জাদুঘর – সুধীন্দ্রনাথ দত্ত

সুধীন্দ্রনাথ দত্ত

এক উপবাসী কবি নাটকীয় উনিশ শতকে
অপণ্য গ্রন্থের মৌনে বলেছিল, সাক্ষী অন্তর্যামী—
“রাজন্যের কেলিকুঞ্জে শিল্পজাত উৎস নই আমি;
হেরিবে না মুখচ্ছবি রঙ্গিণীরা এ-চিত্তফলকে।।”
“আমি অব্যাহত নদ; পিপাসার্ত পশুদের ক্ষুরে
যদিও আবিল, তবু চরিতার্থ আমার প্রবাহ,
ঘুচায় কর্মের ক্লেদ পল্লীস্ত্রীর সান্ধ্য অবগাহ;
চাষীরা গৃহাভিমুখী; খেয়ামাঝি তটস্থ সবুরে॥”

সে-দিন হাসায়েছিল দুর্গতের রিক্ত দৈন্যবাদ।
অন্ধকার অবরোধে বিষায়িত আজি প্রাণবায়ু,
আকাশকুসুম প’চে বাড়ে শুধু অশ্রুকূপে গাদ;
আমার উৎকর্ষ হায়, মূলাভাবে হয়নি চিরায়ু।।

মিসরী সমাধিসম মরুগ্রস্ত এই জাদুঘরে
রোমন্থক মহাকাল আপনারে পরিপাক করে।।

২৭ জুলাই, ১৯৩২

সকল অধ্যায়

১. উটপাখী – সুধীন্দ্রনাথ দত্ত
২. সন্ধান – সুধীন্দ্রনাথ দত্ত
৩. সৃষ্টিরহস্য – সুধীন্দ্রনাথ দত্ত
৪. প্রত্যাখ্যান – সুধীন্দ্রনাথ দত্ত
৫. জাদুঘর – সুধীন্দ্রনাথ দত্ত
৬. বর্ষ পঞ্চক – সুধীন্দ্রনাথ দত্ত
৭. বর্ষশেষ – সুধীন্দ্রনাথ দত্ত
৮. প্ৰতৰ্ক – সুধীন্দ্রনাথ দত্ত
৯. কাল – সুধীন্দ্রনাথ দত্ত
১০. অকৃতজ্ঞ – সুধীন্দ্রনাথ দত্ত
১১. লঘিমা – সুধীন্দ্রনাথ দত্ত
১২. বিরাম – সুধীন্দ্রনাথ দত্ত
১৩. প্রশ্ন – সুধীন্দ্রনাথ দত্ত
১৪. প্রতীক – সুধীন্দ্রনাথ দত্ত
১৫. জাতিস্মর – সুধীন্দ্রনাথ দত্ত
১৬. নরক – সুধীন্দ্রনাথ দত্ত
১৭. কুক্কুট – সুধীন্দ্রনাথ দত্ত
১৮. ভাগ্যগণনা – সুধীন্দ্রনাথ দত্ত
১৯. মৃত্যু – সুধীন্দ্রনাথ দত্ত
২০. সিনেমায় – সুধীন্দ্রনাথ দত্ত
২১. সমাপ্তি – সুধীন্দ্রনাথ দত্ত
২২. পরাবর্ত – সুধীন্দ্রনাথ দত্ত
২৩. বাক্য – সুধীন্দ্রনাথ দত্ত
২৪. প্ৰাৰ্থনা – সুধীন্দ্রনাথ দত্ত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন