সতীশচন্দ্র মিত্র
সুন্দরবনের পাঁচটি বিনষ্ট সহরের মধ্যে নলদী (Noldy) একটি। বর্তমান চব্বিশ-পরগণার দক্ষিণাংশে নলুয়া নদীর তীরে যে নলুয়া নামক স্থান আছে, উহাকেই আমরা নলদী বলিয়া অনুমান করিয়াছি। ঠিক সেই স্থানটিই নলদী না হইতে পারে। কিন্তু উহার সন্নিকটে সুন্দরবনের সেই অংশে যে প্রাচীন সহর নলদী ছিল, তাহার সম্বন্ধে কিছু প্রমাণ আছে। ১৮৭০ খৃষ্টাব্দে খুলনার সুপণ্ডিত রেণী সাহেব ফরাসী পণ্ডিত কার্টামবার্ডের নিকট হইতে তিনখানি প্রাচীন মানচিত্রের প্রতিলিপি পাইয়াছেন। উহার মধ্যে সসন (N. Sauson) কর্তৃক ১৬৫২ খৃষ্টাব্দে অঙ্কিত মানচিত্রখানি তিনি বাঙ্গালার বিনষ্ট নগরীর প্রাচীন বিবরণ দিবার জন্য ১৮৭২ খৃষ্টাব্দের ‘মুখার্জ্জিস্ ম্যাগাজিন’ নামক বিখ্যাত পত্রিকায় প্রকাশিত করেন। উক্ত ম্যাপে নলদীর অবস্থান রহিয়াছে। নলদীর উত্তরে বিস্তীর্ণ বুড়ন পরগণাও আছে। সুতরাং আমরা বলিতে পারি, ভাগীরথী ও মধুমতীর মোহানার মধ্যবর্তী সুন্দরবনের কোন স্থানে বিস্তীর্ণ দ্বীপে নলদী নামক প্রাচীন সহর ছিল। প্রসিদ্ধ বাঙ্গালা সহরও যেমন অকস্মাৎ জলমধ্যে প্রোথিত হইয়াছিল, হয়ত নলদীর ভাগ্যেও তদ্রুপ হইয়াছে। এখানে সসনের ম্যাপের প্রতিলিপি প্রদত্ত হইল। (প্রথম অংশ : অষ্টম পরিচ্ছেদ— সুন্দরবনে মনুষ্যাবাস দ্রষ্টব্য)।
—
From the chart of Empire of the Grand Moguls, by N. Sauson. 1652. Mookerjee’s Magazine, New series, vol. 1, P. 345.
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন