রথ দেখা ও কলাবেচা

সমর পাল

পুরীর জগন্নাথদেব বুদ্ধমূর্তির রূপান্তর এবং রথযাত্রাও বৌদ্ধগণের রথোৎসবের অনুকরণ বলে মনে করেন অনেক পণ্ডিত। বুদ্ধদেবের একটি দাঁত দীর্ঘদিন পূরীতে সংরক্ষিত ছিল এবং পরে তা শ্রীলঙ্কায় প্রেরণ করা হয় বলে অনেকের অভিমত। একথা ঠিক যে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের সিংহভাগই এসেছে মহাযানী বৌদ্ধদের হাত ঘরে। কারণ আজকের বাঙালির পূর্বপুরুষদের সেই ধারা বহন করছে ধর্মীয় আদর্শের দিক থেকে আপাত পৃথক বলে গণ্য হলেও।

প্রাচীন ধারার অনুকরণে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সনাতনপন্থী হিন্দুরা জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করে। প্রাচীন স্মৃতি-জাগানিয়া রথ বা শকটযান সাজিয়ে সেখানে স্থাপন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। রথের দড়ি টানা পুণ্যের কাজ বলে মনে করেন ভক্তরা। রথে উপবিষ্ট দেবতাদের উদ্দেশে রাস্তার দুপাশ থেকে ভক্তরা নিবেদন করে কলা, পান, চিনি। অর্থাৎ এগুলোই হলো দেবতার উদ্দেশে ভক্তের দান। প্রাচীনকাল থেকে এ ধারা চলে আসছে এদেশে।

রাস্তা দিয়ে যখন রথকে টেনে নিয়ে যাওয়া হয় তখন রীতিমতো জমজমাট থাকে সে এলাকা। বিশাল মেলা হয়ে ওঠে সেখানে। সে মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় কলা, পান ও চিনি। একজন ব্যক্তি রথ দেখার পুণ্য অর্জনের পাশাপাশি মেলায় যদি কলা বিক্রি করে তবে তার দুদিক থেকে লাভ। সে যেমন পরকালের জন্য পুণ্য অর্জন করছে, ঠিক তেমনি জাগতিক মঙ্গলের কাজ সেরে নিচ্ছে কলা বিক্রির লভ্যাংশ থেকে।

এ কারণে যদি কেউ একই সঙ্গে উপভোগ ও অর্থ অর্জন এই উভয়বিধ উদ্দেশ্য সাধন করে তবে রথদেখা ও কলাবেচা প্রবাদটি প্রযুক্ত হয়। ইংরেজিতে বলা হয়- Killing two birds with one stone বা এক ঢিলে দুই পাখি মারা।

সকল অধ্যায়

১. অকাল কুষ্মাণ্ড
২. অগস্ত্যযাত্রা
৩. অজার যুদ্ধে আঁটুনি সার
৪. অতি দর্পে হত লঙ্কা
৫. অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬. অতি মন্থনে বিষ ওঠে
৭. অতি লোভে তাঁতি নষ্ট
৮. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯. অন্ধের হাতি দেখা
১০. অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১. অশ্বত্থামা হত ইতি গজ
১২. আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩. আষাঢ়ে গল্প
১৪. আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫. ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬. ওঝার ব্যাটা বনগরু
১৭. কংসমামা
১৮. কাকতালীয় ব্যাপার
১৯. কালনেমির লঙ্কাভাগ
২০. কুম্ভকর্ণের ঘুম
২১. কুরুক্ষেত্র কাণ্ড
২২. কড়ায় গণ্ডায়
২৩. খর দজ্জাল
২৪. খাঞ্জা খাঁ
২৫. খয়ের খাঁ
২৬. গজকচ্ছপের লড়াই
২৭. গজকপিত্থবৎ
২৮. গদাই লশকরি চাল
২৯. গন্ধমাদন বয়ে আনা
৩০. গোঁফ খেজুরে
৩১. গোকুলের ষাঁড়
৩২. গৌরচন্দ্রিকা
৩৩. ঘরভেদী বিভীষণ
৩৪. ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫. ঘুঁটো জগন্নাথ
৩৬. চিত্রগুপ্তের খাতা
৩৭. চেনা বামুনের পৈতা লাগে না
৩৮. চোরে চোরে মাসতুতো ভাই
৩৯. ছকড়া নকড়া
৪০. জগা খিচুড়ি
৪১. জড়ভরত
৪২. ঢাক পেটানো
৪৩. ঢাকের বাঁয়া
৪৪. ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫. ত্রিশঙ্কু অবস্থা
৪৬. দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭. দশচক্রে ভগবান ভূত
৪৮. দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯. দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০. ধনুর্ভঙ্গ পণ
৫১. ধন্বন্তরি
৫২. ধর লক্ষ্মণ
৫৩. ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪. ধর্মের ষাঁড়
৫৫. ধান ভানতে শিবের গীত
৫৬. ধুন্ধুমার কাণ্ড
৫৭. নরাণাং মাতুলক্রমঃ
৫৮. পরশুরামের কুঠার
৫৯. পরের ধনে পোদ্দারি
৬০. পাততাড়ি গুটানো
৬১. পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২. পিপুফিশু
৬৩. পোয়া বারো
৬৪. ফতো নবাব
৬৫. ফপর দালালি
৬৬. ফেউ লাগা
৬৭. বাজখাঁই আওয়াজ
৬৮. বিদুরের খুদ
৬৯. বিন্দেদূতী
৭০. ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১. ভস্মে ঘি ঢালা
৭২. ভাগের মা গঙ্গা পায় না
৭৩. ভানুমতির খেল
৭৪. ভিজা বিড়াল
৭৫. ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬. ভুশুণ্ডি কাক
৭৭. ভেড়াকান্ত
৭৮. ভেড়ার পাল
৭৯. মগের মুলুক
৮০. মরার সময় মকরধ্বজ
৮১. মাছি মারা কেরানি
৮২. মাছের মায়ের পুত্রশোক
৮৩. মান্ধাতার আমল
৮৪. মারের ওপর ওষুধ নাই
৮৫. মাৎস্যন্যায় অবস্থা
৮৬. যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭. যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮. যত দোষ নন্দ ঘোষ
৮৯. যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০. রথ দেখা ও কলাবেচা
৯১. রাবণের চিতা
৯২. লঙ্কাকাণ্ড
৯৩. লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪. লেফাফাদুরস্ত
৯৫. শকুনিমামা
৯৬. শনির দশা
৯৭. শাঁখের করাত
৯৮. শাপে বর
৯৯. শিখণ্ডী খাড়া করা
১০০. শিবরাত্রির সলতে
১০১. শুভঙ্করের ফাঁকি
১০২. শ্যাম রাখি কি কুল রাখি
১০৩. ষাঁড়ের গোবর
১০৪. সরফরাজি চাল
১০৫. সস্তার তিন অবস্থা
১০৬. সাক্ষীগোপাল
১০৭. সাত নকলে আসল খাস্তা
১০৮. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯. হরি ঘোষের গোয়াল
১১০. হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন