রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ছিঁড়িতে না পারি দড়াদড়ি
ছিঁড়িতে না পারি দড়াদড়ি
 খুলিতে না পারি দড়াদড়ি
 সমাজের শিকলে আটকা পড়েছে পা
 রান্নাঘরে খুন্তি নাড়ানাড়ি।
কতো যুগ যুগান্তরে
 ভুলালো ফুসমন্তরে
 শত ধর্মের দোহাই পাড়ি।
 ঘরে বন্দিনী, পায়ে সোনার বেড়ি,
 সোহাগে নাম রেখেছে নারী।
 ছিঁড়িতে না … ।
 বেঁধে আছি মাতৃঋনে
 শিকড়েরা নেয় যে চিনে
 সৌরভের ডালপালা নাড়ি।
 মনে শুধু শুনি উথালি জলের ধ্বনি
 সাগরে না পৌঁছুতে পারি।
 ছিঁড়িতে না … ।
বেলা যায় মেঘে মেঘে
 ছায়াদের ছোঁয়াচ লেগে
 সূৰ্য আজ থেমে থাকা গাড়ি।
 রোদে ছিনিমিনি, আধারে চিরখানী
 সকাল দিলো নিরুদ্দেশে পাড়ি।
 ছিঁড়িতে না … ।
১৩৯৬ মিঠেখালি, মোংলা
 সুর; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন