সাক্ষাৎকার-৪

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

প্র : আপনার নিজের কবিতা এবং আপনার পাঠক সম্পর্কে আপনার ধারণা কী?

উ : নিজের কবিতার ব্যাপারে আশাবাদী নয় এমন কারো সাথেই আমার পরিচয় ঘটেনি। কবিতা রচনা এবং কাব্যবিশ্বাসের ক্ষেত্রে আমি জীবনবাদী। অনেকে স্নেহ কোরে সমাজবাদী বোলে থাকে। উচ্চ-নাসারা আমার কবিতার পাঠক নয়। তাঁদের সহৃদয় এবং সক্রিয় প্রতিক্রিয়া জানার মাধ্যমে আমার ধারনা হয়েছে যে, আমার পাঠকের সংখ্যা শুধু তরুন নয়, প্রবীন কবিদেরও ঈর্ষার কারন।

প্র : সাহিত্যচর্চা করতে এসে আপনি কি অনুতপ্ত না গর্বিত?

উ : গর্বিত কিংবা অনুতপ্ত হবার কোনো অবকাশ ঘটেনি। কারন আজ পর্যন্ত কবিতাকে ভালোবেসে যতো সামাজিক, পারিবারিক এবং বন্ধুদের আক্রমন এবং অনুপ্রেরনা পেয়েছি তাতে অনুতাপ বা গর্ব— এর কোনোটাই অনুভব করতে পারিনি।

প্র : দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কবিদের ভূমিকা কী হতে পারে?

উ : রাজনীতি-সচেতন একজন মানুষের যে ভূমিকা হবে, একজন কবিও সেই ভূমিকা গ্রহন করবেন। সংগ্রামী ভূমিকা ছাড়াও কবিকে বাড়তি একটি দায়িত্ব পালন করতে হয়, তা হলো— পাশাপাশি তাকে সংগ্রামী কবিতাও লিখতে হবে।

প্ৰ : কবিতা ছাড়া অন্য কী আপনি পছন্দ করেন এবং অপছন্দ করেন?

উ : পছন্দের তালিকা তো অত্যন্ত দীর্ঘ। তবে মদ্যপান, সুন্দরী ও সমমনস্কদের সঙ্গে আড্ডা দিতে এবং চিংড়ি ও চুমু খেতে। অপছন্দ করি প্রতারনা, ষড়যন্ত্র এবং নোংরামি।

প্র : একটি কবিতা কিভাবে লেখা হয়? আপনি কিভাবে কবিতা রচনা করেন?

উ : কিভাবে যেন লেখাটি হয়ে ওঠে, ঠিক বস্তুতান্ত্রিকভাবে আমি ব্যাপারটি ব্যাখ্যা করতে পারি না। ঘন্টার পর ঘন্টা টেবিলে বোসে লেখার খাতা মেলে কলম খুলে বোসে থেকেও অনেকদিন একটি লাইনও লিখতে পারিনি। আবার কখনো সিগারেটের ছেঁড়া প্যাকেটেও, এমনকি শুঁড়িখানায় বোসেও দীর্ঘ কবিতা লিখে ফেলেছি।

প্র : কবিতার জনপ্রিয়তা খুবই কম কেন?

উ : কবিতার জনপ্রিয়তা কম, এই তথ্য আপনি কোথায় পেলেন? আমার জানা গত দশ বছরের যে তথ্য আমার কাছে আছে, তাতে কবিতার জনপ্রিয়তা সাহিত্যের অন্য মাধ্যমগুলোর চে’ অনেক বেশি।

প্র : আপনার প্রেমিক প্রেমিকা সম্পর্কে কিছু বলুন।

উ : আছো আঁখির খুব নিকটে
বুকের কাছকাছি,
তবু,
তোমার কাছে পৌঁছতে আমার জীবন কেটে গেল।

প্র : সাম্প্রতিক কবিতা সম্পর্কে আপনার ধারণা কী?

উ : প্রশ্নটির মধ্যে একটি জটিলতা রয়েই গেছে। তা হলো সাম্প্রতিক কালে রচিত কবিতা নাকি সাম্প্রতিক কবিদের লেখা কবিতা?

সাম্প্রতিক কালে রচিত কবিতায় একটি বিষয় অত্যন্ত স্পষ্ট এবং অনেকাংশে প্রতিনিধিত্বশীল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ধারা হলো জীবনবাদী কবিতার ধারা। তবে সাম্প্রতিক কালের কবিদের অধিকাংশই হৃদয়ঘটিত কবিতায় আক্রান্ত বোলে আমার মনে হয়।

প্র : সাহিত্য-সম্পাদকেরা কি তাঁদের যথাযথ দায়িত্ব পালন করছেন বলে আপনি মনে করেন?

উ : না। আমাদের সাহিত্য-সম্পাদকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না। এক কথায় ব্যাখ্যা না-কোরে অন্য কোনো সময়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত লিখবো।

প্র : আপনার ব্যর্থতা কী?

উ : আমার ব্যর্থতাই আমার ব্যর্থতা।

পুনশ্চ : সম্পাদক এবং পাঠকদের জন্যে রক্তিম শুভেচ্ছা।

সাক্ষাৎকার গ্রহণ : সাইফুল্লাহ মাহমুদ দুলাল
সূচিপত্র, ঢাকা, ফেব্রুয়ারি ১৯৮৮

সকল অধ্যায়

১. মৌলিক মুখোশ (১৯৯০)
২. রচনাকাল : ১৯৭৪
৩. এক গ্লাস অন্ধকার (১৯৯২)
৪. উপদ্রুত উপকূল (১৯৭৯)
৫. ফিরে চাই স্বর্নগ্রাম (১৯৮১)
৬. মানুষের মানচিত্র (১৯৮৪)
৭. ছোবল (১৯৮৬)
৮. গল্প (১৯৮৭)
৯. দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
১০. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
১১. দিন গ্যালো দিন গ্যালো রে
১২. আমরা পাড়ি দেবো
১৩. ছিঁড়িতে না পারি দড়াদড়ি
১৪. ঢোলক বাজাও দোতারা বাজাও
১৫. মাঠে কিষান সুর তুলেছে
১৬. শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
১৭. নূর হোসেনের রক্তে লেখা
১৮. ভাঙাচোরা মন, বল
১৯. যদি চোখে আর চোখ রাখা না-ই হয়
২০. ইতর
২১. সোনালি শিশির
২২. উপন্যাসের খসড়া
২৩. নিজস্ব লড়াই
২৪. নিসঙ্গতা
২৫. কৃষ্ণচুড়ার মৃতদেহে একখানি রঙিন ইনভেলাপ
২৬. যেখানে নরকে গোলাপ
২৭. সিগারেট এবং কতিপয় ব্যক্তিগত স্কেচ
২৮. শিরোনামহীন (অসম্পূর্ণ গল্প)
২৯. চলচ্চিত্র কাহিনী
৩০. চিত্রনাট্য
৩১. সম্পাদকীয়-১
৩২. সম্পাদকীয়-২ : উপলিকা সম্পর্কিত উপস্থাপনা
৩৩. সম্পাদকীয়-৩ : প্রবেশক
৩৪. এক দশকের কবিতা
৩৫. সাহিত্যচিন্তা
৩৬. নব্য জসীমিজম ও বহমান লোককাব্যধারা
৩৭. প্রতিক্রিয়া
৩৮. জাতীয় কবিতা পরিষদের ভূমিকা
৩৯. ভিন্নস্বর অন্যমত
৪০. বাংলাদেশের কবিতা সংকলন প্রসঙ্গে
৪১. কাফের লেখকদের সম্পর্কে
৪২. অগ্রদূত ক্রীড়া চক্র : ঘোষনাপত্র
৪৩. অন্যান্য গদ্য
৪৪. উপদ্রুত উপকূল গ্রন্থের প্রকাশনা উৎসবে স্বাগত ভাষন
৪৫. নবীন বরন উপলক্ষে
৪৬. শুভেচ্ছা বক্তব্য
৪৭. সাক্ষাৎকার-১
৪৮. সাক্ষাৎকার-২
৪৯. সাক্ষাৎকার-৩
৫০. সাক্ষাৎকার-৪
৫১. সাক্ষাৎকার-৫
৫২. সাক্ষাৎকার-৬
৫৩. সাক্ষাৎকার-৭
৫৪. সাক্ষাৎকার-৮
৫৫. পত্র-০১
৫৬. পত্র-০২
৫৭. পত্র-০৩
৫৮. পত্র-০৪
৫৯. পত্র-০৫
৬০. পত্র-০৬
৬১. পত্র-০৭
৬২. পত্র-০৮
৬৩. পত্ৰ-০৯
৬৪. পত্র-১০
৬৫. পত্র-১১
৬৬. পত্র-১২
৬৭. পত্র-১৩
৬৮. পত্র-১৪
৬৯. পত্র-১৫
৭০. পত্র-১৬
৭১. পত্ৰ-১৭
৭২. প্রস্তুতি পর্বের রচনা (কবিতা)
৭৩. প্রস্তুতি পর্বের রচনা (গল্প)
৭৪. প্রস্তুতি পর্বের রচনা (গদ্য)
৭৫. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : জীবনপঞ্জি
৭৬. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : গ্রন্থপঞ্জি
৭৭. গ্রন্থ ও রচনাপরিচয়
৭৮. রুদ্র বিষয়ক রচনাপঞ্জি
৭৯. প্রস্তুতি পর্বের রচনা (নাটিকা)
৮০. খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা (১৯৯১)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন