সমর পাল
প্রবাদটি আবার আগা হাল যে দিকে যায় পাছা হাল সে দিকে যায়— এভাবেও উচ্চারিত হয়ে থাকে। অন্ধভাবে অন্যের কাজের অনুকরণ বা অনুসরণ করার ক্ষেত্রে প্রবাদটি প্রযোজ্য হয়।
যে কৃষক হাল বা লাঙ্গল চালায় তাকে নাংলা বলা হয়ে থাকে। জমি চাষ করার সময় একসাথে একাধিক লাঙ্গল ব্যবহৃত হলে প্রথম চাষি যে দিক দিয়ে লাঙ্গল চালায় পরবর্তী চাষিরাও তার অনুসরণে লাঙ্গল বয় একই পথে। কোনো ব্যতিক্রম ঘটায় না তারা।
আমাদের সমাজে কেউ যদি কোনো কাজ করে এবং তার দৃষ্টান্ত অনুসরণে একই কায়দায় অন্য কেউ চলে তবে আলোচ্য প্রবাদ ব্যবহৃত হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন