রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
দিন গ্যালো দিন গ্যালো রে
দিন গ্যালো দিন গ্যালো রে
 ও দিন গ্যালো রে।
 হৃদয় জমিন রইলো পতিত
 মানব জমিন রইলো পতিত
 আবাদ করা আর হলো না।
 দিন গ্যালো … ।
 নিসর্গের আঙিনায়
 ফুলেরা ঘর সাজায়। (২)
 রঙ্গ রসে সুখ জেগে থাকে।
 আমার এ মরুভূমি
 দূরে সুদূরে তুমি,
 স্বপ্লের দালানকোঠা রইলো প’ড়ে।
 দিন গ্যালো … । 
হলুদাভ প্রজাপতি
 ঝলোমলো নদীর স্মৃতি। (২)
 অঙ্গ খুলে মেঘ পিছু ডাকে।
 থামার এ সময় তো না
 জানা নেই মূল ঠিকানা,
 তেমাথায় দ্বিধায় থেমে আছি ক’রে।
 দিন গ্যালো … ।
১৩ আষাঢ় ১৩৯৬ মিঠেখালি মোংলা
 সুর : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন