ইঁদুর, পাখি আর সসেজ

এক ছিল ইঁদুর, এক পাখি আর এক সসেজ। সসেজ হচ্ছে এক রকম মাংসের ছোট ছোট পাশ-বালিশের মতো— সায়েবরা সিদ্ধ করে বা ভেজে খায়। তিন বন্ধুর সংসার, ভারি সুখময়, শান্তিময়— কোনো কিছুরই অভাব নেই। পাখির কাজ ছিল রোজ বনে উড়ে গিয়ে কাঠ সংগ্রহ করে আনা। ইঁদুরের কাজ ছিল জল তোলা, উনুন ধরানো আর খাবার টেবিল পাতা। আর সসেজ ছিল এদের রাঁধুনি। সেই রান্না-টান্না করত। সুখেই ছিল তারা— কিন্তু নিজের অবস্থায় সন্তুষ্ট আর থাকতে পারল কই। যে যত পায়, আরো যেন চায়। একদিন আমাদের এই পাখির সঙ্গে অন্য এক পাখির দেখা। আমাদের পাখি মুখে এক গাল হাসি ফুটিয়ে অন্য পাখিকে তাদের সুখের সংসারের কথা তারিয়ে তারিয়ে বললো। শুনে অন্য পাখি বললে— তোমার মতো বোকা তো দেখিনি। তোমাদের সংসারে তুমিই তো সবচেয়ে বেশী খাটো। অন্য দুজন কি করে? বাইরেই যায় না— দিব্যি ঘরে বসে আরামে দিন কাটায়!

ইঁদুর উনুন জ্বালিয়ে, জল তুলত আর তারপর যতক্ষণ না টেবিল পাতার সময় হয় ততক্ষণের জন্যে জিরোতে যেতো। সসেজ হাঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো রান্না ঠিক হচ্ছে কি না, তার পর করতো কি ডিনারের ঠিক আগে সে নিজের শরীরটা সুরুয়ার মধ্যে ঢুকিয়ে কয়েকবার নাড়িয়ে দিত; তাতেই সসেজের গন্ধে খাবারটা ভুরভুর করে ভারি সুস্বাদু হয়ে উঠত। তারপরই পাখি ফিরত বাড়ি— পিঠ থেকে বোঝা নামিয়ে টেবিলের সামনে গিয়ে বসত। তারপর সকলে মিলে পেট ভরে খেয়ে আরাম করে শুয়ে পড়ত— ঘুম ভাঙতো না সকালের আগে। ভারি স্বচ্ছন্দ ছিল তাদের জীবন।

কিন্তু পাখির মাথায় কি ঢুকলো, সে ঠিক করল পরের দিন থেকে সে আর কাঠ আনবে না। সে বললে, অনেক দিন সে তাদের গোলামি করেছে, আর নয়। এবার তাদের নতুন কিছু ব্যবস্থা করতে হবে। ইঁদুর আর সসেজ অনেক বোঝালে, কিন্তু পাখি অনড়। তখন তারা করল কি, কড়ি ফেলে দেখল কার ভাগ্যে কি ওঠে। দেখা গেল সসেজের ভাগ্যে উঠেছে কাঠ বওয়া, ইঁদুরের ভাগ্যে রান্না করা আর পাখির ভাগ্যে জল তোলা আর উনুনে আঁচ দেওয়া।

এর ফল হল কি দেখ। সসেজ গেল কাঠ কুড়োতে, পাখি উনুন ধরাতে আর ইঁদুর হাঁড়ি ঠেলতে। তারপর সসেজ যতক্ষণ না পরের দিনের কাঠ নিয়ে ফেরে সবাই তার জন্যে অপেক্ষা করে রইল। কিন্তু তার ফিরতে এত দেরি হতে লাগল যে সকলের চিন্তা হল, নিশ্চয় কোনো বিপদ হয়েছে। পাখি এগিয়ে গেল দেখতে সসেজকে দেখা যায় কি না। কিছুদূর গিয়েই তার দেখা হল কুকুরের সঙ্গে। শুনল কুকুরের খাদ্য হচ্ছে সসেজ, কাজেই কুকুর তাকে আহার করেছে। পাখি আদালতে কুকুরের নামে নালিশ ঠুকতেই কুকুর বলল, সসেজের কাছে জাল-করা চিঠি ছিল। জালিয়াত বলেই সে তার শাস্তি পেয়েছে— প্রাণ গেছে।

মনের দুঃখে পাখি পিঠে কাঠ বোঝাই করে বাড়ি ফিরল। ইঁদুরকে বলল সব কথা। ভারি মুশকিলে পড়ল দুজনে। তবু ভাবল, যা হবার হয়েছে, এখন দুজনেই একত্র থাকা যাক। পাখি টেবিলে চাদর পাতলো, ইঁদুর রান্না করতে লাগলো। তারপর সুরুয়া নামাবার ঠিক আগে, সসেজ যেমন করত, ইঁদুর গিয়ে ঢুকল সুরুয়ার মধ্যে সুরুয়া নাড়াতে। ফুটন্ত সুরুয়ায় তার চামড়া আর লোম তো গেলই, প্রাণও গেল।

পাখি যখন হাতা নিয়ে হাঁড়ি থেকে সুরুয়া তুলতে এল, রাঁধুনিকে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে খুঁজল ওদিকে খুঁজল, কাঠের স্তূপ উলটে দেখল কিন্তু রাঁধুনি কোথাও নেই। সেই সময় হঠাৎ কাঠে আগুন ধরে গেল। পাখি ছুটল তাড়াতাড়ি জল আনতে। কিন্তু হাত থেকে বালতি গেল কুয়োর মধ্যে পড়ে আর তার পিছনে নিজেও। পড়ে গিয়ে সে আর উঠতে পারল না। তিন বন্ধুর শেষ বন্ধুও ডুবে মরল।

সকল অধ্যায়

১. তুষারিণী আর সাত বামনের গল্প
২. লাল-ঢাকা খুকি
৩. বারো ভাইয়ের গল্প
৪. চরকা-কাটা তিনি বুড়ি
৫. হাঁস-চরানি মেয়ে
৬. মুচি আর দুই পরী
৭. সোনার পাহাড়ের রাজা
৮. খুনীর সঙ্গে বিয়ে
৯. বুড়ো-আংলা টম
১০. ব্যাঙ ও রাজকন্যা
১১. ধড়ফড়ি মাছ
১২. বুনো গোলাপের বেড়া
১৩. রুমপেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৪. পাঁশমনি
১৫. কাঁপুনি শেখার গল্প
১৬. সুলতান কুকুরের গল্প
১৭. নেকড়ের বড়াই
১৮. শেয়াল আর বেড়ালের গল্প
১৯. ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২০. এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২১. বুড়ো ঘোড়া
২২. নেকড়ে আর শেয়ালের গল্প
২৩. বনের বাড়ি
২৪. জীবন-বারি
২৫. জুনিপার গাছ
২৬. বুড়ো আর তার নাতি
২৭. দুই পথিকের গল্প
২৮. চোর-চূড়ামণি
২৯. ফ্রিয়েম মাস্টার
৩০. একটি পেরেক
৩১. নাচুনি রাজকন্যা
৩২. দোয়েল আর ভাল্লুক
৩৩. নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৪. রোলান্ডের গল্প
৩৫. নুটুরানী
৩৬. আশ্চর্য সালাদ
৩৭. হানস্‌ল্‌ ও গ্রেটল্‌
৩৮. গোলাপ-খুকি
৩৯. লোহার হান্স্‌
৪০. ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪১. ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২. পাখিয়া
৪৩. কার্ল কাটৎস-এর ঘুম
৪৪. সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৫. রাখাল ছেলে
৪৬. হাঁদুরামের সোনার হাঁস
৪৭. বারোটি শিকারীর গল্প
৪৮. দাঁড়কাক
৪৯. সাদা সাপ
৫০. হাতকাটা মেয়ে
৫১. তিন রকমের ভাষা
৫২. ইচ্ছা-পূরণ
৫৩. ভালুচাম
৫৪. সিংহ রাজপুত্র
৫৫. চাষীর চালাক মেয়ে
৫৬. চাষী আর শয়তান
৫৭. চতুরা গ্রেট্‌ল্‌
৫৮. কে কত বোকা
৫৯. চাকিওলার চাকর আর তার বেড়াল
৬০. কাঁচের কাফিন
৬১. খরগোস আর সজারুর গল্প
৬২. পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৩. ভাই-বোন
৬৪. হুতুম-থুমো
৬৫. ইঁদুর, পাখি আর সসেজ
৬৬. বেড়াল আর ইঁদুরের সংসার
৬৭. সাতটি দাঁড়কাক
৬৮. ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৬৯. তিন টুকরো সাপ
৭০. হাড়ের গান
৭১. চতুরা এল্‌সি‌
৭২. সর্বনেশে অতিথি
৭৩. আশ্চর্য গেলাস
৭৪. শেয়াল আর হাঁসের দল
৭৫. ডাক্তার সবজান্তা
৭৬. ধনী কৃষকের গল্প
৭৭. তিনটি কঠিন কাজ
৭৮. কাঠুরের মেয়ে
৭৯. আশ্চর্য এক বাজনদার
৮০. স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮১. ট্রুডে গিন্নী
৮২. যমরাজের ধর্মছেলে
৮৩. ছোট চাষী
৮৪. নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৫. শবাচ্ছাদনী
৮৬. সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৭. সুন্দর কনে আর কালো কনে
৮৮. গাধা
৮৯. অকৃতজ্ঞ পুত্র
৯০. আকাশ-ঝরা টাকা
৯১. চুরি-করা আধলা
৯২. কোন কন্যা সব চেয়ে ভালো
৯৩. শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৪. ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৫. বিচক্ষণ চাকর
৯৬. স্বর্গের দ্বারে কৃষক
৯৭. জীবনের দৈর্ঘ্য
৯৮. মৃত্যু-দূত
৯৯. ঈভের নানান ছেলেমেয়ে
১০০. কবরের মধ্যে গরীব ছেলেটি
১০১. অলস বৌ
১০২. কুকুর আর চড়াইয়ের গল্প
১০৩. কুঁড়ে হরি
১০৪. য়োরিন্ডা আর য়োরিঙ্গেল
১০৫. বুড়ো বাপের তিন ছেলে
১০৬. বিশ্বাসী জন্‌
১০৭. গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন