রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নূর হোসেনের রক্তে লেখা
নূর হোসেনের রক্তে লেখা
 আন্দোলনের নাম।
 আমরা আবার নোতুন কোরে
 সেই ভোরে জানলাম।
হাজার মৃত্যু দিয়ে গড়া
 ঘরখানির ভিত,
 আজো তবু সব মানুষের
 রক্তে কেন শীত!
 বুলেট এবং বুটের মুখে খুঁজতে থাকে
 আপোসের আরাম।
 নূর হোসেনের … ।
কোকিল রে তুই মাতাল সুরে
 ডাকিস না রে আর,
 হাজার মানুষ রক্তে শোধে
 স্বাধীনতার ধার।
 লক্ষ শহীদের বেদীতে আমরা দাঁড়ালাম।
 নূর হোসেনের … ।
০২:০২.৮৮ টিএসসি ঢাকা
 সুর : ফকির আলমগীর
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন