৩. অতলে অন্তরীণ – ২৯

তসলিমা নাসরিন

দুই জুলাই, শনিবার

ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এই গণজাগরণ থামবে না–বলেছেন শায়খুল হাদিস। গতকাল ৩০ জুনের হরতালে পুলিশের গুলিতে কিশোরগঞ্জের শহীদ আরমানের রুহের মাগফেরাত কামনা ও নাস্তিক মুরতাদ এনজিও এজেন্টদের সন্ত্রাসের প্রতিবাদে দোয়া ও বিক্ষোভ মিছিল হয়েছে। এনজিও তৎপরতা ও নাস্তিক মুরতাদ প্রতিরোধ আন্দোলনের আহবায়ক এবং বাংলাদেশ খেলাফত মজলিশ অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস বলেছেন, রক্তের বিনিময়ে হলেও এ দেশে ইসলাম চাই। আজ দালাল চিহ্নিত হয়ে গেছে। এ দালাল-আসামীরা ছুটে গেলে সরকারকেই আসামী চিহ্নিত করা হবে। ন্যায়ের অগ্রাভিযান দেখে বাতিলের গাত্রদাহ শুরু হয়েছে। তাতে কোনও ভয় নেই। সত্য তুলে ধরার জন্য ইনকিলাব সম্পাদকের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। মুসলমানরা অসত্যের কাছে মাথা নত করতে জানে না।

আরমানকে নিজের দলের সদস্য দাবি করে অন্য কোনও দলই মিছিলে নামছে না। এমনিতে পুলিশের গুলিতে কেউ মারা গেলে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাড়াকাড়ি বাঁধে নিহতকে নিজের দলের লোক বলে দাবি করতে। এবার আওয়ামী লীগের কোনও দাবি নেই। সুতরাং এ ছেলে খুব স্বাভাবিকভাবেই শায়খুল হাদিসের দলের ছেলে।

এদিকে গতকাল সিলেটে মৌলবাদীরা পাটমন্ত্রীর গাড়ি ভাঙচুর করেছে। পাটমন্ত্রী হান্নান শাহ মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যখন সার্কিট হাউজ থেকে লাকাতুরা গলফ ক্লাবে যাচ্ছিলেন, তখন পৌর পয়েণ্টে নাস্তিক মুরতাদ প্রতিরোধ আন্দোলনের সভা থেকে ধর ধর মুক্তিযোদ্ধা ধর, চিৎকার করে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। গাড়ি ভেঙে যায়। মন্ত্রীকে শেষ পর্যন্ত পুলিশেরা সার্কিট হাউজে ফেরত গেছেন। পুলিশ আর মৌলবাদীতে একটা সংঘর্ষ হয়ে যায়, ১৫ জন আহত হয় ইট পাটকেলের আক্রমণে। মৌলবাদীদের হামলায় বিএনপিকর্মীরা ক্ষুব্ধ হওয়ায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে, এবং মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিশোরগঞ্জে আরমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জানাজায় কুড়ি হাজারেরও বেশি লোক অংশ নেয়। কিশোরগঞ্জ শহরে এখনও উত্তেজনাকর থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থা নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ভাবে পুলিশ সুপার ছ জন পুলিশকে সাসপেণ্ড করেছেন। শহরে ১৪৪ ধারার মেয়াদ আরও ৪৮ ঘন্টা বাড়ানো হয়েছে। ভোরের কাগজের একটি ছোট্ট খবর সবকিছুর আড়ালে পড়ে আছে, খবরটির শিরোনাম তসলিমার ছোট বোনকে টেলিফোনে হুমকি। তসলিমা নাসরিনের পারিবারিক সূষেন জানা যায় গত দুদিন থেকে টেলিফোনে কে বা কারা তাদের হত্যার হুমকি দিচ্ছে। তসলিমার ছোট বোন ইয়াসমিন জানায়, গত কয়েকদিন ধরে টেলিফোনে তাকে রাস্তায় বেরোলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আজকের কাগজের খবর, ধর্মব্যবসায়ী শিবির সন্ত্রাসীদের হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত। গালিব রেজা নামের এক ব্যাংক কর্মকর্তা ইসলামি শিবিরের সশস্ত্র লোকদের হাত থেকে প্রাণে বাঁচলেও শরীরে আটটি শেলাই ও ভাঙা হাত নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন। গত বৃহস্পতিবার সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সমাজ আহুত হরতাল চলাকালে গালিব রেজা হেঁটে মতিঝিলে যাচ্ছিলেন। শিবিরের ক্যাডাররা তাকে নির্মূল কমিটির লোক ভেবে পেটাতে শুরু করে। আশেপাশে সহকর্মীরা শেষ পর্যন্ত গালিবকে পিজি হাসপাতালে ভর্তি করান। হরতালের দিন নিরীহ পথচারীদের তো আছেই, বিভিন্ন দৈনিকের সাংবাদিকদেরও মৌলবাদীরা লাঞ্ছিত করেছে।

বাসদের নেতা খালেকুজ্জামান তোপখানা রোডে মৌলবাদীদের বোমাবাজির নিন্দা করেছেন। বলেছেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এরা আজ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। দেশের অসংখ্য মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন, এর জন্য বোমার দরকার হচ্ছে না। কিন্তু মৌলবাদী শক্তির নজর পড়েছে মধ্যপ্রাচ্যের কাঁচা টাকার দিকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এরা কোটি কোটি টাকা নিচ্ছে আর দেশের সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। ধর্মের রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যবহারের জন্য দেশের মানুষকে সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বিবিসির সঙ্গে ডঃ কামাল হোসেনের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। কামাল হোসেন বলেছেন, মৌলবাদী শক্তিগুলো বুঝতে পেরেছে যে দেশে যদি গণতন্ত্র সুসংহত হয়, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ বাস্তবায়িত হয়, তাহলে তাদের রাজনীতির অবসান ঘটবে। মৌলবাদীরা তাই কখনও গণতন্ত্রকে সুসংহত করতে দেবে না। তারা চায় না যে গণতন্ত্র সুংহত হোক। তারা আজকে একটা অদ্ভুত রকমের কৌশল নিয়েছে, তা হল একদিকে তারা সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছে, আঁতাত করেছে, পার্লামেণ্টে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে মৌলবাদীরা বিরোধী দলের সঙ্গে আঁতাত করে পার্লামেন্ট ত্যাগ করছে লাগাতারভাবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তারা সরকারের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রেখে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করছে। পার্লামেন্টকে অকার্যকর করার ব্যাপারে তারা একটা ভূমিকা রাখছে। পার্লামেণ্টের বাইরে তারা বিভিন্ন অজুহাতে একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

প্রয়োজনে মার্কিন দূতাবাস ঘেরাও করা হবে– এ কথাটি তাহাফফুজে হারমাইন কমিটির সভাপতি মাওলানা সাদেক আহমেদ বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আমার পক্ষে বক্তব্য রেখেছেন, এ কারণেই মূলত প্রতিবাদ করতে গিয়ে সাদেক আহমেদ বলেছিলেন, ‘বাংলাদেশ সরকারের তসলিমাকে গ্রেফতারের ব্যাপারে গড়িমসি রহস্যজনক এবং মার্কিন সরকারের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে এর যোগসূত্র রয়েছে। এমতাবস্থায় প্রয়োজনে আমেরিকার দূতাবাস অবরোধ করা হবে।’ আজকের কাগজে আজ লেখা হয়েছে –সাদেক আহমেদের এই উস্কানিমূলক ও কূটনৈতিক রীতিনীতি বিবর্জিত বিবৃতিতে সারাজাতি আজ আতঙ্কিত, উদ্বিগ্ন, শঙ্কিত এবং মর্মাহত। একটি দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেষেন দূতাবাস হচ্ছে সর্বোμচ সম্মানিত নিরপেক্ষ এবং স্পর্শকাতর একটি এলাকা। এমনকী যুদ্ধের সময়ও পরস্পর বিরোধী শক্তিগুলো দূতাবাস আক্রমণ থেকে বিরত থাকে। এটাই আন্তর্জাতিক আইন। এ অবস্থায় প্রয়োজনে মার্কিন দূতাবাস ঘেরাও করার মত হুমকি যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেষেন কত বড় বিপর্যয়ের এবং বিপত্তির সৃষ্টি করতে পারে তা যে কোনও সুস্থ ও শান্তিপ্রিয় মানুষ মাত্রই উপলব্ধি করতে পারবে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর উগ্রপন্থী সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী অপশক্তি আন্তর্জাতিক রীতিনীতির তোয়াককা না করে হরহামেশাই উস্কানিমূলক এসব বক্তব্য দিয়ে যাচ্ছে যা দেশে বিদেশে আমাদের মান, সম্মান, ইজ্জতকে ধূলায় নিপতিত করছে। সাম্প্রদায়িক, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী এই চক্রের উস্কানিমূলক বিবৃতি বক্তব্যে ঢাকার বিদেশি কূটনৈতিক মহল তাদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগাকুল হয়ে পড়ছে বলেও জানা গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের শতকরা একশভাগ গণতান্ত্রিক সরকারের দাবিদাররা এসব উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তির সকল অপতৎপরতার মত কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত উদ্বেগজনক তৎপরতাকেও নীরবেই হজম করে যাচ্ছে। একটি দূতাবাস ঘেরাওএর মত বক্তব্য প্রকাশ্যে আসার পরও সরকার একটি গণতান্ত্রিক সরকার একটি উন্নয়নমুখী সরকার কি করে নীরব থাকে, আমরা বুঝতে পারি না। ……

অনেক লম্বা লেখা। সরকারকে দোষ দিয়েই মূলত লেখাটি। মৌলবাদের উত্থানে নীরব কেন সরকার। সরকারকে আসলে যত প্রশ্নই করা হোক, সরকার কি কখনও উত্তর দেবে! না দেবে না। সরকারের যত নিন্দাই করা হোক, সরকার কি গায়ে মাখে? না মাখে না।

রাত একটায় ক এলেন। ক এসেই কথা নেই বার্তা নেই, বললেন, চলুন। কোথায় চলব, কিছু জানি না। আমার তো তৈরি হওয়ার বেশি কিছু নেই। দ্রুত শাড়িটি পরে নিলাম। ঝ কিছুক্ষণ হতভম্ব দাঁিড়য়ে থেকে ককে জিজ্ঞেস করলেন কোথায় নিচ্ছেন আমাকে। ক কোনও উত্তর দিলেন না। আমিও জিজ্ঞেস করলাম, উত্তর পাইনি। এ সময় ক যা ভাল বুঝবেন তাই করবেন। নিজের জীবনটি কর হাতে পুরোপুরিই ছেড়ে দিয়েছি। ক এখন বায়তুল মোকাররমে নিয়ে আমাকে রেখে আসতে পারেন, ক এখন কোনও অন্ধকার গুহায় আমাকে ফেলে আসতে পারেন। আমি বাঁচব কি মরব তা কর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একটি লাল গাড়ি বাইরে অন্ধকারে অপেক্ষা করছিল। ঘোমটা মাথার আমি দ্রুত উঠে যাই গাড়ির ভেতর। পেছনের আসনে শুয়ে পড়ার পরামর্শ দেন ক। ক সামনের আসনে উঠে বসলেই গাড়ি চলতে শুরু করে। কোথাও গিয়ে গাড়ি থামে। কোথায় তা আমার অনুমান করার সাধ্য নেই। একটি দোতলা বাড়িতে কর পেছন পেছন উঠতে হয়। দরজা খুলে যে ব্যক্তিটি দাঁড়ান, দেখে অবাক হই। তিনি এদেশের বিখ্যাত একজন শিল্পী। ধরছি তিনি ঞ। ঞ এবং ঞর স্ত্রী আমাকে একটি ঘরে ঢুকিয়ে দেন। ক ওই দরজা থেকেই অদৃশ্য হয়ে যান।

ঞর সঙ্গে আগে আমার পরিচয় হয়নি কোনওদিন। ঞর মত শিল্পীকে দূর থেকে দেখতে পেয়েই ধন্য হয়েছি আগে। কাছে গিয়ে আলাপ করব, এমন সাহস কখনও হয়নি। আমি এখন ঞর বাড়িতে। তিনি আমাকে একটি ঘর দিয়েছেন থাকতে। ঘরটি ছোট, কিন্তু সুন্দর। ঘরের জিনিসপত্র পরিপাটি, গোছানো। কাঠের খাটে বিছানা পাতা। খাটের পাশে টেবিল। টেবিলের পাশে চেয়ার। মাথার ওপর পাখা। আমি পাখা ছেড়ে দিয়ে শুয়ে থাকি বিছানায়। আশ্চর্য, একটুও ভয় লাগছে না আমার। এ বাড়িটিতে আমি নিরাপদ বোধ করছি। আসলে এ বাড়িতে আমাকে কেউ মেরে ফেললেও দুঃখ হবে না আমার। কত বড় হৃদয় থাকলে এ সময় আমাকে কেউ আশ্রয় দিতে পারে আমি ভাবতে চেষ্টা করি। শিল্পী সাহিত্যিকরা যখন আমাকে অস্বীকার করছেন, হাতে গোনা কজন মাত্র আমার পক্ষে ভয়ে ভয়ে হঠাৎ হঠাৎ মুখ খুলছেন, তখন এমন একজন শিল্পী জীবনের কত বড় ঝুঁকি নিয়ে যে আমাকে তাঁর নিজের বাড়িতে রাখার সাহস দেখালেন, তা অনুমান করা শক্ত হলেও চেষ্টা করি অনুমান করতে। আমার প্রতি ঞর সহমর্মিতা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আমার মৃত্যুভয় কমিয়ে দেয়।

সকল অধ্যায়

১. ১. প্যারিসের ডায়রি – ০১
২. ১. প্যারিসের ডায়রি – ০২
৩. ১. প্যারিসের ডায়রি – ০৩
৪. ১. প্যারিসের ডায়রি – ০৪
৫. ১. প্যারিসের ডায়রি – ০৫
৬. ১. প্যারিসের ডায়রি – ০৬
৭. ২. তাণ্ডব – ০১
৮. ২. তাণ্ডব – ০২
৯. ২. তাণ্ডব – ০৩
১০. ৩. অতলে অন্তরীণ – ০১
১১. ৩. অতলে অন্তরীণ – ০২
১২. ৩. অতলে অন্তরীণ – ০৩
১৩. ৩. অতলে অন্তরীণ – ০৪
১৪. ৩. অতলে অন্তরীণ – ০৫
১৫. ৩. অতলে অন্তরীণ – ০৬
১৬. ৩. অতলে অন্তরীণ – ০৭
১৭. ৩. অতলে অন্তরীণ – ০৮
১৮. ৩. অতলে অন্তরীণ – ০৯
১৯. ৩. অতলে অন্তরীণ – ১০
২০. ৩. অতলে অন্তরীণ – ১১
২১. ৩. অতলে অন্তরীণ – ১২
২২. ৩. অতলে অন্তরীণ – ১৩
২৩. ৩. অতলে অন্তরীণ – ১৪
২৪. ৩. অতলে অন্তরীণ – ১৫
২৫. ৩. অতলে অন্তরীণ – ১৬
২৬. ৩. অতলে অন্তরীণ – ১৭
২৭. ৩. অতলে অন্তরীণ – ১৮
২৮. ৩. অতলে অন্তরীণ – ১৯
২৯. ৩. অতলে অন্তরীণ – ২০
৩০. ৩. অতলে অন্তরীণ – ২১
৩১. ৪. দেশান্তর – ১
৩২. ৪. দেশান্তর – ২
৩৩. ৪. দেশান্তর – ৩
৩৪. ৪. দেশান্তর – ৪ (শেষ)
৩৫. ৩. অতলে অন্তরীণ – ২২
৩৬. ৩. অতলে অন্তরীণ – ২৩
৩৭. ৩. অতলে অন্তরীণ – ২৪
৩৮. ৩. অতলে অন্তরীণ – ২৫
৩৯. ৩. অতলে অন্তরীণ – ২৬
৪০. ৩. অতলে অন্তরীণ – ২৭
৪১. ৩. অতলে অন্তরীণ – ২৮
৪২. ৩. অতলে অন্তরীণ – ২৯
৪৩. ৩. অতলে অন্তরীণ – ৩০
৪৪. ৩. অতলে অন্তরীণ – ৩১
৪৫. ৩. অতলে অন্তরীণ – ৩২
৪৬. ৩. অতলে অন্তরীণ – ৩৩
৪৭. ৩. অতলে অন্তরীণ – ৩৪
৪৮. ৩. অতলে অন্তরীণ – ৩৫
৪৯. ৩. অতলে অন্তরীণ – ৩৬
৫০. ৩. অতলে অন্তরীণ – ৩৭
৫১. ৩. অতলে অন্তরীণ – ৩৮
৫২. ৩. অতলে অন্তরীণ – ৩৯
৫৩. ৩. অতলে অন্তরীণ – ৪০
৫৪. ৩. অতলে অন্তরীণ – ৪১
৫৫. ৩. অতলে অন্তরীণ – ৪২
৫৬. ৩. অতলে অন্তরীণ – ৪৩
৫৭. ৩. অতলে অন্তরীণ – ৪৪
৫৮. ৩. অতলে অন্তরীণ – ৪৫
৫৯. ৩. অতলে অন্তরীণ – ৪৬
৬০. ৩. অতলে অন্তরীণ – ৪৭
৬১. ৩. অতলে অন্তরীণ – ৪৮
৬২. ৩. অতলে অন্তরীণ – ৪৯
৬৩. ৩. অতলে অন্তরীণ – ৫০
৬৪. ৩. অতলে অন্তরীণ – ৫১
৬৫. ৩. অতলে অন্তরীণ – ৫২
৬৬. ৩. অতলে অন্তরীণ – ৫৩
৬৭. ৩. অতলে অন্তরীণ – ৫৪
৬৮. ৩. অতলে অন্তরীণ – ৫৫
৬৯. ৩. অতলে অন্তরীণ – ৫৬
৭০. ৩. অতলে অন্তরীণ – ৫৭
৭১. ৩. অতলে অন্তরীণ – ৫৮
৭২. ৩. অতলে অন্তরীণ – ৫৯
৭৩. ৩. অতলে অন্তরীণ – ৬০
৭৪. ৩. অতলে অন্তরীণ – ৬১
৭৫. ৩. অতলে অন্তরীণ – ৬২

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন