কাল – সুধীন্দ্রনাথ দত্ত

সুধীন্দ্রনাথ দত্ত

কিছুরই কি নেই অব্যাহতি?
জীবনের মরুপ্রান্তে স্মরণের অখ্যাত বসতি,
তারেও করিবে ছারখার
রক্তলোভাতুর তব দ্বিগ্বিজয়ী শকট দুর্বার
হে কাল, হে মহাকাল?
অতিক্রান্ত উৎসবের উচ্ছিষ্ট জঞ্জাল,
পলাতক পৃথ্বীশের নগণ্য পাথেয়,
প্রয়োজন তোমার তাতেও?
তবু ক্ষুধা
অক্লেশে করেছে জীর্ণ আমার বসুধা।
কীর্তিস্তম্ভসংবলিত সসাগর সাম্রাজ্যে আমার
নিরুৎপাদ প্রতিধ্বনি করে হাহাকার।
ভস্মশেষ পারিজাতবনে
উন্মথি পাংশুল ধূলি মাথা খোঁড়ে ব্যর্থ অন্বেষণে
চারণ মলয় আজ অমৃতের আমন্ত্রণ ল’য়ে।
চূৰ্ণ দেবালয়ে
তোমার যবনসেনা রেখে গেছে পদাঘাতরেখা
মোর কূলদেবতার বুকে।
আমি একা, আজ আমি একা।
আমার বাসবজয়ী ভয়াল কাকে
খণ্ডিত তারণ গুণ উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে।
আন্তর কলহে
দিয়েছে কুটুম্ব, বন্ধু প্রাণবলিদান।
শূদ্রের অলক্ষ্যভেদে নিহত আমার ভগবান।।

তবে আজ কিসের আশায়
অজ্ঞাত শিবিরদ্বারে এলে পুনরায়
অনুযাত্র সঙ্গে ক’রে, রুদ্র রোষে আস্ফালি কুলিশ?
স্তব্ধ রাতে
শোকাবহ শিশিরসম্পাতে
মোর ফণিমনসায় ধরিল যে-অপুষ্পক শীর্ষ
এ-বিস্তৃত মরুভূর অনামিক কোণে,
ধ্বংসসার, দুর্গম নির্জনে,
তাতেও তোমার লোভ, তাতেও তোমার প্রয়োজন?
সর্বস্বান্ত কৃপণের শেষ সঞ্চয়ন
ওই কটা মূল্যহীন, নিরানন্দ, কণ্টকিত স্মৃতি।
চৌদিকে বিরচি ওই সহজাত বৃতি
মেয়াদ কাটায় বিশ্বে ম্রিয়মাণ অহমিকা মম।
ক্ষমো, ওরে ক্ষমো,
ওটুকু স্বত্বেরে আজ দাও অব্যাহতি।
হে রুদ্র, হে ভয়ংকর, হে দুর্ধর্ষ ত্রিলোকের পতি,
হবে না নির্ভার
ও-তিলেক কৃপাক্ষয়ে অক্ষয় ভাণ্ডার॥

মিছে চাওয়া, মিছে এ-মিনতি,
তোমার সংহার হতে নেই নেই কারও অব্যাহতি।
নিরুত্তর, সবই নিরুত্তর;
কেবল শূন্যের মৌনে ধাবমান রথের ঘর্ঘর
অনির্বেদ অট্টহাসি হেসে,
উড়ায়ে রঞ্জিত ধূলি বিলুপ্তির সীমান্তরে মেশে।

১৯ জানুআরি ১৯৩২

সকল অধ্যায়

১. উটপাখী – সুধীন্দ্রনাথ দত্ত
২. সন্ধান – সুধীন্দ্রনাথ দত্ত
৩. সৃষ্টিরহস্য – সুধীন্দ্রনাথ দত্ত
৪. প্রত্যাখ্যান – সুধীন্দ্রনাথ দত্ত
৫. জাদুঘর – সুধীন্দ্রনাথ দত্ত
৬. বর্ষ পঞ্চক – সুধীন্দ্রনাথ দত্ত
৭. বর্ষশেষ – সুধীন্দ্রনাথ দত্ত
৮. প্ৰতৰ্ক – সুধীন্দ্রনাথ দত্ত
৯. কাল – সুধীন্দ্রনাথ দত্ত
১০. অকৃতজ্ঞ – সুধীন্দ্রনাথ দত্ত
১১. লঘিমা – সুধীন্দ্রনাথ দত্ত
১২. বিরাম – সুধীন্দ্রনাথ দত্ত
১৩. প্রশ্ন – সুধীন্দ্রনাথ দত্ত
১৪. প্রতীক – সুধীন্দ্রনাথ দত্ত
১৫. জাতিস্মর – সুধীন্দ্রনাথ দত্ত
১৬. নরক – সুধীন্দ্রনাথ দত্ত
১৭. কুক্কুট – সুধীন্দ্রনাথ দত্ত
১৮. ভাগ্যগণনা – সুধীন্দ্রনাথ দত্ত
১৯. মৃত্যু – সুধীন্দ্রনাথ দত্ত
২০. সিনেমায় – সুধীন্দ্রনাথ দত্ত
২১. সমাপ্তি – সুধীন্দ্রনাথ দত্ত
২২. পরাবর্ত – সুধীন্দ্রনাথ দত্ত
২৩. বাক্য – সুধীন্দ্রনাথ দত্ত
২৪. প্ৰাৰ্থনা – সুধীন্দ্রনাথ দত্ত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন