সমর পাল
মকরধ্বজ হলো এক প্রকার কবিরাজি ওষুধ। পারদ ও গন্ধক এর মূল উপাদান। পারদজাত ওষুধ বলে একে রসসিন্দুরও বলা হয়। বলা হয়ে থাকে যে, এই ওষুধ সেবনে সকল রোগ আরোগ্য হয়। এর চেয়ে শ্রেষ্ঠ ওষুধ আর নেই। সকল মানুষের মঙ্গলের জন্য স্বয়ং মহাদেব নাকি এটি আবিষ্কার করেছেন। মকরধ্বজ তৈরির নানা রকম ফর্মুলা আছে। বিভিন্ন শাস্ত্রে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। সে বিষয়ে এখানে আলোচনা করা হলো না।
মনে করা হয় যে, মকরধ্বজ নামক বড়ি পানের সাথে খেলে উন্মত্ত এবং মরণাপন্ন রোগী সুস্থ হয়ে ওঠে। বলা হয়—’এই ঔষধ মদোন্মত্তা শত প্রমদাগণের গর্বনিবারক, জরামরণ ও বলিপলিত-নাশক, বয়ঃস্থাপক, সর্বরোগ নিবারক, শুক্রবর্ধক ও মৃত্যুজয়কারক।’
মকরধ্বজ সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে বলা যায় যে, যখন মানুষের মৃত্যুকাল উপস্থিত এবং কোনো ওষুধে কাজ হচ্ছে না তখন রোগীকে মকরধ্বজ খাওয়ানো হয় শেষ চেষ্টা হিসেবে। এটি প্রবাদে পরিণত হয়েছে আমাদের দেশে। কোনোভাবেই যখন একটি ধ্বংসকে ঠেকানো যাচ্ছে না তখন অব্যর্থ হিসেবে আপাত-বিবেচিত কাজ করা হলে তখন এই প্রবাদ ব্যবহৃত হয়। অর্থাৎ শেষ মুহূর্তের জন্য ক্ষীণ আশার সঞ্চার হিসেবে কোনো কাজ করাকে বলা হয়-মরার সময় মকরধ্বজ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন