পত্র-০৫

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পত্র-৫

০৬.০৫.৮৪
জসীমউদ্দীন হল

বউ(১০)

তোকে মিনিবাসে তুলে দিয়ে ক্যাম্পাসে এলাম— হাতে কোন আইসক্রীমের স্মৃতি। হাতে তোর রেখে যাওয়া স্পর্শের কষ্ট।

‘বিকল্পে’র(১১) বিস্তারিত আলাপ সেরে ‘লেখক ইউনিয়নে’র মিটিং-এ এলাম নাচঘরে(১৩)। বেশ কিছু কাজের সিদ্ধান্ত হলো। তারপর একটু বৈকালিক হাঁটাহাঁটি। সন্ধায় আর্ট কলেজ। ছবিগুলো নিয়ে ওদের সাথে অনেক আলাপ হলো। ‘সময়ে’র চিন্তা ভাবনা আর কাজ ভালো লাগছে।

নাজিমুদ্দিন রোডের নীরব-এ পরোটা আর গোরুর মাংশ খেয়ে হলে ফিরেছি। সকালে মার্কসীট তুলতে হবে, প্রকাশকের কাছে যেতে হবে। কাছাকাছি থাকাই ভালো। প্রচন্ড উদ্যম, সাহস আর সততার আগুন জ্বেলে যুদ্ধের পরে যে তরুনেরা এসেছিলো— আমরা সেই প্রতারিত জেনারেশন।

সুপরিকল্পিতভাবে আমাদের নষ্ট করা হয়েছে। আমাদের সুন্দর স্বপ্নগুলো তছনছ করা হয়েছে। আমাদের নির্বিরোধ ভালোলাগাগুলোকে আক্রমন করা হয়েছে। ভুল রক্তপাতে আমরা রক্তাক্ত করেছি আমাদের মানচিত্র।

প্রয়োজন ছিলো। এরও প্রয়োজন ছিলো। কাউকে না কাউকে তো ঘর ছাড়তে হয়। কাউকে না কাউকে তো হাতে নিতে হয় আগুনের বিভীষিকা। কাউকে না কাউকে তো রক্ত দিতে হয়।

জীবনের প্রচন্ড অন্ধকারের ক্লেদ পার হয়ে আমরা যারা এখনো স্বপ্নের পক্ষে লড়াই করছি— আমরা জানি, আমরাই জিতবো। অকপট মানুষেরা পরাজিত হয় না কখনো। ভালো থাকিস।

ভালো থাকার জন্যেই আমাদের যতো মন্দ থাকা। আদোর। আদোর। আদোর।

তোর
রোদ

১০. বউ— তসলিমা নাসরিন।

১১. বিকল্প— বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প।

১২. লেখক ইউনিয়ন— আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন।

১৩. নাচঘর— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনের পার্শ্বস্থ ছোট ঘরটি এ নামে পরিচিত।

সকল অধ্যায়

১. মৌলিক মুখোশ (১৯৯০)
২. রচনাকাল : ১৯৭৪
৩. এক গ্লাস অন্ধকার (১৯৯২)
৪. উপদ্রুত উপকূল (১৯৭৯)
৫. ফিরে চাই স্বর্নগ্রাম (১৯৮১)
৬. মানুষের মানচিত্র (১৯৮৪)
৭. ছোবল (১৯৮৬)
৮. গল্প (১৯৮৭)
৯. দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
১০. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
১১. দিন গ্যালো দিন গ্যালো রে
১২. আমরা পাড়ি দেবো
১৩. ছিঁড়িতে না পারি দড়াদড়ি
১৪. ঢোলক বাজাও দোতারা বাজাও
১৫. মাঠে কিষান সুর তুলেছে
১৬. শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
১৭. নূর হোসেনের রক্তে লেখা
১৮. ভাঙাচোরা মন, বল
১৯. যদি চোখে আর চোখ রাখা না-ই হয়
২০. ইতর
২১. সোনালি শিশির
২২. উপন্যাসের খসড়া
২৩. নিজস্ব লড়াই
২৪. নিসঙ্গতা
২৫. কৃষ্ণচুড়ার মৃতদেহে একখানি রঙিন ইনভেলাপ
২৬. যেখানে নরকে গোলাপ
২৭. সিগারেট এবং কতিপয় ব্যক্তিগত স্কেচ
২৮. শিরোনামহীন (অসম্পূর্ণ গল্প)
২৯. চলচ্চিত্র কাহিনী
৩০. চিত্রনাট্য
৩১. সম্পাদকীয়-১
৩২. সম্পাদকীয়-২ : উপলিকা সম্পর্কিত উপস্থাপনা
৩৩. সম্পাদকীয়-৩ : প্রবেশক
৩৪. এক দশকের কবিতা
৩৫. সাহিত্যচিন্তা
৩৬. নব্য জসীমিজম ও বহমান লোককাব্যধারা
৩৭. প্রতিক্রিয়া
৩৮. জাতীয় কবিতা পরিষদের ভূমিকা
৩৯. ভিন্নস্বর অন্যমত
৪০. বাংলাদেশের কবিতা সংকলন প্রসঙ্গে
৪১. কাফের লেখকদের সম্পর্কে
৪২. অগ্রদূত ক্রীড়া চক্র : ঘোষনাপত্র
৪৩. অন্যান্য গদ্য
৪৪. উপদ্রুত উপকূল গ্রন্থের প্রকাশনা উৎসবে স্বাগত ভাষন
৪৫. নবীন বরন উপলক্ষে
৪৬. শুভেচ্ছা বক্তব্য
৪৭. সাক্ষাৎকার-১
৪৮. সাক্ষাৎকার-২
৪৯. সাক্ষাৎকার-৩
৫০. সাক্ষাৎকার-৪
৫১. সাক্ষাৎকার-৫
৫২. সাক্ষাৎকার-৬
৫৩. সাক্ষাৎকার-৭
৫৪. সাক্ষাৎকার-৮
৫৫. পত্র-০১
৫৬. পত্র-০২
৫৭. পত্র-০৩
৫৮. পত্র-০৪
৫৯. পত্র-০৫
৬০. পত্র-০৬
৬১. পত্র-০৭
৬২. পত্র-০৮
৬৩. পত্ৰ-০৯
৬৪. পত্র-১০
৬৫. পত্র-১১
৬৬. পত্র-১২
৬৭. পত্র-১৩
৬৮. পত্র-১৪
৬৯. পত্র-১৫
৭০. পত্র-১৬
৭১. পত্ৰ-১৭
৭২. প্রস্তুতি পর্বের রচনা (কবিতা)
৭৩. প্রস্তুতি পর্বের রচনা (গল্প)
৭৪. প্রস্তুতি পর্বের রচনা (গদ্য)
৭৫. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : জীবনপঞ্জি
৭৬. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : গ্রন্থপঞ্জি
৭৭. গ্রন্থ ও রচনাপরিচয়
৭৮. রুদ্র বিষয়ক রচনাপঞ্জি
৭৯. প্রস্তুতি পর্বের রচনা (নাটিকা)
৮০. খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা (১৯৯১)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন