ক্ষমতার বিচিত্র মহিমা

ইমানুল হক

তাকে ঘিরে আছে টিভির ক্যামেরা৷ তিনি বলছেন—মোদীজি মোদীজি করছেন কেন? মোদীজি কি শিব?

বক্তা উত্তরপ্রদেশের বারাণসীতে হিন্দু মহাসভার নিহত নেতা কমলেশ তেওয়ারির মা কুসুম দেবী৷ তাঁর পরিষ্কার বক্তব্য, ছেলেকে খুন করেছে বিজেপি-র নেতারা৷ মিথ্যে বদনাম দিয়ে মুসলমানদের গ্রেপ্তার করছে৷

নিহত কমলেশ তেওয়ারির ছেলেও একই কথা বলেছিলেন৷ বলেছিলেন, নিরপরাধদের গ্রেপ্তার করে আসল খুনিদের আড়াল করা হচ্ছে৷ রাজ্য পুলিশে ভরসা ছিল না৷ চেয়েছিলেন এনআইএ তদন্ত৷ এখন শোনা যাচ্ছে ছেলেকে পাঁচ কোটি টাকা ও চাকরি দেওয়া হচ্ছে৷ ছেলে যোগীজিকে প্রণাম সেরে এসেছেন৷

আর একটি ছবি মহারাষ্ট্রের৷ সেখানে বিজেপি অফিসে ঢুকে এক বিজেপি সমর্থক মহিলা মোদীর কাট আউটের পা ধরে কাঁদছেন৷ বলছেন, তোমাকে ভগবান ভেবে ভোট দিয়েছিলাম৷ ভগবান, ব্যাঙ্ক বন্ধ করে দিলে৷ আমার সব টাকা ব্যাঙ্কে৷ খাব কী? ব্যাঙ্ক খুলে দাও ভগবান৷ টাকা দাও৷ পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র ব্যাঙ্ক ভারতের সবচেয়ে বড় সমবায় ব্যাঙ্ক৷ ব্যাঙ্কের ১২ জন পরিচালকই বিজেপি-র নেতা৷ সেটিতে লালবাতি জ্বলেছে৷ ১১,০০০ কোটি টাকা আমানত৷ ২৫,০০০ কোটি টাকার ব্যবসা৷ সব বন্ধ। রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে ৬ মাসে ১০,০০০ টাকা, পরে বাড়িয়ে ৪০,০০০ টাকা তোলার সীমা নির্ধারণ করেছে৷

এক ব্যক্তি জেট এয়ারওয়েজের পাইলট ছিলেন৷ কাজ হারিয়েছেন ২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে৷ তবু ভরসা ছিল মোদীতে৷ ৯০ লাখ টাকা জমা রেখেছিলেন ব্যাঙ্কে৷ সুদের টাকায় সংসার চালাতেন৷ টাকা পাচ্ছেন না৷ মারা গেলেন প্রতিবাদ সভা থেকে ফিরে হৃদরোগে৷ ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সর্বস্ব জমা ছিল ব্যাঙ্কে৷ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন৷ এক ব্যক্তি টুইটারে নোটবন্দিকে সমর্থন করে মনমোহন সিং-কে গাল পেড়েছিলেন৷ ২৫ লাখ জমা করেন ব্যাঙ্কে৷ মেয়ের বিয়ের জন্য৷ টাকা পাননি। টুইটারেই অভিশাপ দিচ্ছেন৷ নিজেকে৷ ভুলের জন্য৷

তবু মিডিয়া নির্বিকার, মোদী ভজনায় ব্যস্ত৷

চাষি পেঁয়াজ বেচেছিলেন ৫ পয়সা কেজি দরে ২০১৯-এ৷ মহারাষ্ট্রের নাসিকের এক চাষি গত ২০১৮-য় ১ অক্টোবর আড়াই কুইন্টাল পেঁয়াজ বেচে ১২ টাকা ৫০ পয়সা পেয়ে সেই টাকা চেক লিখে মোদীকে উপহার পাঠিয়েছিলেন৷ আজ তিনি অবাক হয়ে দেখছেন পেঁয়াজ মুম্বাই শহরে ৮০ টাকা প্রতি কেজি পরে ২০০ টাকা কেজি ২০১৯-র ডিসেম্বরে৷ কোনো সবজি নেই যার দাম ৪০ টাকার নীচে৷

খবর আরও আছে৷ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ভয়াবহ৷ উত্তরপ্রদেশে ২০১৬-য় ২ লাখ ৮২ হাজার ১৭১টি মামলা হয়েছে৷ উত্তরপ্রদেশে ২০১৭-য় মামলা হয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৪টি৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানাচ্ছে, সারা দেশের ১০ শতাংশ অপরাধ উত্তরপ্রদেশে৷ আর অমিত শাহ, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের সেরা রাজ্য উত্তরপ্রদেশ৷ ৫৭৭৫টি দলিত নিপীড়ন ঘটেছে৷ নারী নির্যাতন সারা দেশে নথিবদ্ধ ৩,৫৯,৮৪৯, উত্তরপ্রদেশে এই সংখ্যা ৫৬,০১১৷ সারা দেশে প্রথম ইউ পি৷ অপহরণের মামলা ১০ হাজারের বেশি৷ সাইবার ক্রাইমে দেশে প্রথম৷ মুখ্যমন্ত্রী বলছেন, ক্লিন উত্তরপ্রদেশ৷

ত্রিপুরায় পঞ্চায়েত ৯৬ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজেপি প্রার্থীরা৷ মোদী বলছেন, সারা দেশের ত্রিপুরাকে অনুসরণ করা উচিত৷

অনুসরণ অন্যভাবে হচ্ছে রাজ্যসভায়৷ রাজ্যসভায় বিরোধী দল ও সদস্যদের ইডি, সিবিআই, আয়করের ভয় দেখিয়ে জয় হাসিল করা হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে বিজেপি সভাপতি অমিত শাহ ত্রিপুরার সিপিএম সাংসদ ঝর্ণা বৈদ্যকে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ জানান৷ ঝর্ণা বৈদ্য ত্রিপুরা রাজ্যে বিজেপি-র অত্যাচার বিষয়ে স্মারকলিপি দিতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন৷ আবার পরেই বিনা ওয়ারেন্টে সিপিআই(এম) রাজ্য দপ্তরে হানা দেয় ত্রিপুরা পুলিশ৷

অভিজ্ঞতা অনেক৷ গুজরাতের উচ্চ আদালতে পিওন ও বেলিফ পদে ১১৪৯টি পদ শূন্য হয়৷ সে পদে আবেদক ১,৫৯,২৭৮ জন৷ ২০১৮-র ১৯ আগস্ট পরীক্ষা হয়৷ চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৭জন এমবিবিএস পাশ করা ডাক্তার, ৪৫০ জন ইঞ্জিনিয়ার, ৫৪৩ জন স্নাতকোত্তর পাস করা বেকার৷ ১৭ জন ডাক্তারের মধ্যে ৭ জন কাজে যোগ দিয়েছেন ৯ অক্টোবর ২০১৯৷ ইঞ্জিনিয়ার ৪৫০ জনই কাজ না পেয়ে পিওন হয়েছেন৷ এমএ, এমএসসি, এমকম পাস ৫৪৩ জনই এখন পিওন ও বেলিফ পদে কর্মরত৷

এর নাম গুজরাত মডেল৷ রেলে তিন লাখ, গাড়ি শিল্পে আড়াই লাখ, কলকারখানায় ৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ তবু দেশ এগিয়ে চলেছে৷ কর্পোরেটদের কর কমিয়ে ২২ শতাংশ (২০২২-এ ১৫%)৷ মধ্যবিত্তর ৩০ শতাংশ আয়কর৷ ধন্য অর্থনীতি৷ দেশে নাকি মাত্র তিনজন ব্যক্তি ৫০০ কোটি টাকার বেশি আয় করেন৷ এদের মধ্যে গৌতম আম্বানি বা মুকেশ আম্বানির নাম নেই অথচ তাঁদের সম্পদ বেড়েছে দ্বিগুণ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির সম্পদ ৩,৮০,৭০০ কোটি টাকা৷ দেশে তিনিই প্রথম৷ (এখন আদানি প্রথম। পৃথিবীতে ছিলেন দ্বিতীয়।)

আইআইএফএল ওয়েলথ ইন্ডিয়া ধনী তালিকার হিসেবে আম্বানি প্রথম৷ হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান এস পি হিন্দুজা দ্বিতীয়৷ ১৮৬৫০০ কোটি টাকার সম্পদ৷ তৃতীয় আজিম প্রেমজী ১,১৭,১০০ কোটি টাকা৷

গৌতম আদানির এক বছরে সম্পদ বেড়েছে ২২৩০০ কোটি টাকা৷ তিনিই দেশে পঞ্চম ধনী (২০১৯)৷ ২০২৩-এ দেশের এক নম্বর ধনী। সম্পদের পরিমাণ ৯৪,৫০০ কোটি টাকা৷ চতুর্থ স্থানে আর্সেলর মিত্তাল গোষ্ঠীর কর্ণধার লক্ষ্মীনারায়ণ মিত্তাল৷ সম্পদ ১,০৭,৩০০ কোটি টাকার৷

এর সঙ্গে খবর ক্ষুধার্ত ১১৭টি দেশের তালিকায় ১০২ নম্বরে ভারত৷ ২০১৪-এ ছিল ৫৫ তম৷ এখন ১০২তম৷ দেশে ১৯ কোটি মানুষ না খেয়ে ঘুমোতে যায় রাতে৷ খিদে পেটে জেগে ওঠে৷ এই সময় দেশে নতুন কোটিপতি বেড়েছে ৯৭,১৮৯ জন৷

রগড়ের শেষ এখানেই নয়৷ এ বছর গান্ধীর জন্মের ১৫০ বছর৷ মোদি সরকার ঘটা করে গান্ধী জয়ন্তী পালন করছে৷ বিদেশে বুদ্ধ, গান্ধীর দেশ থেকে এসেছি বলে হাততালি কুড়িয়েছেন৷ দেশে নাথুরাম গডসের নামে মন্দির গড়েছেন বিজেপি-র সমর্থকরা৷ আর সবার সেরা দাবি ঠেকেছে গান্ধী হত্যার ‘পরিকল্পক’ বলে অভিযুক্ত সাভারকরকে (পড়ুন ভীরু সাভারকর) ভারতরত্ন দিতে হবে৷

একদিকে গান্ধীর নামে বিজেপি-র সংকল্প যাত্রা৷ অন্যদিকে, গান্ধী হত্যার অভিযুক্তের ভারতরত্ন দাবি৷

সত্য বিচিত্র ক্ষমতার মহিমা!

সকল অধ্যায়

১. মিথ ও মিথ্যা নির্মাণ— ইতিহাসের সচেতন ভাষা ও ভাষ্য
২. মিথ ও মিথ্যা : মুসলিম সমাজ ও ইতিহাস
৩. সোভিয়েত বিপ্লব কী দিয়েছিল দুনিয়াকে?
৪. নির্বাচিত যুদ্ধ : বাংলা ও আসাম
৫. ওরা তো জব্দ হবে!
৬. রেপাবলিক
৭. অদৃশ্য জেলখানার উল্লাস
৮. ক্ষুধাতুর চাঁদের গল্প
৯. গো-রক্ষা না গো-সন্ত্রাস?
১০. কত শত সুগান্তি, রূপান্তি মরলে তবে?
১১. নামের ফেরে
১২. ছি
১৩. আদালত ও বিচারহত্যা : সঞ্জীব ভাট
১৪. ক্ষমতার বিচিত্র মহিমা
১৫. সুপ্রিম ও সুপ্রিমো
১৬. কমিশন নয় অমিশন ক্লিন চিট (Cheat) কোম্পানি
১৭. খারাপ চালের দোকান ও আমাদের চালবাজি
১৮. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় : কিছু জরুরি প্রশ্ন
১৯. ‘সব খেলার সেরা…’
২০. কম্পিউটার, মোবাইল স্মৃতিহত্যা করছে
২১. বাঙালির জাতীয় উৎসব পয়লা বৈশাখ
২২. গুজরাত মডেল ২০১৪

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন