পত্র-০৪

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পত্র-৪

২৬.১.৮৩
জাহাঙ্গীরনগর বিঃ

সকাল(৭)

আজ সকালে আরো চারজন গ্রেপ্তার হয়েছে। বন্দীর সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। সাংস্কৃতিক কর্মীদের উপরও হাত পড়বে। দীর্ঘ অনেক দিনে এবার

পত্রগুচ্ছ। ৮৮১

বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো একত্রিত হয়ে অনুষ্ঠান করতে যাচ্ছে, সামরিক সরকারের স্বেচ্ছাচারিতার বিরোধিতা করতে যাচ্ছে। ষড়যন্ত্রের মোকাবিলা করতে যাচ্ছে।

ঠিক বুঝতে পারছি না ২৯ তারিখ আসতে পারবো কি-না! সাংস্কৃতিক জোট-এর জরুরী সব দায়িত্বগুলো পড়েছে আমার উপর। দিন রাত ছুটতে হচ্ছে। আবার যাতে হুট কোরে ধরা না পড়ি তার জন্যে যথেষ্ট সাবধানেও থাকতে হচ্ছে। কাছে পয়সা কড়িও নেই।

‘মানচিত্রে’র” জন্যে অন্যভাবে চেষ্টা করছি, এখনো বুঝতে পারছি না শেষমেশ কি হয়।

আচ্ছা, ২৯ তারিখ যদি না আসতে পারি? খুব কষ্ট পাবে? খারাপ লাগবে খুব? সামনে রফিক ভাই(৯) পান্ডুলিপি বানাচ্ছে। আর আমি লিখছি তোমাকে। কাল সকালে ঢাকা ফিরবো। তোমার কাছ থেকে আসার পর মাত্র এক সন্ধায় ঘন্টা তিনেকের জন্যে বাসায় যেতে পেরেছি। এভাবেই যাচ্ছে।

হ্যাঁ। সরাসরি রাজনীতি তো অনেক দিন থেকেই করছি। তবে সে রাজনীতির ক্ষেত্র হলো সাহিত্য। আমার মাধ্যমে, আমার শাখায় আমি রাজনীতি করছি। দীর্ঘ দিনের লালিত বিশ্বাসের চর্চা এখন আরো তীক্ষ্ণ হয়েছে। আরো পরিপক্ক আর স্থিত হয়েছে। আজ মনে হয় ভুল হয়নি। ছ’বছর আগে আমরা যা ভেবেছি আজ তাই-ই ভাবছে অনেকে—। লেখক বলতে আজ আর লোকে গগন-বিহারী দ্বিপদ প্রানী বোঝে না। একজন লেখকের ভূমিকা আজ অনেক দায়িত্বপূর্ন। অনেক বেশি পষ্ট, ইতিবাচক আমাদের অধিকাংশ রাজনীতিকেরা বড়ো বেশি ফাঁপা, বড়ো বেশি আপোসমুখি। আমাদের প্রায় সব বুদ্ধিজীবী মেরুদন্ডহীন, বিভ্রান্ত। আমাদের অধিকাংশ লেখক ডোবার মতো— পচা জল, স্রোতহীন, শ্যাওলা ঢাকা।

মনে হয় ভুল করিনি। আমাদের জল-মাটি থেকেই জন্ম নেবে আমাদের রাজনীতি, আমাদের সাহিত্য, সঙ্গীত। এই নদী, চর, অরন্য আর শস্যের মাঠ থেকে, সেই মাঠের মানুষ থেকে জন্ম নেবে আমাদের ভাষা। আমাদের স্বপ্ন আর স্মৃতির ভাষা। ভালোবাসার ভাষা।

যদি না যেতে পারি, কষ্ট পেও না। লক্ষ্মী থেকো। আদোর।

রুদ্র

৭. সকাল— তসলিমা নাসরিন। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তসলিমাকে ‘সকাল’ নামে চিঠি লিখতেন।

৮. মানচিত্র— মানুষের মানচিত্র। রুদ্রের তৃতীয় কাব্যগ্রন্থ। সব্যসাচী প্রকাশনী থেকে ১৯৮৪ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়।

৯. রফিক ভাই— কবি মোহাম্মদ রফিক।

সকল অধ্যায়

১. মৌলিক মুখোশ (১৯৯০)
২. রচনাকাল : ১৯৭৪
৩. এক গ্লাস অন্ধকার (১৯৯২)
৪. উপদ্রুত উপকূল (১৯৭৯)
৫. ফিরে চাই স্বর্নগ্রাম (১৯৮১)
৬. মানুষের মানচিত্র (১৯৮৪)
৭. ছোবল (১৯৮৬)
৮. গল্প (১৯৮৭)
৯. দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
১০. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
১১. দিন গ্যালো দিন গ্যালো রে
১২. আমরা পাড়ি দেবো
১৩. ছিঁড়িতে না পারি দড়াদড়ি
১৪. ঢোলক বাজাও দোতারা বাজাও
১৫. মাঠে কিষান সুর তুলেছে
১৬. শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
১৭. নূর হোসেনের রক্তে লেখা
১৮. ভাঙাচোরা মন, বল
১৯. যদি চোখে আর চোখ রাখা না-ই হয়
২০. ইতর
২১. সোনালি শিশির
২২. উপন্যাসের খসড়া
২৩. নিজস্ব লড়াই
২৪. নিসঙ্গতা
২৫. কৃষ্ণচুড়ার মৃতদেহে একখানি রঙিন ইনভেলাপ
২৬. যেখানে নরকে গোলাপ
২৭. সিগারেট এবং কতিপয় ব্যক্তিগত স্কেচ
২৮. শিরোনামহীন (অসম্পূর্ণ গল্প)
২৯. চলচ্চিত্র কাহিনী
৩০. চিত্রনাট্য
৩১. সম্পাদকীয়-১
৩২. সম্পাদকীয়-২ : উপলিকা সম্পর্কিত উপস্থাপনা
৩৩. সম্পাদকীয়-৩ : প্রবেশক
৩৪. এক দশকের কবিতা
৩৫. সাহিত্যচিন্তা
৩৬. নব্য জসীমিজম ও বহমান লোককাব্যধারা
৩৭. প্রতিক্রিয়া
৩৮. জাতীয় কবিতা পরিষদের ভূমিকা
৩৯. ভিন্নস্বর অন্যমত
৪০. বাংলাদেশের কবিতা সংকলন প্রসঙ্গে
৪১. কাফের লেখকদের সম্পর্কে
৪২. অগ্রদূত ক্রীড়া চক্র : ঘোষনাপত্র
৪৩. অন্যান্য গদ্য
৪৪. উপদ্রুত উপকূল গ্রন্থের প্রকাশনা উৎসবে স্বাগত ভাষন
৪৫. নবীন বরন উপলক্ষে
৪৬. শুভেচ্ছা বক্তব্য
৪৭. সাক্ষাৎকার-১
৪৮. সাক্ষাৎকার-২
৪৯. সাক্ষাৎকার-৩
৫০. সাক্ষাৎকার-৪
৫১. সাক্ষাৎকার-৫
৫২. সাক্ষাৎকার-৬
৫৩. সাক্ষাৎকার-৭
৫৪. সাক্ষাৎকার-৮
৫৫. পত্র-০১
৫৬. পত্র-০২
৫৭. পত্র-০৩
৫৮. পত্র-০৪
৫৯. পত্র-০৫
৬০. পত্র-০৬
৬১. পত্র-০৭
৬২. পত্র-০৮
৬৩. পত্ৰ-০৯
৬৪. পত্র-১০
৬৫. পত্র-১১
৬৬. পত্র-১২
৬৭. পত্র-১৩
৬৮. পত্র-১৪
৬৯. পত্র-১৫
৭০. পত্র-১৬
৭১. পত্ৰ-১৭
৭২. প্রস্তুতি পর্বের রচনা (কবিতা)
৭৩. প্রস্তুতি পর্বের রচনা (গল্প)
৭৪. প্রস্তুতি পর্বের রচনা (গদ্য)
৭৫. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : জীবনপঞ্জি
৭৬. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : গ্রন্থপঞ্জি
৭৭. গ্রন্থ ও রচনাপরিচয়
৭৮. রুদ্র বিষয়ক রচনাপঞ্জি
৭৯. প্রস্তুতি পর্বের রচনা (নাটিকা)
৮০. খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা (১৯৯১)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন