রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
আমরা পাড়ি দেবো
আমরা পাড়ি দেবো
 রুদ্র সমুদ্র, কালো রাত।
 বাতাসে ভাসবে পাল ভালোবাসা (৩)
 আমরা … ।
বৃষ্টিতে ভেজা পথ, ভাঙা ব্রীজ (৩)
 দিগন্ত ছোঁয়া জল
 স্বপ্ন টলোমল–
 জাপটে ধরেছে এসে প্লাবনের হাত।
 আমরা … ।
পথে পথ হারাবার শত ভয় (৩)
 প্রলোভন, বিভীষিকা,
 প্রতারক দীপ শিখা
 আলেয়ার মতো ফ্যালে ভুল সম্পাত।
 আমরা
১০ অঘ্রান ১৩৯৭ রাজাবাজার ঢাকা
 সুর : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন