বিশ্বদেব গঙ্গোপাধ্যায়
শিকারে যেতে হলে যথেষ্ট সরঞ্জামের প্রয়োজন এবং আয়োজনে কোন ত্রুটি থাকা বাঞ্ছনীয় নয়। শিকারকালীন যে সকল দ্রব্যের আবশ্যক তা সংগ্রহে ত্রুটি হলে অত্যন্ত অসুবিধায় পড়তে হয়। শিকারের প্রধান সরঞ্জাম বন্দুক, টোটা, তাঁবু, খাটুলি, বিছানা। এছাড়া যাঁদের যেমন খেয়াল ও সখ সেই প্রকার জিনিসপত্র তাঁরা সঙ্গে নেবেন।
*
শিকার নানাভাবে হয়ে থাকে, যথা— হাওদা শিকার, হাঁটা শিকার, মাচা শিকার ও ডালা শিকার (আলো ও বাদ্যের সাহায্যে রাত্রে বনে প্রবেশ করে।)
*
হাওদায় যাঁরা শিকার করবেন, তাঁদের দু-রকমের রাইফেল রাখা কর্তব্য এবং ভালো 'প্লেনবোর' বন্দুকও থাকা চাই। 'প্লেনবোর' বন্দুক নিকটস্থ শিকারের পক্ষে অত্যন্ত উপযোগী। 'এক্সপ্রেস রাইফেল' বিশেষত cordite গুলির penetrating power অর্থাৎ বিদ্ধ করার শক্তি অত্যন্ত অধিক, অথচ shocking power অর্থাৎ ধাক্কা দেবার শক্তি কম। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে, যদি পঞ্চাশ-ষাট গজ দূর থেকে কোন বাঘ সবেগে আক্রমণ করতে আসে, এবং সেই সময় যদি তাকে .৩০৩, .৪৫০ বা .৪৭০ 'এক্সপ্রেস' বা 'কর্ডাইট' দিয়ে গুলি করা যায়, এবং তার ফুসফুসে বা মর্মে (heart or lung) যদি গুলি লাগে, তাহলে তার গতিরোধ হলেও হতে পারে, নচেৎ নিষ্ফল। কিন্তু ১২ বোর রাইফেল বা ঐ magnum দিয়ে গুলি করলে, সেই গুলি তার যেখানেই লাগুক, তাকে এক পটকান খাওয়াবেই খাওয়াবে! সুতরাং ঐ সময়ের মধ্যে শিকারী একটু সময় পাবেন।
*
আহার্য সামগ্রীর অভাবে শিকারীদের যাতে কোন অসুবিধায় পড়তে না হয়, সেজন্য সঙ্গে কিছু খাদ্যদ্রব্য অবশ্যই থাকা উচিত। চা, চিনি, বিস্কুট প্রভৃতি ড্রাই জিনিস, টিন ফুড এই সময় বিশেষ কাজে লাগে। লোকালয় থেকে বহুদূরে, দুর্গম গহন অরণ্যের মধ্যে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে না বলে, চাল, ঘি, তেল, নুন, গুঁড়ো মসলা আটা প্রভৃতিও সঙ্গে কিছু কিছু থাকা প্রয়োজন।
*
শিকারী দলের সঙ্গে একজন ডাক্তার বন্ধু থাকলে ভাল হয়। ডাক্তার না থাকলেও কতকগুলি 'ফার্ষ্ট এড' দেবার মত ওষুধপত্র না নিয়ে শিকারে বেরুনোই উচিত নয়। একটি স্বতন্ত্র বাক্সে এই অত্যাবশ্যকীয় জিনিসগুলি যথা— বোরিক অ্যাসিড, কারবলিক অ্যাসিড, তুলো, ব্যাণ্ডেজ, আইওডিন, এ্যাসপিরীন, ডেটল, স্পিরিট, কুইনাইন, কলেরার প্রতিষেধক, ফ্লিট, সিট্রোনিলা অয়েল প্রভৃতি থাকা বিশেষ বিধেয়। এছাড়া ভাল ছুরি, কাঁচি, বড় টর্চ (একটি বা দুটি), ব্যাটারী, কাটারি এবং সম্ভব হলে বায়নাকুলার ও ক্যামেরাও সঙ্গে নেওয়া উচিত।
'শিকার-স্মৃতি' নামক জিতেন্দ্রকিশোর আচার্য চৌধুরীর গ্রন্থ হইতে আংশিকভাবে গৃহীত। প্রকাশকাল, ১৩৩১।
*
* *
সাধারণতঃ বাঘ শিকারের জন্য ডবল-ব্যারেল বন্দুক (১২ বোর), রাইফেল .৪০০ অথবা .৩৭৫ ম্যাগনাম ব্যবহৃত হয়। কম বোরের বন্দুক ব্যবহৃত হয় অন্যান্য অপেক্ষাকৃত ছোট আকারের জন্তুদের জন্য। 'সফট-নোজ' বুলেটই সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। 'সলিড-বুলেট' বন্য মহিষ, বাইসন এবং হাতীর ক্ষেত্র ছাড়া ব্যবহার না করাই বাঞ্ছনীয়। বন্দুক, কার্তুজ ও বুলেট প্রভৃতিগুলি সবই তাজা হওয়া চাই।
‘With Gun and Rod in India.’ The Govt. of India, Tourist Branch, Ministry of Transport, New Delhi, Price Rs. 3-00
*
* *
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন