কুম্ভকর্ণের ঘুম

সমর পাল

সাংঘাতিক ঘুম-কাতুরে কাউকে অনেক চেষ্টা করে সহজে জাগাতে না পারলে এই প্রবাদ ব্যবহৃত হয় সাধারণভাবে। আবার কেউ যদি অতি গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখে এবং দীর্ঘসময় পর বুঝতে পেরে তৎপর হয়ে ওঠে তবে বলা হয়ে থাকে— ‘কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হলো।’

বিশ্রবা মুনির ঔরসে রাক্ষসরাজ সুমালীর কন্যা কৈকসীর (নিকষা) গর্ভে জন্ম হয় রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা ও বিভীষণের। জন্মগ্রহণের পরপরই প্রচণ্ড ক্ষুধার্ত কুম্ভকর্ণ সহস্র প্রজা ভক্ষণ করে ফেলেন। এজন্য দেবরাজ ইন্দ্ৰ তাকে বজ্রাঘাত করেন। অত্যন্ত দীর্ঘ, মহাবলশালী ও দুর্দান্ত প্রকৃতির ছিলেন কুম্ভকৰ্ণ।

ভাইদের সাথে মিলিত হয়ে কুম্ভকর্ণ গোকর্ণ আশ্রমে উগ্র তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন এবং অমরত্বের বর চান। এখানে উল্লেখ্য যে, গোকর্ণ তীর্থ মালবদেশের প্রান্তসীমায় (অবন্তিদেশ বা আধুনিক মালওয়া) অবস্থিত। যাহোক, ব্ৰহ্মা কুম্ভকর্ণকে বর দিতে উদ্যত হচ্ছেন, এমন সময় দেবতারা ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মাও কৌশলে অদৃশ্য হন কুম্ভকর্ণকে বর না দিয়েই।

দেবতারা ব্রহ্মাকে জানান যে, কুম্ভকর্ণ সাতজন অপ্সরা, ইন্দ্রের দশজন অনুচর এবং অনেক ঋষি ও মানুষের প্রাণনাশ (ভক্ষণ) করেছেন। ব্রহ্মার কাছে অমরত্বের বর পেলে কুম্ভকর্ণ ত্রিভুবন গ্রাস করবেন। আবার অন্যদিকে কুম্ভকর্ণের কঠোর তপস্যায় পৃথিবী এমন উত্তপ্ত হয়ে ওঠে যেন আগুনে পুড়ে সমস্ত পৃথিবী ভস্ম হয়ে যাবে। ব্রহ্মা পড়লেন উভয় সঙ্কটে।

অনেক ভেবেচিন্তে ব্রহ্মা তার স্ত্রী সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠে স্থান গ্রহণ করতে বললেন। সেইসাথে ব্রহ্মা সরস্বতীকে একথাও বললেন যে, কুম্ভকৰ্ণ আবার যখন বর প্রার্থনা করবেন তখন যেন সরস্বতীই কুম্ভকর্ণের কথা পরিবর্তন করে সুবিধামতো উত্তর দেন। তারপর ব্রহ্মা একসময় কুম্ভকর্ণের প্রার্থনা জানতে চান। কুম্ভকর্ণের সরস্বতী-নিয়ন্ত্রিত কণ্ঠ হতে উত্তর আসে—’অনন্ত জীবনের পরিবর্তে অনন্ত নিদ্ৰা চাই।’ ব্রহ্মা খুশি হয়ে সেই বর দিয়ে দিলেন কুম্ভকর্ণকে। অতঃপর অদৃশ্য হলেন তিনি।

ব্রহ্মা চলে যাবার পর হঠাৎ এক সময় চৈতন্য লাভ হলো কুম্ভকর্ণের। বুঝতে পারলেন দেবদেবীর চালাকি। কিন্তু কী আর করা যায়। আবার ব্রহ্মার কাছে দেন-দরবার, অনুনয়-বিনয়। আবার সেই সরস্বতীচালিত কণ্ঠের প্রার্থনা—’আমি যেন ছয়মাস কাল একটানা নিদ্রাসুখ ভোগ করে একদিন মাত্র ভোজন করতে পারি।’ ব্রহ্মা সঙ্গে সঙ্গে তথাস্তু বলে আরো বললেন— ‘কিন্তু যদি কেউ অকালে তোমার নিদ্রাভঙ্গ করে, তা হলে তোমার নিশ্চিত মরণ।

কুম্ভকর্ণ ফিরে গেলেন লঙ্কায়। তার বিয়ে হলো দৈত্যরাজ বলির দৌহিত্রী বজ্রজ্বালার সাথে। উল্লেখ্য যে, অসুর সম্রাট হিরণ্যকশিপু হলেন কশ্যপ-দিতির পুত্র। হিরণ্যকশিপু ও তার স্ত্রী কয়াধুর পুত্র ভক্ত প্রহলাদ। প্রহ্লাদপুত্ৰ বিরোচন। বিরোচন-সুরুচির পুত্র বলি। রাবণ বজ্রজ্বালাকে হরণ করে কুম্ভকর্ণের সাথে তার বিয়ে দেন। কুম্ভকর্ণের জন্য রাবণ দুই যোজন লম্বা ও এক যোজন চওড়া বিচিত্র ভবন তৈরি করে দেন। ছয় মাস পর নিদ্রাভঙ্গের পরবর্তী খানাপিনার আয়োজনও তেমনি জাঁকজমকপূর্ণ রাখা হয়। যোজনের পরিমাণ বিভিন্ন যুগে বিভিন্ন রকম থাকলেও সাধারণ হিসেবে কুম্ভকর্ণের ঘুমের ভবন ছিল লম্বায় প্রায় ৩২ মাইল এবং প্রস্থে প্রায় ১৬ মাইল।

রাম-রাবণের যুদ্ধে একে একে লঙ্কার বীরদের নিহত হবার কারণে প্রায় সেনাপতিশূন্য হয়ে পড়েছিল রাবণ-বাহিনী। অনন্যোপায় রাবণ দুর্দান্ত বীর কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাতে মনস্থির করলেন। অসংখ্য অনুচর ও হাতি পাঠিয়ে বহু চেষ্টার পর অসময়ে ঘুম ভাঙ্গানো হলো কুম্ভকর্ণের। অকালে ঘুম ভাঙ্গানোর জন্য তিনি বড় ভাই রাবণকে তিরস্কার করলেও সসৈন্যে রামের বিরুদ্ধে বীরদর্পে যুদ্ধযাত্রা করেন। রামের বাহিনীকে রীতিমতো বিপর্যস্ত করে অবশেষে রামের নিক্ষিপ্ত বায়ব্যাস্ত্র, ঐন্দ্রাস্ত্র ও অর্ধচন্দ্র বাণে নিহত হলেন কুম্ভকৰ্ণ।

কুম্ভকর্ণ শক্তিমান বীর ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার ঘুমের কারণে অন্তর্নিহিত শক্তি প্রায় অকেজো হয়েছিল। এজন্য কোনো মানুষ কাজের উপযুক্ত হওয়া সত্ত্বেও যখন অযথা গভীর ঘুমে আচ্ছন্ন থেকে নিষ্কর্মা হয়ে থাকে অথবা তাকে সহসা জাগানো যায় না, সে ক্ষেত্রে আমরা কুম্ভকর্ণের ঘুম প্রবাদটি প্রযুক্ত করে থাকি।

সকল অধ্যায়

১. অকাল কুষ্মাণ্ড
২. অগস্ত্যযাত্রা
৩. অজার যুদ্ধে আঁটুনি সার
৪. অতি দর্পে হত লঙ্কা
৫. অতি দানে বলির পাতালে হলো ঠাঁই
৬. অতি মন্থনে বিষ ওঠে
৭. অতি লোভে তাঁতি নষ্ট
৮. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৯. অন্ধের হাতি দেখা
১০. অল্পবিদ্যা ভয়ঙ্করী
১১. অশ্বত্থামা হত ইতি গজ
১২. আগ নাংলা যে দিকে যায় পাছ নাংলা সে দিকে যায়
১৩. আষাঢ়ে গল্প
১৪. আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া
১৫. ইল্লত যায় না ধুলে খাসলত যায় না মলে
১৬. ওঝার ব্যাটা বনগরু
১৭. কংসমামা
১৮. কাকতালীয় ব্যাপার
১৯. কালনেমির লঙ্কাভাগ
২০. কুম্ভকর্ণের ঘুম
২১. কুরুক্ষেত্র কাণ্ড
২২. কড়ায় গণ্ডায়
২৩. খর দজ্জাল
২৪. খাঞ্জা খাঁ
২৫. খয়ের খাঁ
২৬. গজকচ্ছপের লড়াই
২৭. গজকপিত্থবৎ
২৮. গদাই লশকরি চাল
২৯. গন্ধমাদন বয়ে আনা
৩০. গোঁফ খেজুরে
৩১. গোকুলের ষাঁড়
৩২. গৌরচন্দ্রিকা
৩৩. ঘরভেদী বিভীষণ
৩৪. ঘুঁটে পোড়ে গোবর হাসে
৩৫. ঘুঁটো জগন্নাথ
৩৬. চিত্রগুপ্তের খাতা
৩৭. চেনা বামুনের পৈতা লাগে না
৩৮. চোরে চোরে মাসতুতো ভাই
৩৯. ছকড়া নকড়া
৪০. জগা খিচুড়ি
৪১. জড়ভরত
৪২. ঢাক পেটানো
৪৩. ঢাকের বাঁয়া
৪৪. ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার
৪৫. ত্রিশঙ্কু অবস্থা
৪৬. দক্ষযজ্ঞ ব্যাপার
৪৭. দশচক্রে ভগবান ভূত
৪৮. দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলা
৪৯. দৈত্যকুলে প্ৰহ্লাদ
৫০. ধনুর্ভঙ্গ পণ
৫১. ধন্বন্তরি
৫২. ধর লক্ষ্মণ
৫৩. ধর্মপুত্র যুধিষ্ঠির
৫৪. ধর্মের ষাঁড়
৫৫. ধান ভানতে শিবের গীত
৫৬. ধুন্ধুমার কাণ্ড
৫৭. নরাণাং মাতুলক্রমঃ
৫৮. পরশুরামের কুঠার
৫৯. পরের ধনে পোদ্দারি
৬০. পাততাড়ি গুটানো
৬১. পান্তা ভাতে ঘি নষ্ট বাপের বাড়ি ঝি নষ্ট
৬২. পিপুফিশু
৬৩. পোয়া বারো
৬৪. ফতো নবাব
৬৫. ফপর দালালি
৬৬. ফেউ লাগা
৬৭. বাজখাঁই আওয়াজ
৬৮. বিদুরের খুদ
৬৯. বিন্দেদূতী
৭০. ভবতি বিজ্ঞতমঃ ক্রমশো জনঃ
৭১. ভস্মে ঘি ঢালা
৭২. ভাগের মা গঙ্গা পায় না
৭৩. ভানুমতির খেল
৭৪. ভিজা বিড়াল
৭৫. ভীষ্মের প্রতিজ্ঞা
৭৬. ভুশুণ্ডি কাক
৭৭. ভেড়াকান্ত
৭৮. ভেড়ার পাল
৭৯. মগের মুলুক
৮০. মরার সময় মকরধ্বজ
৮১. মাছি মারা কেরানি
৮২. মাছের মায়ের পুত্রশোক
৮৩. মান্ধাতার আমল
৮৪. মারের ওপর ওষুধ নাই
৮৫. মাৎস্যন্যায় অবস্থা
৮৬. যক্ষের ধন বা কুবেরের ধন
৮৭. যণ্ডামার্ক বা যণ্ডামার্কা
৮৮. যত দোষ নন্দ ঘোষ
৮৯. যে দামে কেনা সেই দামে বিক্রি
৯০. রথ দেখা ও কলাবেচা
৯১. রাবণের চিতা
৯২. লঙ্কাকাণ্ড
৯৩. লাগে টাকা দেবে গৌরীসেন
৯৪. লেফাফাদুরস্ত
৯৫. শকুনিমামা
৯৬. শনির দশা
৯৭. শাঁখের করাত
৯৮. শাপে বর
৯৯. শিখণ্ডী খাড়া করা
১০০. শিবরাত্রির সলতে
১০১. শুভঙ্করের ফাঁকি
১০২. শ্যাম রাখি কি কুল রাখি
১০৩. ষাঁড়ের গোবর
১০৪. সরফরাজি চাল
১০৫. সস্তার তিন অবস্থা
১০৬. সাক্ষীগোপাল
১০৭. সাত নকলে আসল খাস্তা
১০৮. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
১০৯. হরি ঘোষের গোয়াল
১১০. হরিহর আত্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন