ডার্টি গেম – ৩২

কাজী আনোয়ার হোসেন

বত্রিশ

ক্যামেরার জন্যে পোয দেয়ার পর পুরস্কারের কথা মনে পড়ল শ্যাননের। গুলিশূন্য বন্দুক ফেলে সংগ্রহ করে নিল বিআর ১৮। এখন তার প্রথম কাজ হবে ব্র্যাড স্টিলের সঙ্গে গিয়ে দেখা করা। খুলিয়ে নিতে হবে গোড়ালির বোমা ভরা ব্রেসলেট। টিকটিক করে সময় গুনে চলেছে টাইমার। ওটার দিকে তাকালে কেমন যেন শিরশির করে উঠছে তার বুক। আর মাত্র উনিশ মিনিট পর বিস্ফোরিত হবে প্লাস্টিক এক্সপ্লোসিভ।

তিন মিনিটে ক্যানিয়ন থেকে উঠে এসে পাঁচজন গার্ডকে চোখের সামনে দেখতে পেল শ্যানন। ওর মত তাদের হাতেও বিআর ১৮ অ্যাসল্ট রাইফেল। এরা এসেছে বিজয়ীকে বরণ করে ক্যাম্পে নিয়ে যেতে। তাদের একজন কড়া গলায় বলল, ‘অস্ত্র ফেলো!’

কথাটা শুনে কয়েক সেকেণ্ডের জন্যে থমকে গেল – শ্যানন। চট্ করে বুঝে নিতে চাইল পাঁচজনের বিরুদ্ধে একা লড়াই করে জিতে যেতে পারবে কি না। তার মন চাইছে এদেরকে খুন করতে। এই দলের কাউকে কাউকে দেখেছে হ্যাঙারে। কারও বয়স বিশ বাইশের বেশি নয়। কোন সন্দেহ নেই যে যুদ্ধে এরা একেবারেই অদক্ষ।

‘শেষবারের মত বলে দিচ্ছি, হাত থেকে অস্ত্র ফেলো!’ বলে উঠল তাদের দলনেতা। সবাই মিলে ঘিরে ধরেছে শ্যাননকে।

একা এতজনকে খুন করে ফেলতে পারবে না বুঝে বিআর ১৮ অ্যাসল্ট রাইফেল পায়ের কাছে নামিয়ে রাখল শ্যানন।

‘তুমি লড়াইয়ে জিতে গেছ, তাই এই খেলা এখন শেষ, ‘ বলল একজন গার্ড।

এদের ওপরে গুলি চালায়নি বলে মনে মনে নিজেকে ধন্যবাদ দিল শ্যানন। সে-ধরনের কিছু করে বসলে খেপে যেত প্রযোজক ব্র্যাড স্টিল। আগে লোকটাকে দিয়ে খুলিয়ে নিতে হবে টাইম বম, তারপর আদায় করতে হবে ডলারে ভরা সুটকেস। বোকার ভঙ্গি করে বলল সে, ‘তাই? খেলা শেষ? আমি তো মাত্র মজা পেতে শুরু করেছি!’

‘বস্ তোমাকে কম্পাউণ্ডে নিয়ে যেতে বলেছেন,’ বলল গার্ডদের দলনেতা। ‘এবার এসো আমাদের সঙ্গে।’

মাটি থেকে বিআর ১৮ রাইফেল তুলে নিল এক গার্ড। অন্য দু’জন দ্রুত হাতে সার্চ করল শ্যাননকে। তার পায়ের খাপে রাখা ছোরা নিয়ে নিল একজন।

‘আশা করি তোমাদের হাতে পাঠিয়ে দেয়া হয়েছে সিগার আর ব্র্যাণ্ডি,’ মুচকি হাসল শ্যানন। যেহেতু একটু পর মুক্তি পাবে আর সঙ্গে পাবে সুটকেস ভরা ডলার, তাই সহায়তা করতে কোন ধরনের আপত্তি নেই তার।

সিম্পসন টেকনিকাল ডিরেক্টর সিলভির গলা ফাঁক করে দেয়ার মাত্র একমিনিটের ভেতরে শ্যাননকে নিয়ে কম্পাউণ্ডে ঢুকে পড়ল গার্ডদের জিপ। একই সময়ে নিজের তাঁবু থেকে সরু এক ব্রিফকেস নিয়ে বেরিয়ে এল স্টিল। তার সামনেই ব্রেক কষে থামল গার্ডদের জিপ। বিজয়ীর ওপরে নিজেদের বিআর ১৮ রাইফেল তাক করে রেখেছে গার্ডেরা।

‘কংগ্রাচুলেশন্স,’ শুকনো গলায় শ্যাননকে বলল স্টিল। ‘তুমি সত্যিই জিতে গেছ। আর তাই এখন থেকে তুমি মুক্ত একজন মানুষ।’

‘আগে আমার গোড়ালি থেকে টাইম বম খুলে দাও, মেট,’ প্রযোজককে বিশ্বাস করার কোন কারণ দেখছে না শ্যানন। আর মাত্র বারো মিনিট পর ফেটে যাবে বোমা।

গলা থেকে চেইন খুলল স্টিল। ওটা থেকে ঝুলছে ছোট্ট রুপালি চাবি। শ্যাননের গোড়ালির ব্রেসলেটের তালায় ওটা ভরে দিল সে। লক খুলে যেতেই নিভে গেল টাইমারের এলইডি লাল বাতি।

‘তুমি এখন থেকে মুক্ত,’ কাঠের মত শুকনো হাসল স্টিল। এটা বলতে গেল না যে দ্বীপ লক্ষ্য করে ছুটে আসছে ইউএস নেভির রণতরী। সৈনিকেরা একবার এখানে পৌঁছে গেলে বন্দি করা হবে শ্যাননকে। অবশ্য ততক্ষণে হেলিকপ্টারে চড়ে বহু দূরে চলে যাবে স্টিল। এখন খুঁজে নিতে হবে রিটাকে।

শ্যানন গোড়ালি থেকে ব্রেসলেট খুলতেই তার হাত থেকে ওটা নিয়ে নিল স্টিল। তার দিকে সন্দেহের চোখে তাকাল শ্যানন। ‘তোমার এত তাড়া কিসের? কোথায় যাচ্ছ? আমার টাকা কোথায়?’

তিক্ত চোখে তাকে দেখল ব্র্যাড। ‘খুশি থাকো যে প্রাণে বেঁচে গেলে। মুক্ত মানুষ হিসেবে কোথাও লুকিয়ে পড়তে পারবে।’

কথাগুলো শুনে সরু হয়ে গেল শ্যাননের দুই চোখ। ‘তুমি কিন্তু এই শো-র জন্যে আমার সঙ্গে একটা চুক্তি করেছ। ভাল করে অভিনয় করেছি তোমার শো-র জন্যে। প্রতিযোগিতায় প্রথমও হয়ে গেছি। তোমার কারণে এখন আমি মুক্ত। কিন্তু মুক্ত মানুষের বাঁচতে হলে তার লাগে বহু টাকা। সেগুলো এখন কোথায়?’

‘তুমি জিতে যেতে পেরেছ কারণ আমি সেটাই চেয়েছি,’ অধৈর্য স্বরে বলল স্টিল। ‘তোমার সঙ্গে আবার আমার কিসের চুক্তি! তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে, এটাই তো তোমার জন্যে অনেক বেশি।’ গার্ডদের দিকে তাকাল সে। ‘একে এখানেই আটকে রাখো। আমি একটু পর ফিরে আসব। তারপর দেখব এর কী ব্যবস্থা করা যায়।’

চিরকালের জন্যে দ্বীপ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটা নিজে ভাল করেই জানে স্টিল। বড় তাঁবুর দিকে হনহন করে হেঁটে চলল সে।

তীব্র রাগ চেপে রেখে তার দিকে চেয়ে রইল শ্যানন। ঘুরে দাঁড়িয়ে তাকাল গার্ডদের দিকে। হাসি-হাসি মুখে চোখ টিপে বলল, ‘সত্যি, আমি খুব ভাগ্যবান! বেঁচে তো গেলাম!’

আমার হাত থেকে আর রেহাই নেই ব্র্যাড স্টিলের, মনে মনে কঠোর শপথ নিল সে।

সকল অধ্যায়

১. ডার্টি গেম – ১
২. ডার্টি গেম – ২
৩. ডার্টি গেম – ৩
৪. ডার্টি গেম – ৪
৫. ডার্টি গেম – ৫
৬. ডার্টি গেম – ৬
৭. ডার্টি গেম – ৭
৮. ডার্টি গেম – ৮
৯. ডার্টি গেম – ৯
১০. ডার্টি গেম – ১০
১১. ডার্টি গেম – ১১
১২. ডার্টি গেম – ১২
১৩. ডার্টি গেম – ১৩
১৪. ডার্টি গেম – ১৪
১৫. ডার্টি গেম – ১৫
১৬. ডার্টি গেম – ১৬
১৭. ডার্টি গেম – ১৭
১৮. ডার্টি গেম – ১৮
১৯. ডার্টি গেম – ১৯
২০. ডার্টি গেম – ২০
২১. ডার্টি গেম – ২১
২২. ডার্টি গেম – ২২
২৩. ডার্টি গেম – ২৩
২৪. ডার্টি গেম – ২৪
২৫. ডার্টি গেম – ২৫
২৬. ডার্টি গেম – ২৬
২৭. ডার্টি গেম – ২৭
২৮. ডার্টি গেম – ২৮
২৯. ডার্টি গেম – ২৯
৩০. ডার্টি গেম – ৩০
৩১. ডার্টি গেম – ৩১
৩২. ডার্টি গেম – ৩২
৩৩. ডার্টি গেম – ৩৩
৩৪. ডার্টি গেম – ৩৪
৩৫. ডার্টি গেম – ৩৫
৩৬. ডার্টি গেম – ৩৬
৩৭. ডার্টি গেম – ৩৭

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন