বিশ্বদেব গঙ্গোপাধ্যায়
(শিকার ও শিকার-সম্পৃক্ত অরণ্যজীবন/প্রাণীজীবন/অরণ্য অভিযান সংক্রান্ত)
শুধু শিকারকাহিনি নয় আমাদের তালিকায় স্থান পেয়েছে অরণ্য প্রবাস, অরণ্য অভিযান যার পটভূমিকা শিকারকাহিনির থেকে কম রোমাঞ্চকর নয়, যেসব প্রাণী অতীতে শিকার হত তাদের জৈবজীবন সম্বন্ধে আবশ্যক তথ্যসমৃদ্ধ কয়েকটি বিখ্যাত বইও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ রাখা হয়েছে যাতে কাল্পনিক কোন মৃগয়াকাহিনির বই তালিকাভুক্ত না হয়। লেখকরা প্রায় সকলেই নিজেদের শিকারের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, অরণ্যজীবন ও প্রাণীজীবন সম্পর্কে বইয়ের লেখকরা লিখিত বিষয়ের উপর প্রত্যক্ষদর্শী বিশেষজ্ঞ। প্রশ্ন উঠতে পারে শ্রুতকীর্তি বিদেশি শিকারি বা আরণ্যক অভিযাত্রীদের কাহিনির অনুবাদ এই তালিকায় এল কেন? তার উত্তর হল যেহেতু এগুলো প্রত্যক্ষ ও সত্য ঘটনার সারাৎসার তাই অনুসন্ধিৎসু পাঠকদের জন্য সংযোজিত। তালিকার বহু বই পাওয়া যায় না। ভবিষ্যতে পাঠকদের উত্তরোত্তর প্রয়াসে তালিকাটি আরও স্বয়ংসম্পূর্ণ হবে আশা রাখি।

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন