রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
 ছিঁড়ে ফেলে লাবন্য লালিমা
 হয়ে ওঠে সুতীক্ষ্ণ হাতিয়ার।
অসাম্য, শোষনের বেড়াজাল
 গ্রাস কোরে আছে মূক সমকাল,
 সে কারনে রুক্ষতা লাল রঙ কবিতার।
 হয়ে ওঠে … ।
মানুষের পৃথিবীটা আজ আর
 মানুষের নাই,
 অস্ত্র ও রাষ্ট্রের সীমানায়
 তিক্ত সবাই।
হোক তবে পৃথিবীটা মানুষের,
 ভাগ করি শ্রম আর সম্পদ,
 ফিরে পাক মানুষেরা মানুষের অধিকার।
 হয়ে ওঠে … ।
২২.০১.৮৭ মোংলা বন্দর
 সুর : ফকির আলমগীর
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন