সমর পাল
এমনিতেই বলা হয়- ভাই ভাই ঠাঁই ঠাঁই। অর্থাৎ তারা প্রায়ই মিলের অভাবে ঝগড়া বিবাদ করে পরস্পর পৃথক অবস্থায় থাকে। ভাইয়ে ভাইয়ে মিলেমিশে একমত হয়ে কাজ করার দৃষ্টান্ত আমাদের সমাজে বিরল।
আলোচ্য প্রবাদের অর্থ হচ্ছে—যে কাজ ভাগাভাগি করে করা হয় তা প্রায়ই সুচারুরূপে সম্পন্ন হয় না অথবা পণ্ড হয়ে যায়। কাজের দায়িত্ব সুনির্দিষ্ট করা না থাকার কারণে ভাগাভাগির কাজ যথাযথ লক্ষ্য অর্জন করতে পারে না।
গঙ্গানদী বা গঙ্গার জল নিষ্ঠাবান হিন্দুর কাছে অতি পবিত্র। মৃত্যুর পূর্বমুহূর্তে গঙ্গার তীরে মুমূর্ষুর উপস্থিতি পুণ্যজনক হিসেবে বিবেচিত হয়ে আসছে আদিকাল থেকে। গঙ্গালাভ বা গঙ্গাপ্রাপ্তি বলতে এ কারণে মৃত্যুকে বুঝায় আজকাল। বৃদ্ধবৃদ্ধার অনেকেরই মৃত্যুর আগে গঙ্গার তীরে প্রাণবিসর্জনের বাসনা থাকে। তাদের এই শেষ ইচ্ছে পূরণে সন্তানদের সদিচ্ছা থাকতে হয়। মুমূর্ষের গঙ্গাতীরে গমনকালে ‘এই গঙ্গা, আমি মরে যাচ্ছি’-এরূপ জ্ঞান থাকলে নাকি স্বর্গলাভ হয়। শাস্ত্রে তাই বলে।
মা সকল সন্তানের। মায়ের মৃত্যুকাল উপস্থিত হলে প্রায় সবাই মনে করে যে, কেউ না কেউ মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে। দৃঢ়ভাবে কেউ মাকে গঙ্গাযাত্রায় নিতে দায়িত্ব নেয় না। এ ওর ওপর দায়িত্ব ফেলতে চায়। ফলস্বরূপ মায়ের মৃত্যুকাল সন্নিকটবর্তী হলেও সমন্বিত দায়িত্ববোধ জন্মে না সন্তানদের মধ্যে। কারণ তাদের মধ্যে একতার অভাব স্বভাবজাতই হয়ে থাকে। এর কিছু ব্যতিক্রম থাকলেও সাধারণভাবে ভাগের মা গঙ্গালাভ করতে পারেন না প্রায়ই। ইংরেজি প্রবাদে বলা হয়—Everybody’s business is nobody’s business.
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন