ইমানুল হক
তাকে ঘিরে আছে টিভির ক্যামেরা৷ তিনি বলছেন—মোদীজি মোদীজি করছেন কেন? মোদীজি কি শিব?
বক্তা উত্তরপ্রদেশের বারাণসীতে হিন্দু মহাসভার নিহত নেতা কমলেশ তেওয়ারির মা কুসুম দেবী৷ তাঁর পরিষ্কার বক্তব্য, ছেলেকে খুন করেছে বিজেপি-র নেতারা৷ মিথ্যে বদনাম দিয়ে মুসলমানদের গ্রেপ্তার করছে৷
নিহত কমলেশ তেওয়ারির ছেলেও একই কথা বলেছিলেন৷ বলেছিলেন, নিরপরাধদের গ্রেপ্তার করে আসল খুনিদের আড়াল করা হচ্ছে৷ রাজ্য পুলিশে ভরসা ছিল না৷ চেয়েছিলেন এনআইএ তদন্ত৷ এখন শোনা যাচ্ছে ছেলেকে পাঁচ কোটি টাকা ও চাকরি দেওয়া হচ্ছে৷ ছেলে যোগীজিকে প্রণাম সেরে এসেছেন৷
আর একটি ছবি মহারাষ্ট্রের৷ সেখানে বিজেপি অফিসে ঢুকে এক বিজেপি সমর্থক মহিলা মোদীর কাট আউটের পা ধরে কাঁদছেন৷ বলছেন, তোমাকে ভগবান ভেবে ভোট দিয়েছিলাম৷ ভগবান, ব্যাঙ্ক বন্ধ করে দিলে৷ আমার সব টাকা ব্যাঙ্কে৷ খাব কী? ব্যাঙ্ক খুলে দাও ভগবান৷ টাকা দাও৷ পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র ব্যাঙ্ক ভারতের সবচেয়ে বড় সমবায় ব্যাঙ্ক৷ ব্যাঙ্কের ১২ জন পরিচালকই বিজেপি-র নেতা৷ সেটিতে লালবাতি জ্বলেছে৷ ১১,০০০ কোটি টাকা আমানত৷ ২৫,০০০ কোটি টাকার ব্যবসা৷ সব বন্ধ। রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে ৬ মাসে ১০,০০০ টাকা, পরে বাড়িয়ে ৪০,০০০ টাকা তোলার সীমা নির্ধারণ করেছে৷
এক ব্যক্তি জেট এয়ারওয়েজের পাইলট ছিলেন৷ কাজ হারিয়েছেন ২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে৷ তবু ভরসা ছিল মোদীতে৷ ৯০ লাখ টাকা জমা রেখেছিলেন ব্যাঙ্কে৷ সুদের টাকায় সংসার চালাতেন৷ টাকা পাচ্ছেন না৷ মারা গেলেন প্রতিবাদ সভা থেকে ফিরে হৃদরোগে৷ ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সর্বস্ব জমা ছিল ব্যাঙ্কে৷ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন৷ এক ব্যক্তি টুইটারে নোটবন্দিকে সমর্থন করে মনমোহন সিং-কে গাল পেড়েছিলেন৷ ২৫ লাখ জমা করেন ব্যাঙ্কে৷ মেয়ের বিয়ের জন্য৷ টাকা পাননি। টুইটারেই অভিশাপ দিচ্ছেন৷ নিজেকে৷ ভুলের জন্য৷
তবু মিডিয়া নির্বিকার, মোদী ভজনায় ব্যস্ত৷
চাষি পেঁয়াজ বেচেছিলেন ৫ পয়সা কেজি দরে ২০১৯-এ৷ মহারাষ্ট্রের নাসিকের এক চাষি গত ২০১৮-য় ১ অক্টোবর আড়াই কুইন্টাল পেঁয়াজ বেচে ১২ টাকা ৫০ পয়সা পেয়ে সেই টাকা চেক লিখে মোদীকে উপহার পাঠিয়েছিলেন৷ আজ তিনি অবাক হয়ে দেখছেন পেঁয়াজ মুম্বাই শহরে ৮০ টাকা প্রতি কেজি পরে ২০০ টাকা কেজি ২০১৯-র ডিসেম্বরে৷ কোনো সবজি নেই যার দাম ৪০ টাকার নীচে৷
খবর আরও আছে৷ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ভয়াবহ৷ উত্তরপ্রদেশে ২০১৬-য় ২ লাখ ৮২ হাজার ১৭১টি মামলা হয়েছে৷ উত্তরপ্রদেশে ২০১৭-য় মামলা হয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৪টি৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানাচ্ছে, সারা দেশের ১০ শতাংশ অপরাধ উত্তরপ্রদেশে৷ আর অমিত শাহ, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের সেরা রাজ্য উত্তরপ্রদেশ৷ ৫৭৭৫টি দলিত নিপীড়ন ঘটেছে৷ নারী নির্যাতন সারা দেশে নথিবদ্ধ ৩,৫৯,৮৪৯, উত্তরপ্রদেশে এই সংখ্যা ৫৬,০১১৷ সারা দেশে প্রথম ইউ পি৷ অপহরণের মামলা ১০ হাজারের বেশি৷ সাইবার ক্রাইমে দেশে প্রথম৷ মুখ্যমন্ত্রী বলছেন, ক্লিন উত্তরপ্রদেশ৷
ত্রিপুরায় পঞ্চায়েত ৯৬ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজেপি প্রার্থীরা৷ মোদী বলছেন, সারা দেশের ত্রিপুরাকে অনুসরণ করা উচিত৷
অনুসরণ অন্যভাবে হচ্ছে রাজ্যসভায়৷ রাজ্যসভায় বিরোধী দল ও সদস্যদের ইডি, সিবিআই, আয়করের ভয় দেখিয়ে জয় হাসিল করা হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে বিজেপি সভাপতি অমিত শাহ ত্রিপুরার সিপিএম সাংসদ ঝর্ণা বৈদ্যকে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ জানান৷ ঝর্ণা বৈদ্য ত্রিপুরা রাজ্যে বিজেপি-র অত্যাচার বিষয়ে স্মারকলিপি দিতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন৷ আবার পরেই বিনা ওয়ারেন্টে সিপিআই(এম) রাজ্য দপ্তরে হানা দেয় ত্রিপুরা পুলিশ৷
অভিজ্ঞতা অনেক৷ গুজরাতের উচ্চ আদালতে পিওন ও বেলিফ পদে ১১৪৯টি পদ শূন্য হয়৷ সে পদে আবেদক ১,৫৯,২৭৮ জন৷ ২০১৮-র ১৯ আগস্ট পরীক্ষা হয়৷ চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৭জন এমবিবিএস পাশ করা ডাক্তার, ৪৫০ জন ইঞ্জিনিয়ার, ৫৪৩ জন স্নাতকোত্তর পাস করা বেকার৷ ১৭ জন ডাক্তারের মধ্যে ৭ জন কাজে যোগ দিয়েছেন ৯ অক্টোবর ২০১৯৷ ইঞ্জিনিয়ার ৪৫০ জনই কাজ না পেয়ে পিওন হয়েছেন৷ এমএ, এমএসসি, এমকম পাস ৫৪৩ জনই এখন পিওন ও বেলিফ পদে কর্মরত৷
এর নাম গুজরাত মডেল৷ রেলে তিন লাখ, গাড়ি শিল্পে আড়াই লাখ, কলকারখানায় ৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ তবু দেশ এগিয়ে চলেছে৷ কর্পোরেটদের কর কমিয়ে ২২ শতাংশ (২০২২-এ ১৫%)৷ মধ্যবিত্তর ৩০ শতাংশ আয়কর৷ ধন্য অর্থনীতি৷ দেশে নাকি মাত্র তিনজন ব্যক্তি ৫০০ কোটি টাকার বেশি আয় করেন৷ এদের মধ্যে গৌতম আম্বানি বা মুকেশ আম্বানির নাম নেই অথচ তাঁদের সম্পদ বেড়েছে দ্বিগুণ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির সম্পদ ৩,৮০,৭০০ কোটি টাকা৷ দেশে তিনিই প্রথম৷ (এখন আদানি প্রথম। পৃথিবীতে ছিলেন দ্বিতীয়।)
আইআইএফএল ওয়েলথ ইন্ডিয়া ধনী তালিকার হিসেবে আম্বানি প্রথম৷ হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান এস পি হিন্দুজা দ্বিতীয়৷ ১৮৬৫০০ কোটি টাকার সম্পদ৷ তৃতীয় আজিম প্রেমজী ১,১৭,১০০ কোটি টাকা৷
গৌতম আদানির এক বছরে সম্পদ বেড়েছে ২২৩০০ কোটি টাকা৷ তিনিই দেশে পঞ্চম ধনী (২০১৯)৷ ২০২৩-এ দেশের এক নম্বর ধনী। সম্পদের পরিমাণ ৯৪,৫০০ কোটি টাকা৷ চতুর্থ স্থানে আর্সেলর মিত্তাল গোষ্ঠীর কর্ণধার লক্ষ্মীনারায়ণ মিত্তাল৷ সম্পদ ১,০৭,৩০০ কোটি টাকার৷
এর সঙ্গে খবর ক্ষুধার্ত ১১৭টি দেশের তালিকায় ১০২ নম্বরে ভারত৷ ২০১৪-এ ছিল ৫৫ তম৷ এখন ১০২তম৷ দেশে ১৯ কোটি মানুষ না খেয়ে ঘুমোতে যায় রাতে৷ খিদে পেটে জেগে ওঠে৷ এই সময় দেশে নতুন কোটিপতি বেড়েছে ৯৭,১৮৯ জন৷
রগড়ের শেষ এখানেই নয়৷ এ বছর গান্ধীর জন্মের ১৫০ বছর৷ মোদি সরকার ঘটা করে গান্ধী জয়ন্তী পালন করছে৷ বিদেশে বুদ্ধ, গান্ধীর দেশ থেকে এসেছি বলে হাততালি কুড়িয়েছেন৷ দেশে নাথুরাম গডসের নামে মন্দির গড়েছেন বিজেপি-র সমর্থকরা৷ আর সবার সেরা দাবি ঠেকেছে গান্ধী হত্যার ‘পরিকল্পক’ বলে অভিযুক্ত সাভারকরকে (পড়ুন ভীরু সাভারকর) ভারতরত্ন দিতে হবে৷
একদিকে গান্ধীর নামে বিজেপি-র সংকল্প যাত্রা৷ অন্যদিকে, গান্ধী হত্যার অভিযুক্তের ভারতরত্ন দাবি৷
সত্য বিচিত্র ক্ষমতার মহিমা!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন