পত্র-০২

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পত্র-২

ঢাকা
৩. ভাদ্র. ৮৫

বীথি(৪)

পরপর খান কয়েক চিঠি পেয়েছি তোর। কিন্তু ঠিক নির্ঝঞ্ঝাট হয়ে বসতে পারিনি এ- কদিন। ঢাকার সব খবর সাইফুলের(৫) কাছে শুনেছিস নিশ্চয়ই। আমার পরীক্ষা শেষ হয়েছে কিন্তু সাবসিডিয়ারির বাকি নেই বেশী। তোর পরীক্ষার ফল জানতে পারলাম না। কি হয়েছে— উদ্বিগ্নে আছি খুব।

জীবন সম্পর্কে তোর এতো হতাশ ধারনা কেন? কারো জীবনই কখনো ধোয়া মাজা তুলসি পাতাটির মতো হয় না। জীবনের নিয়মই এরকম। ভালো এবং মন্দে তা মেশানো। মানুষ নষ্ট হয়, অপবিত্র হয় মনে— দেহে নয়। দেহটা হচ্ছে নৌকোর মতো, পচা. নষ্ট. ঘোলা জলের ভিতর দিয়ে তাকে ভাসতে হয় কিন্তু সে ওইসব থেকে রক্ষা করে তার যাত্রীকে অর্থাৎ তার মনকে। নৌকোয় পচা পানি লেগেছে বোলে যাত্রীর গায়েও পচা পানি লাগে না। আর একটু ভালো কোরে তাকিয়ে দ্যাখ আমরা আসলে কেউ-ই কাউকে বুঝতে পারি না। মানুষ নিজেকেই বোঝে না, বুঝতে পারে না। কাজেই অন্যেরা বুঝলো না বোলে দুঃখ কোরে লাভ কি! মানুষ তো একা। একাই তাকে তার সমস্ত বোঝা বইতে হয়। প্রিয়জনরা বা স্বজনরা শুধু এক ভালোবাসার না- বোঝা ভাষা নিয়ে উৎকণ্ঠিত হয়— নিজের কাছে তারাও তো একা মানুষ। হৃদয়ের হালটাকে শক্ত কোরে ধ’রে রাখ। ব্যর্থতা আর দুঃখ তো জীবনেই আসে। জীবন মানে তো সবকিছু। শুধু সুখ তো আর জীবন না। তোদের ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করেছি অনেক, কিন্তু কিছু কিনারা কোরে উঠতে পারছি না। বুঝতে পারছি না ঠিক কোনটা ভালো হবে। কোনটা শুভ হবে। কোনো কিছুতেই আমার আপত্তির কোনো কারন থাকতে পারে না। কারন খুব নির্মম হলেও প্রত্যেকেই তার নিজের জীবনকে বহন করে, বহন করতে সে বাধ্য। আর তাড়াহুড়োর তো কিছু নেই— নিজের ব্যাপারটা ভালো কোরে ভেবে দ্যাখ। নিজের সঙ্গে বোঝাপড়া কোরে দ্যাখ।

চিঠি লিখে জানাস। আমি ভালো আছি। শুভেচ্ছান্তে—

দাদা

৪. শরিফুন হাসান (বীথি)— রুদ্রের বোন। ভাইবোনদের ভেতর রুদ্রের পরই তিনি।

৫. সাইফুল— মোঃ সাইফুল্লাহ। রুদ্রের ভাই। ভাইবোনদের মধ্যে তৃতীয়।

সকল অধ্যায়

১. মৌলিক মুখোশ (১৯৯০)
২. রচনাকাল : ১৯৭৪
৩. এক গ্লাস অন্ধকার (১৯৯২)
৪. উপদ্রুত উপকূল (১৯৭৯)
৫. ফিরে চাই স্বর্নগ্রাম (১৯৮১)
৬. মানুষের মানচিত্র (১৯৮৪)
৭. ছোবল (১৯৮৬)
৮. গল্প (১৯৮৭)
৯. দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
১০. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
১১. দিন গ্যালো দিন গ্যালো রে
১২. আমরা পাড়ি দেবো
১৩. ছিঁড়িতে না পারি দড়াদড়ি
১৪. ঢোলক বাজাও দোতারা বাজাও
১৫. মাঠে কিষান সুর তুলেছে
১৬. শৃংখল মুক্তির জন্যে কবিতা আজ
১৭. নূর হোসেনের রক্তে লেখা
১৮. ভাঙাচোরা মন, বল
১৯. যদি চোখে আর চোখ রাখা না-ই হয়
২০. ইতর
২১. সোনালি শিশির
২২. উপন্যাসের খসড়া
২৩. নিজস্ব লড়াই
২৪. নিসঙ্গতা
২৫. কৃষ্ণচুড়ার মৃতদেহে একখানি রঙিন ইনভেলাপ
২৬. যেখানে নরকে গোলাপ
২৭. সিগারেট এবং কতিপয় ব্যক্তিগত স্কেচ
২৮. শিরোনামহীন (অসম্পূর্ণ গল্প)
২৯. চলচ্চিত্র কাহিনী
৩০. চিত্রনাট্য
৩১. সম্পাদকীয়-১
৩২. সম্পাদকীয়-২ : উপলিকা সম্পর্কিত উপস্থাপনা
৩৩. সম্পাদকীয়-৩ : প্রবেশক
৩৪. এক দশকের কবিতা
৩৫. সাহিত্যচিন্তা
৩৬. নব্য জসীমিজম ও বহমান লোককাব্যধারা
৩৭. প্রতিক্রিয়া
৩৮. জাতীয় কবিতা পরিষদের ভূমিকা
৩৯. ভিন্নস্বর অন্যমত
৪০. বাংলাদেশের কবিতা সংকলন প্রসঙ্গে
৪১. কাফের লেখকদের সম্পর্কে
৪২. অগ্রদূত ক্রীড়া চক্র : ঘোষনাপত্র
৪৩. অন্যান্য গদ্য
৪৪. উপদ্রুত উপকূল গ্রন্থের প্রকাশনা উৎসবে স্বাগত ভাষন
৪৫. নবীন বরন উপলক্ষে
৪৬. শুভেচ্ছা বক্তব্য
৪৭. সাক্ষাৎকার-১
৪৮. সাক্ষাৎকার-২
৪৯. সাক্ষাৎকার-৩
৫০. সাক্ষাৎকার-৪
৫১. সাক্ষাৎকার-৫
৫২. সাক্ষাৎকার-৬
৫৩. সাক্ষাৎকার-৭
৫৪. সাক্ষাৎকার-৮
৫৫. পত্র-০১
৫৬. পত্র-০২
৫৭. পত্র-০৩
৫৮. পত্র-০৪
৫৯. পত্র-০৫
৬০. পত্র-০৬
৬১. পত্র-০৭
৬২. পত্র-০৮
৬৩. পত্ৰ-০৯
৬৪. পত্র-১০
৬৫. পত্র-১১
৬৬. পত্র-১২
৬৭. পত্র-১৩
৬৮. পত্র-১৪
৬৯. পত্র-১৫
৭০. পত্র-১৬
৭১. পত্ৰ-১৭
৭২. প্রস্তুতি পর্বের রচনা (কবিতা)
৭৩. প্রস্তুতি পর্বের রচনা (গল্প)
৭৪. প্রস্তুতি পর্বের রচনা (গদ্য)
৭৫. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : জীবনপঞ্জি
৭৬. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : গ্রন্থপঞ্জি
৭৭. গ্রন্থ ও রচনাপরিচয়
৭৮. রুদ্র বিষয়ক রচনাপঞ্জি
৭৯. প্রস্তুতি পর্বের রচনা (নাটিকা)
৮০. খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা (১৯৯১)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন