সমর পাল
অজ বা অজা হলো ছাগ বা ছাগী। অজ অর্থে মেষ বা ভেড়াও বুঝানো হতে পারে। অজার যুদ্ধ হচ্ছে ছাগলে-ছাগলে অথবা ভেড়ায়-ভেড়ায় লড়াই।
যারা ছাগল বা ভেড়ার লড়াই দেখেছেন তাদের কাছে ঐ লড়াই আসলেই মজার। বেশ প্রস্তুতি নিয়ে অনেক দূর থেকে শিংমাথা খাড়া করে প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করতে তেড়ে আসে ছাগল। কিন্তু শত্রুর কাছে এসে দু’একবার শিং ঠোকাঠুকি অর্থাৎ মাথায় মাথা দিয়ে আঘাত করার পর তার আর পূর্বভাব থাকে না।
মানুষের মধ্যে লড়াইপূর্ব তর্জন-গর্জনের পর কিংবা কোনো কাজ করার আগে আঁটসাঁট হয়ে প্রস্তুতির পর কাঙ্ক্ষিত ফল লাভ করা না গেলে কিংবা আয়োজনের ঘটা অনুযায়ী কাজ না হলে এ ধরনের প্রবাদ প্রযুক্ত হয়ে থাকে। এ প্রবাদের সাথে তুলনীয় প্রবাদ হচ্ছে-বজ্র আঁটুনি ফস্কা গেরো অথবা বহ্বারম্ভে লঘুক্রিয়া কিংবা পর্বতের মূষিক প্রসব। ইংরেজি প্রবাদ Much ado about noting The mountain in labour producing a mouse এক্ষেত্রে তুলনীয়। তুলনীয় সংস্কৃত প্রবাদ বহ্বারম্ভে লঘুক্রিয়া সংক্ষেপে একটু ব্যাখ্যা করে বলা যায়—
অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে
প্রভাতে মেঘডম্বরে।
দম্পত্যোঃ কলহে চৈব
বহ্বারম্ভে লঘুক্রিয়া ॥
অর্থাৎ ছাগলের যুদ্ধে, ঋষিশ্রাদ্ধে, প্রভাতে মেঘের ডাকে আর স্বামী-স্ত্রীর কলহের আরম্ভকালে যথেষ্ট আড়ম্বর থাকলেও শেষকালে তার কাজ লঘু হয় (অর্থাৎ ফলাফল সাধারণত গুরুতর হয় না)। লঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন এ প্রবাদের মূল কথা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন