লোকভাষা
এ অঞ্চলের লোকভাষায় দেখা যায় ঈ, ঊ, স, ঐ,ঔ, ঝ, ঞ, ঠ, ন শ, ষ, ক্ষ, ী, ো, ং, ঃ এসব বর্ণের ব্যবহার কম।
আঞ্চলিক শব্দ – অর্থ
দেশাল – দেশীয়
তাগদ – তৎপর
ঢক – আকার/ চেহারা
ঘোপ – আড়াল
খন্দ – ফসল
গাছি – যারা গাছে উঠে গাছ কাটে
আনাচ-কানাচ – ঘরের চারপাশের স্থান
ডন্ড কপালিয়া – যারা ধ্বংসাত্মক কাজ করে
বেহিবেড়া – বাড়ির/ঘরের চারিপাশে হালকা বেড়া
চুনি – ছোট
ছ্যাপ – থু-থু
বোটোরি – আকারে ছোট
জাবড়া – অগোছালো অবস্থা
কাঠা – দুই পইয়া বা ১০-১২ সের ধান ধরে এমন পাত্র।
শোলী – ২০ পইয়া পরিমাণ ধান/৪০ পইয়া পরিমাণ ধান।
চ্যাংড়া – অল্প বুদ্ধির লোক
জবো-জবো – খাবার খেতে ভাতের সাথে মাছের ঝোল বা ডাল বেশি করে মিশ্রিত করা।
কায়ড়া – কাকড়া
জটুয়া – জটওয়ালা
ছদুমধু – অতি সাধারণ
টেনুয়া – বিদ্রুপার্থে শব্দটি ব্যবহার করা হয়।
মোথা – গাছের গোড়ার অংশ
মোথুয়া – সামগ্রী
বেঙি – গালি বোঝায়
দি – দিদি/ বড় বোন
ম্যালেং – শামুকের মুখের ঢাকনা
বেহান – সকাল
বেহানেস্যার বেহানে – সাধারণত সকালবেলা কেউ কাউকে তাজ্জব কথা বললে শব্দটি ব্যবহার করে।
ঠটুয়া – অপুষ্টি
ইটিয়াল – ঢেলা
জারুয়া/বারুয়া – গালি বিশেষ
ভেউয়া – ভেলা
নছল্যা – নাক ছিটকানো
নাহে – নাকে
মুহি – মুখে
ত্যাশে – তারপর
খোটা – তুলনা করা
আশুব্বাদ – আশীর্বাদ
সন্ধিয়া – সন্ধ্যা
মোনশারে মোনশারে – মনে মনে
ঠেউয়া – পতনশীল কোনো বস্তুর গতিরোধক
ভোদুয়া – খুব বড়
কুট্টি – ছোট
ভূচড়ুয়া – গাদিল
ভাটুয়া – দুরূহ
ন্যাচামারা – পালানো বা ভয়ে সরে যাওয়া
ছালাবাৎ – পছন্দ করতে খুব বাছাই বাছাই করা
ডাংরা – বড়
ঘিটি – গদ্দান
আবুয়া – বোকা
আউড়য়া – খাবারের প্রতি অতিরিক্ত লোভ
টাউয়া – গণ্ডদেশ
বোন্টিয়া – যার মাথায় টিকি আছে
মচ্ছোপ – মহোৎসব
ক্যাতকুল – বোগল
ফেন্টুল – প্যান্ট
চোমো – মই
আনতোলি – এখন
চুবনি – জলের ভিতর ঠেসে ধরা
বাহান্দে – ঘরে
খচ্ছাৎ – তাড়াতাড়ি
আহা – উনুন
জম্বের – খুব
বোগ – অঙ্কুর
ঝিক – উনুনের উঁচু অংশ
মোহন – উনুনের ভিতর যেখান দিয়ে জ্বালানী ঢুকানো হয়
ঘা – ১০টি কাঁচা সুপারি পরিমাণ
আন্দু – ঘরের কালো ঝুল বা ময়লা
টোয়া – অল্প পরিমাণ আঘাত
ঠাটা – বজ্ৰপাত
কেরুর /কোট্টেন – কারো নিকট
কুইয়া – দুর্গন্ধযুক্ত কোনো কিছু
কেটে – বিদ্রুপার্থে ব্যবহার করা হয়
খাজনী – চুলকানি
নটি – গালি বিশেষ
ঢ্যাবনা – গালি বিশেষ /পাজি
তেনা – ন্যাকড়া
ফাও – বিনামূল্যে
গাছুম – অল্প পরিমাণ
গাবানো – জেগে থাকা/ পানিতে অক্সিজেনের অভাবে মাছ এটা করে
ঘাইয়্যান – খুব বড়
চেনু/ নুনু – পুরুষাঙ্গ
ছ্যাবলা – হালকা বুদ্ধির লোক
ডাবু – বিরক্ত হলে খেলার ক্ষেত্রে ব্যবহার
ফাড়ুয়া – প্রতিযোগিতায় একেবারে পিছনে পড়া
কোল – বক্ষদেশ
আদ্দামড়া – যে লোক আকারে বড় কিন্তু কোনো কাজের নয়
আটমারি – যার মন খোলাসা নয়
কাওরা – মিলনে আসক্ত এমন
ঘাই – ছুড়ে মারা
খিটনদাড়া – যে শলাকা উনুনে ব্যবহার করা হয়
চরাট – নৌকার যেখানে বসে নৌকা বাওয়া হয়
মাচাল – নৌকার বসার স্থান
কৈলা – হুক্কার উপরের অংশ/যে পাত্রে তামাক দেওয়া হয়
বুন্ডি – ছোট বোন
খুড়ি – কাকিমা
টাউয়া – মুখের অংশ বিশেষ
কেনুয়া – বাহুর কব্জি
টাবুরিয়া – ছৈয়া নৌকা
মানান্তার – অভাব
বুনু – ভগ্নিপতি
ঝোলানী – নিরামিষ
কুহুর – কুকুর
মেহুর – বিড়াল
বেনুন – তরকারি
ছালুন – তরকারি
পিদ্দুম – প্রদীপ
ফ্যাতরা – কৃপণ
তেলানী – সম্বারা
মোচকুর মাছ – মাগুর মাছ
ফেত্তম – প্রথম
ফেষ্টুয়া – পাটের আলগা আঁশ বিশেষ
আথাল – আঙ্গিনায় গরু রাখার স্থান
আতোন – দুধের পাত্র
চুমোর -গাছের মোচা বিশেষ
বেহা – বাঁকা
আজোরিয়া – অযথা
খাবরান – বকাবকি
খোতি – পকেট
ফুজোল – মাঝারি উকুন
নেক – উকুনের ডিম
বুড়ায়া – বড় উকুন
বোতি – পরিপক্ক
ফুলুয়া – কাঁচা
টালটি-বালটি – তালবাহানা
অবব-জবব – আবর্জনা
মুডুয়া – মাথা
আতুত – কুকুরকে ডাকা
থাউক – রেখে দেওয়া
ছোবলা – ফলের খোসা
কুয়ারা – হাসি তামাশা
কাহৈ – চিরুনি
মুছি – প্রদীপ
গাশুয়া – অপরিষ্কার
আইয়া – নানি/দিদিমা
উড়ুম – মুড়ি
গাওয়াল – ফেরি করা
মেচি – মাদি কুকুর
উপুন – কেশকীট
ক্যাম্বাইয়া – কীভাবে
থোড়া বাঁশ – কৃষিকাজে ব্যবহৃত বাঁশের সাথে হুক লাগান যন্ত্ৰ।
কোরানী – নারিকেলের খোল থেকে শ্বাস বের করার যন্ত্র।
নোট – ধান ভানার গর্ত
মোনাই – ঢেঁকির সামনে লাগানো কাঠের তৈরি যা ধানকে আঘাত করে চাল বের করে।
কাতলা – যে দুটি খুটির উপর ঢেঁকি থাকে।
ট্যাপান – গাছের অন্তঃসত্ত্বা
কাঠুয়া – কাঠের তৈরি পাত্র
খোরা – মাটির তৈরি পাত্র
আরান – কাজ করতে বলা
বেছন – বীজ
আহাশ – আকাশ
পৈয়া – বেতের তৈরি এক প্রকার পাত্র
জুয়াড় – উলুধ্বনি
থোতনা – চিবুক
ছ্যানা – মাখানো
চ্যাটক্যানো – মাখানো
প্যান – কফ/ সর্দি
ছ্যাচোড় – চোরা স্বভাব
কোতা – কাতরানো
আহাল – কাকড়
ট্যাটন – চালাক
পোঙয়া – পাছা
ফ্যাৎ করে – তাড়াতাড়ি
যুত কর – চুপথাকা
ঠেয়ার – ভাবভঙ্গি
ক্যাতর – চোখের ময়লা
গুটুয়া – জমিতে আগাছার ঢিবি
ছেড়য়ানো – পাতলা পায়খানা করা
বটিল – মজবুত
খেমচু – চিমটি
দান্দড়িয়া – ভীতিকর কম্পিত জলজ প্রাণী
গানা – গর্ত
নোঠানী – আটার জাউ
ফেনাজাউ – ফ্যান জড়ানো ভাত
প্যাটা – কলিজা
আশখোলি – আইশ
ছাবনা – মুড়িভাজার পাত্র বিশেষ
বালিয়ান – মুড়ি ভাজার পাত্র বিশেষ
ফাটি – ছাগল
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন