অনীশ দেব
শুধু যাওয়া আসা – জেমস হেডলি চেজ
লেখক ও রচনা প্রসঙ্গে
আধুনিক ইংরেজি রহস্যগল্পের জগতে জেমস্ হেডলি চেজ (আসল নাম রেনি রেমণ্ড, জন্ম—১৯০৬) অতি বিখ্যাত একটি নাম৷ শুধু সে-দেশেই নয়, ইংরেজি-পড়া দুনিয়ায় হেডলি চেজের সমকক্ষ জনপ্রিয় লেখক বিশেষ চোখে পড়ে না৷ অনেকগুলি কাহিনীর লেখক তিনি, তার মধ্যে বেশ কিছু পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে৷
হেডলি চেজের কাহিনীগুলোতে সচরাচর কোন গোয়েন্দা-নায়কের ডিটেকসনের ব্যাপার থাকে না৷ দীর্ঘকাল ধরে প্রধান রহস্যকাহিনীতে এদিকেই সব জোরটা দেওয়া হয়েছে৷ চেজ লক্ষ্যভেদ করেছেন পাপীর মনের ভিতরে ঢুকে তার কামনা-বিবেক-অনুশোচনার বিশ্লেষণ করে৷ প্রায়ই এই সব পাপীরাই তার কাহিনীর নায়ক, তারা একই সঙ্গে পাঠকের ঘৃণা এবং সহানুভূতি জাগিয়ে তোলে৷
প্রায়ই নায়কের নিষ্করুণ মৃত্যুতে কাহিনী শেষ হয়৷
চেজের লেখায় ঘটনা ও মনস্তত্ত্বের, আবেগের ও ক্রিয়ার এমন একটি অচ্ছেদ্য যোগ থাকে, কাহিনীর গতি এমন দ্রুত বিস্ময়চকিত ও শ্বাসরোধী হয়ে ওঠে যে রহস্য গল্পপাঠের তীব্র উত্তেজনা থেকে এক মুহূর্তও মন ছাড়া পায় না৷ এখানেই হেডলি চেজের সাফল্যের চাবি৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন