রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
যদি চোখে আর চোখ রাখা না-ই হয়
যদি চোখে আর চোখ রাখা না-ই হয়,
 নদী ব’য়ে যায় সমুদ্র সীমানায়—
 ক্ষতি কি?
 আমার আকাশে আমি উড়বো একাই।
 উড়বো একাই, উড়বো একাই … …।
নিজঝুম হয়ে আছো কেন?
 বলছে না কথা,
 চারপাশে কোলাহল করে
 গাঢ় নিরবতা।
 এখনো হলো না শেষ জীবন দ্যাখা-ই।
 উড়বো একাই … ।
ফেলেছে কোথায় খুলে নথ
 কোন বেনু বনে?
 হারালে পায়ের জোড়া মন
 অমলিন খনে।
 তবু তো হলো না শেষ হৃদয় শেখা-ই।
 উড়বো একাই …।
০৭ কার্তিক ১৩৯৭ রাজাবাজার ঢাকা
 সুর : গোলাম মহম্মদ
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন