউনিয়নের এ নির্দেশ শিক্ষা, সভ্যতা, গণতন্ত্র, আইনের শাসন এবং কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। নিজামী বলেন, পশ্চিমা বিশ্ব কুখ্যাত সালমান রুশদির মত তসলিমাকেও আশ্রয় দেওয়ার পায়তারা করে তাদের ইসলাম বিরোধী চরিত্র পুনর্বার প্রকাশ করেছে। নিজামী ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান জানান। এ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে তাঁদের তিনি বিরত থাকতে বলেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের নিন্দা কেবল জামাতে ইসলামী থেকে নয়, সব ইসলামী দল থেকেই চলতে থাকে।

উকিল নোটিশ দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে। মিরপুরের আমিনা খাতুনের পক্ষে একজন এডভোকেট আমাকে আটক করতে সরকারের ব্যর্থতা ও অবহেলা প্রদর্শন করায় উকিল নোটিশ জারি করেছে। তথ্যসচিব এবং বিবিসির স্থানীয় প্রতিনিধির কাছেও উকিল নোটিশ গেছে। এর অর্থ স্বরাষ্ট্রমন্ত্রণায় যেন কোনও রকম দেরি না করে গ্রেফতার করে এবং বিবিসির প্রতিনিধিরা যেন ক্ষমা চায়। বিবিসির ওপর রাগ, ৩০ জুন তারিখে বিবিসি আমার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানে নাকি আমি সিগারেট খেতে খেতে কোরানের পাতা ওল্টাচ্ছিল!ম। কবে কোথায় আমি কোরানের পাতা ওল্টাচ্ছিল!ম, কোন সাক্ষাৎকারে তা মনে করতে চেষ্টা করি। হ্যাঁ, একদিন তা ঘটেছে, তা বিবিসির কোনও সাক্ষাৎকারে নয়। জার্মানির টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার ছিল সেটি। আমার বাড়িতে আসা নিরাপদ ছিল না বলে জার্মানি থেকে আসা সাংবাদিকরা আমাকে শেরাটন হোটেলে যেতে বলেছিল, সেখানেই সাক্ষাৎকারটি নিয়েছে। একটি সিগারেট ধরিয়েছিলাম সাংবাদিকদের কাছ থেকে নিয়ে কথা বলার সময়। সাক্ষাৎকার শেষ হয়ে যাওয়ার পর হোটেলের রুমে যে টেবিল ছিল, টেবিলের ড্রয়ারে কোরান শরীফ থাকে, সেটি বের করে আমাকে দিয়ে জার্মান সাংবাদিক বলেছিলেন, আপনি এটা পড়ছেন, এরকম একটা দৃশ্য নিতে চাই। পাতা ওল্টালাম, ক্যামেরায় বন্দী হল দৃশ্য, চলে এলাম। কোরান যখন আমার হাতে, আমার স্পষ্ট মনে আছে আমি কোনও সিগারেট খাচ্ছিল!ম না। বিদেশী তথ্যচিত্র থেকে আমি বুঝি, তারা কেটে কেটে জোড়া দেয় দৃশ্যগুলো, দুঘন্টার সাক্ষাৎকারকে আধঘন্টায় নিয়ে আসে। এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে লাফ দেয়। নিশ্চয়ই সিগারেট খাওয়ার দৃশ্যটির পরই কোরান খোলার দৃশ্যটি দেখিয়েছে আর মোল্লাগুলো দুটো চিত্রকে একটি চিত্র বলে প্রমাণ করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হল আমি কি সিগারেট খেতে খেতে কোরান পড়লে কোরানকে অসম্মান করা হয় বলে মনে করি? আমার উত্তর, না।

আমার যদি সিগারেটে অভ্যেস থাকত, তবে ঘরে বসে আমি যখন কোরানের নারী লিখছিলাম, সারাদিন কোরান খোলা পড়ে থাকত আমার কমপিউটারের পাশে, আমি পাতা ওল্টাতে ওল্টাতে সিগারেট খেতে খেতে, কোরানের উদ্ধৃতিগুলো লিখতাম কমপিউটারে। যেমন লিখেছি সিগারেট না খেয়ে। সেই শৈশবে আমি মায়ের আদেশে কোরান স্পর্শ করেছি অযু করে আসার পর। কিন্তু বুদ্ধি হওয়ার পর কোরান স্পর্শের আগে অযু করার প্রয়োজন অনুভব করিনি। কোরানকে অসম্মান করার জন্য যে ইচ্ছে করেই অযু করিনি তা নয়। কোরানকে আমি মনে করিনি যে এটি পবিত্র কোনও বই, এটি ছুঁতে হলে আমাকে পাক পবিত্র হতে হবে। আর অযু করলেই যে পাক পবিত্র হওয়া যায়, তাও আমি মনে করি না। কনুই পর্যন্ত হাত, গোড়ালি পর্যন্ত পা, মুখটা, নাকটা, কানের ভেতরটা, কানের পেছনটা পানিতে ধুয়ে নিলেই কোনও মানুষ পবিত্র হয়ে যায়, এটি নিতান্তই যুক্তিহীন কথা। আমি যদি কুৎসিত চিন্তা করি, আমি যদি অন্যের অনিষ্ট করার কথা ভাবি, অন্যকে যন্ত্রণা দেওয়ার ভাবনা করি, যদি অসততা করি, মিথ্যে বলি, তবেই আমি অপবিত্র হব। এগুলো মন থেকে সরিয়ে মানুষের ভালর জন্য, সুখের জন্য শান্তির জন্য, শুদ্ধ সুন্দর চিন্তা ভাবনা করলেই তবে আমি মনের অপবিত্রতা দূর করতে পারব, পবিত্র হতে পারবো, হাত পা মুখ আর কানের পেছন ধৌত করে পবিত্র হতে পারবো না। সোজা কথা।

আমার সোজা কথায় কার কী যায় আসে! যারা আমার মুণ্ডু চাইছে, তারা আরও বেশি চিৎকার করে আমার মুণ্ডুর দাবি করতেই থাকে।

সকল অধ্যায়

১. ১. প্যারিসের ডায়রি – ০১
২. ১. প্যারিসের ডায়রি – ০২
৩. ১. প্যারিসের ডায়রি – ০৩
৪. ১. প্যারিসের ডায়রি – ০৪
৫. ১. প্যারিসের ডায়রি – ০৫
৬. ১. প্যারিসের ডায়রি – ০৬
৭. ২. তাণ্ডব – ০১
৮. ২. তাণ্ডব – ০২
৯. ২. তাণ্ডব – ০৩
১০. ৩. অতলে অন্তরীণ – ০১
১১. ৩. অতলে অন্তরীণ – ০২
১২. ৩. অতলে অন্তরীণ – ০৩
১৩. ৩. অতলে অন্তরীণ – ০৪
১৪. ৩. অতলে অন্তরীণ – ০৫
১৫. ৩. অতলে অন্তরীণ – ০৬
১৬. ৩. অতলে অন্তরীণ – ০৭
১৭. ৩. অতলে অন্তরীণ – ০৮
১৮. ৩. অতলে অন্তরীণ – ০৯
১৯. ৩. অতলে অন্তরীণ – ১০
২০. ৩. অতলে অন্তরীণ – ১১
২১. ৩. অতলে অন্তরীণ – ১২
২২. ৩. অতলে অন্তরীণ – ১৩
২৩. ৩. অতলে অন্তরীণ – ১৪
২৪. ৩. অতলে অন্তরীণ – ১৫
২৫. ৩. অতলে অন্তরীণ – ১৬
২৬. ৩. অতলে অন্তরীণ – ১৭
২৭. ৩. অতলে অন্তরীণ – ১৮
২৮. ৩. অতলে অন্তরীণ – ১৯
২৯. ৩. অতলে অন্তরীণ – ২০
৩০. ৩. অতলে অন্তরীণ – ২১
৩১. ৪. দেশান্তর – ১
৩২. ৪. দেশান্তর – ২
৩৩. ৪. দেশান্তর – ৩
৩৪. ৪. দেশান্তর – ৪ (শেষ)
৩৫. ৩. অতলে অন্তরীণ – ২২
৩৬. ৩. অতলে অন্তরীণ – ২৩
৩৭. ৩. অতলে অন্তরীণ – ২৪
৩৮. ৩. অতলে অন্তরীণ – ২৫
৩৯. ৩. অতলে অন্তরীণ – ২৬
৪০. ৩. অতলে অন্তরীণ – ২৭
৪১. ৩. অতলে অন্তরীণ – ২৮
৪২. ৩. অতলে অন্তরীণ – ২৯
৪৩. ৩. অতলে অন্তরীণ – ৩০
৪৪. ৩. অতলে অন্তরীণ – ৩১
৪৫. ৩. অতলে অন্তরীণ – ৩২
৪৬. ৩. অতলে অন্তরীণ – ৩৩
৪৭. ৩. অতলে অন্তরীণ – ৩৪
৪৮. ৩. অতলে অন্তরীণ – ৩৫
৪৯. ৩. অতলে অন্তরীণ – ৩৬
৫০. ৩. অতলে অন্তরীণ – ৩৭
৫১. ৩. অতলে অন্তরীণ – ৩৮
৫২. ৩. অতলে অন্তরীণ – ৩৯
৫৩. ৩. অতলে অন্তরীণ – ৪০
৫৪. ৩. অতলে অন্তরীণ – ৪১
৫৫. ৩. অতলে অন্তরীণ – ৪২
৫৬. ৩. অতলে অন্তরীণ – ৪৩
৫৭. ৩. অতলে অন্তরীণ – ৪৪
৫৮. ৩. অতলে অন্তরীণ – ৪৫
৫৯. ৩. অতলে অন্তরীণ – ৪৬
৬০. ৩. অতলে অন্তরীণ – ৪৭
৬১. ৩. অতলে অন্তরীণ – ৪৮
৬২. ৩. অতলে অন্তরীণ – ৪৯
৬৩. ৩. অতলে অন্তরীণ – ৫০
৬৪. ৩. অতলে অন্তরীণ – ৫১
৬৫. ৩. অতলে অন্তরীণ – ৫২
৬৬. ৩. অতলে অন্তরীণ – ৫৩
৬৭. ৩. অতলে অন্তরীণ – ৫৪
৬৮. ৩. অতলে অন্তরীণ – ৫৫
৬৯. ৩. অতলে অন্তরীণ – ৫৬
৭০. ৩. অতলে অন্তরীণ – ৫৭
৭১. ৩. অতলে অন্তরীণ – ৫৮
৭২. ৩. অতলে অন্তরীণ – ৫৯
৭৩. ৩. অতলে অন্তরীণ – ৬০
৭৪. ৩. অতলে অন্তরীণ – ৬১
৭৫. ৩. অতলে অন্তরীণ – ৬২

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন