রেপাবলিক

ইমানুল হক

দিল্লি হয়ে উঠেছে পৃথিবীর ধর্ষণ রাজধানী৷ নরেন্দ্র মোদি ২০১২ খ্রিস্টাব্দে দিল্লিতে নির্ভয়া ঘটনার প্রেক্ষাপটে মন্তব্য করেছিলেন৷ আজ গোটা ভারত তাই হয়ে উঠেছে৷ কার্যত, রিপাবলিক এখন রেপাবলিক৷ জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী নির্ভয়া কাণ্ডের সময়ে দেশে ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছিল ২৪৯২৩টি৷ এক্ষেত্রে ৯৮ শতাংশ ক্ষেত্রে অপরাধী ছিল ধর্ষিতার পরিচিত৷ ২০১৫ সালে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ছিল ধর্ষণে প্রথম৷ জয়পুর ছিল ক্ষেত্রে প্রথম দিল্লি দ্বিতীয়৷ এখন উত্তরপ্রদেশ দেশের শীর্ষে৷

উত্তরপ্রদেশে উন্নাও জেলায় প্রায় দিন ধর্ষণের অভিযোগ উঠছে৷ বিজেপির বিধায়ক কুলদীপ সেঙ্গার-এর বিরুদ্ধে ২০১৭-তে ধর্ষণের অভিযোগ জানায় এক নাবালিকা৷ এর প্রতিকার তো হয়ই না৷ উল্টে মেয়েটির বাবাকে থানায় ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়৷ কাকাকে নিয়ে যাওয়া হয় জেলে৷ মেয়েটি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গায়ে আগুন দিতে গেলে প্রচারমাধ্যম খবর করে৷ কুলদীপ গ্রেপ্তার হন৷ তারপর ২০১৯-এর জুলাইয়ে মেয়েটিকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়৷ মেয়েটির কাকা জেলে৷ কাকিমা যাচ্ছিলেন ভাইঝি ও উকিলকে নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে৷ কাকিমা ঘটনাস্থলে মৃত৷ উন্নাওয়ের মেয়েটি ও উকিল কেমন আছেন—প্রচার মাধ্যম আজ নীরব৷

২৮ নভেম্বর ২০১৯ হায়দ্রাবাদের এক উড়ালপুলের নীচে খুঁজে পাওয়া যায় এক তরুণী প্রাণীচিকিৎসকের দেহ৷ তাঁকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল ৫ জন পরিবহণকর্মী সারা দেশ উত্তাল হয়ে ওঠে৷ মেরে ফেলো৷

পাঁচজনকেই এনকাউন্টারের নামে গুলি করে মেরে ফেলে হায়দ্রাবাদ পুলিশ৷ পরে আদালত বলেছে, এনকাউন্টার অন্যায়। ওইদিন গুজরাটে দু-জন নাবালিকাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়৷ গোটা দেশে ওইদিন ধর্ষণের ঘটনা ঘটে ১২টি৷ অন্য জায়গা নিয়ে চুপ থাকে এনকাউন্টার চাওয়া জনতা৷

একজন ছাত্রী ৪৯টি ভিডিও নিয়ে আদালতে হাজির হয় এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির এক স্বামিজী বা সাধু বলে পরিচিতর বিরুদ্ধে৷ তাঁর বিরুদ্ধে ছাত্রীটির অভিযোগ তাঁকে ও অন্যদের ছাত্রীনিবাস থেকে তুলে নিয়ে যাওয়া হত ধর্ষণের জন্য৷ মাসাজ করতে হত নগ্ন হয়ে৷ রাজি না হলেই মার৷ উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ অভিযোগ নিতেই রাজি হয়নি৷ আদালতে গিয়ে বিচার কিছুটা মেলে৷ চিন্ময়ানন্দ জেলে যান৷ এর কিছুদিন পরে মেয়েটি ও তাঁর বাবা ও বন্ধুদের গ্রেপ্তার করা হয় মিথ্যা তোলাবাজির অভিযোগে৷ মেয়েটিকে পরিষেবা দিতে পর্যন্ত রাজি হয়নি পুলিশ৷

৩ ফেব্রুয়ারি চিন্ময়ানন্দ জামিন পেয়ে গেলেন৷ ধর্ষণকারী জেলের বাইরে৷ ধর্ষিতা জেলে পচছেন৷ আসলে বিজেপি দল ধর্ষণে বিশ্বাসী৷ উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অজয় কুমার বিষ্ট ওরফে যোগী আদিত্যনাথের সভা থেকে মুসলিম মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণের নিদান দেওয়া হয়৷ গুজরাট এখন ধর্ষণে দেশের সেরা৷ প্রতি ঘণ্টায় প্রায় ৪ জন ধর্ষিতা৷ দিনে ৯১টি ধর্ষণ হচ্ছে দেশে৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে তো গায়ে আগুন লাগানো একজন মেয়ে বুঝিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের অবস্থা৷ জামিন মুক্ত অপরাধীরা গায়ে আগুন লাগিয়েছে মেয়েটির৷

চিন্ময়ানন্দ জামিন পেয়ে হুমকি দিচ্ছেন অভিযোগকারিণীর সাক্ষীদাতাদের৷ পরিবার পরিজনদের৷

এখন চিন্ময় আনন্দের সময়৷ মৃৎ ময় জীবনে৷ পশ্চিমবঙ্গেও দুঃখজনকভাবে ধর্ষণের ঘটনা বাড়ছে৷ যদিও কলকাতা তুলনায় ভারতের নিরাপদ শহর বলে পরিচিত৷ দিল্লিতে বিজেপির সাংসদ বিধায়ক বলছেন, শাহিনবাগের জনতা নাকি বাড়ি গিয়ে ধর্ষণ করবে দিল্লিতে আপ জিতলে৷ ধর্ষণ একটা অস্ত্র বিজেপির৷ সেই অস্ত্র বারে বারে ব্যবহৃত৷ বিজেপি একটা মনুবাদী দল৷ মনুবাদীরা অনার্য নারীদের ধর্ষণ করা তাঁদের মুক্তি দেওয়া—বলে মনে করে৷

যাক, আপাতত দিল্লিতে আপ জিতেছে৷

তবু কলেজ ছাত্রীদের হোস্টেলে ঢুকে জয় শ্রীরাম বলে শৌচাগারে লুকিয়ে পড়া মেয়েদের সঙ্গে জঘন্য অসভ্যতা করা হয়েছে৷ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ছাত্রীদের বিরুদ্ধে যৌন অপরাধ করা হয়েছে সংগঠিতভাবে৷

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিলে ঢুকে পুরুষ পুলিশ পোশাক ছিঁড়ে দিয়েছে৷ গোপনাঙ্গে কাঠ ও লাঠি দিয়ে আঘাত করেছে৷ এরা যত না পুলিশ তার চেয়ে বেশি সঙ্গী৷ অনেকেই আরএসএসের ক্যাডার৷ পুলিশের পোশাক তাদের দেওয়া হয়েছে অথবা তাদের পুলিশের চাকরি দেওয়া হয়েছে গত ছয় বছরে৷

প্রসঙ্গত, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে৷ এবং দিল্লি এখন মোদি কথিত, ‘রেপক্যাপিটাল’৷ এবং ভারত রিপাবলিক থেকে ‘রেপাবলিক’৷

সকল অধ্যায়

১. মিথ ও মিথ্যা নির্মাণ— ইতিহাসের সচেতন ভাষা ও ভাষ্য
২. মিথ ও মিথ্যা : মুসলিম সমাজ ও ইতিহাস
৩. সোভিয়েত বিপ্লব কী দিয়েছিল দুনিয়াকে?
৪. নির্বাচিত যুদ্ধ : বাংলা ও আসাম
৫. ওরা তো জব্দ হবে!
৬. রেপাবলিক
৭. অদৃশ্য জেলখানার উল্লাস
৮. ক্ষুধাতুর চাঁদের গল্প
৯. গো-রক্ষা না গো-সন্ত্রাস?
১০. কত শত সুগান্তি, রূপান্তি মরলে তবে?
১১. নামের ফেরে
১২. ছি
১৩. আদালত ও বিচারহত্যা : সঞ্জীব ভাট
১৪. ক্ষমতার বিচিত্র মহিমা
১৫. সুপ্রিম ও সুপ্রিমো
১৬. কমিশন নয় অমিশন ক্লিন চিট (Cheat) কোম্পানি
১৭. খারাপ চালের দোকান ও আমাদের চালবাজি
১৮. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় : কিছু জরুরি প্রশ্ন
১৯. ‘সব খেলার সেরা…’
২০. কম্পিউটার, মোবাইল স্মৃতিহত্যা করছে
২১. বাঙালির জাতীয় উৎসব পয়লা বৈশাখ
২২. গুজরাত মডেল ২০১৪

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন