“আধা-ছানার মণ্ডা”

সঞ্জীব চট্টোপাধ্যায়

“আমি আলাদা তুমি আলাদা।”

ঠাকুর একদিন মহিমাচরণকে বোঝাচ্ছেন, ‘আমি’ হলো আমার অহং— আমার নাম-রূপ, আমার দেহ, আমার অস্তিত্ববোধ, আমার আকাঙ্ক্ষা, আমার অভিমান, আমার স্বার্থ। ঠাকুর ব্যাখ্যা করছেন : “অহং একটি লাঠির স্বরূপ— যেন জলকে দুভাগ কচ্ছে।” আমি আর তুমি।

আমার বাড়ি, আমার সাইকেল। একই বাড়িতে একসঙ্গে বসবাস — পিতা, মাতা, পুত্র, পরিবার। বলছি—আমার স্ত্রী; পরক্ষণেই চিৎকার করছি— বুকপকেট থেকে আমার টাকা নিয়ে গেলে কেন? আঙুল উঁচিয়ে তর্জন- গর্জন—আমার চেয়ারে কেউ বসুক, এটা আমি পছন্দ করি না। আমার ঘরে যাকে-তাকে ‘অ্যালাউ’ কর কেন, মেজাজ খিঁচড়ে যায়। খবরের কাগজটা আমি পড়ার আগেই পাশের ঘরে চলে গেল! আমার পাপোশটা বউদির ঘরে কেন! আরো সূক্ষ্মে গেলে দেখা যাবে ‘আমি’র ঘনত্ব বা ‘কনসেনট্রেশন’ আরো বেশি। স্বামী স্ত্রীকে বলছে : “মেজ বউদি যে-শাড়িটা পরে বাপের বাড়ি গেল, সেটা তোমার না! শাড়িটার দাম জান! ব্যাঙ্গালোর থেকে অনেক টাকা দিয়ে কিনে এনেছিলাম, এইবার একমাস পরে ছিঁড়েখুঁড়ে দাগরাজি করে ফেরত দিয়ে যাক!” অর্থাৎ শাড়িটা পুরোপুরি তোমার নয়, আমার শাড়ি তোমাকে পরতে দিয়েছি। আমি আর তুমি। স্ত্রীরও একটা ‘আমি’ আছে। সেই অভিমানে বলছে : “তোমার জিনিস ছুঁতে আমার ঘেন্না করে।” পিতার ‘আমি’ পুত্রকে বলছে : “আমার কোন জিনিসে তুমি হাত দেবে না। আমার শেভিং ক্রিম, টুথপেস্ট, পাউডার। নবাবি করার ইচ্ছা হলে নিজের রোজগারের পয়সায় কর।”

জগৎজুড়ে অসংখ্য ‘আমি’ কিলবিল করছে। স্বার্থের আঠায় আমিতে আমিতে জোড়া লাগে, স্বার্থ মিটে গেলেই জোড় খুলে আলাদা। ‘ম্যারেজ অফ কনভেনিয়েন্স।’ ঠাকুর বলছেন, সমস্ত ভেদাভেদের উৎস হলো কাম-কাঞ্চন। কাঞ্চনের প্রসঙ্গ না হয় বাদই দেওয়া গেল। প্রবলতর রিপু হলো কাম। বহু সাধনায় কামজয়ী হওয়া যায়। ঠাকুর নিজের ওপর প্রকৃতিভাব আরোপ করে কামজয় করেছিলেন। আরেকটা উপায় হলো, মুখ ঘুরিয়ে দেওয়া। জল যেদিকে গড়াতে চাইছে সেইদিকে যেতে না দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া—আরেকটা প্রবলতর আকাঙ্ক্ষায় নিমজ্জিত করা। জ্ঞান-নয়নকে প্রহরী করা। বিচারকে প্রয়োগ করা—কি আছে, কি পাবে? অনিত্য থেকে নিত্যতে যাওয়া। ইন্দ্রিয় দিয়ে মানুষ কতটা ভোগ কতদিন করতে পারে! ইন্দ্রিয়ের দাস না হয়ে ইন্দ্রিয়কে দাস করা। গীতায় শ্রীভগবান বলছেন :

“তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ।
বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।।”

একেবারে ঠাকুরের কথা! ইন্দ্রিয়কে বশে আন। অর্থাৎ সংযম। সংযম সাধনার পর মৎপরায়ণ হও। ওঙ্কারনাদানুরক্তি। ঠাকুর মহিমাচরণকে বলছেন : “সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়।” শ্রীভগবান বলছেন—ইন্দ্রিয় বশে এলে প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বদ্ধমূল হয়। এই প্ৰজ্ঞা কখনো বিচলিতা হয় না।”

সন্ন্যাসীর পথ গৃহীর পথ নয়। শতবার শত শ্লোক তারস্বরে পড়লেও অঙ্কট- বঙ্কট যাওয়ার নয়, ঠাকুর জানতেন। তিন কলম উপদেশ ছুঁড়ে দিলেই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হবে না। ঠাকুর কেতাবী ছিলেন না, ছিলেন বাস্তবসচেতন। তাই বলছেন, সাবাধান হও। “খুব সাবধান না থাকলে ব্ৰহ্মজ্ঞান হয় না, তাই সংসারে কঠিন। যত সেয়ানা হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়।”

বাবা! ঘাবড়াও মাৎ! অতটা কঠোরের কথা তোমাকে বলছি না গৃহী। কিন্তু একটা কথা বলছি, জ্ঞানী হও। ভেড়া হয়ে থেকো না! স্বামী-স্ত্রী-পুত্র-পরিবারের দাস। খাবলে খুবলে শেষ করে দেবে। ‘আমি’-র চক্করে পড়ো না। ছিটকে দাও। বলদ কি করে! হাম্বা হাম্বা। লাঙল টানছে সারাজীবন। কাঁধে জোয়াল। ঘা। ভ্যানভ্যানে মাছি। শ্লথ হলেই প্রহার। অবশেষে কসাইখানায়। টুকরো, টুকরো। হাড়ে হলো বোনমিল। চামড়ায় হলো জুতো, আর নাড়ি-ভুঁড়ি শুকিয়ে তাঁত। ধুনুরির আঙুল পড়ামাত্রই ‘তুঁহু, তুঁহু’ (তুমি, তুমি)। হাম্বা হাম্বা (আমি, আমি) আর নেই। তুঁহু-তেই উদ্ধার। সংসার পিষে ফেলার আগেই কিল পাকড়ো।

শ্রীরামকৃষ্ণ বললেন : “বেদান্তমতে স্বস্বরূপকে চিনতে হয়।” শ্রীকৃষ্ণ বলছেন :

“রাগদ্বেষবিযুক্তৈস্ত বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরন্।
আত্মশ্যৈর্বিধেয়াত্মা প্ৰসাদমধিগচ্ছতি।।”

স্বস্বরূপকে জেনেছি, জিতচিত্ত যোগী হতে পেরেছি, রাগ-দ্বেষ আর নেই, সমস্ত ইন্দ্রিয় আত্মবশীভূত। এই অবস্থায় বিষয় ভোগ করলেও, বিষয় আমাকে ভোগ বা ভাগ করতে পারবে না। ছিঁড়েখুঁড়ে শেষ করতে পারবে না।

“অহং একটা লাঠির স্বরূপ।” ঠাকুর বলছেন : “যেন জলকে দুভাগ করছে।” আমি আর তুমি। আমি করছি। আমি আম খাচ্ছি।, আমি অমুককে ঝেড়ে কাপড় পরিয়েছি, আমি মশারির মধ্যে ঢুকে মশা মারছি, আমি বলছি— আমি থাকতে ঐসব চলবে না। আমার বাড়ি, ইউ গেট আউট।

তুমি কে বাবা? কার মধ্যে কে রয়েছে! সবই তো তুমি! তোমারই তো আমি।

ঠাকুর বলছেন, আগে সমাধিস্থ হও। অহং-লাঠিটা তুলে নাও, তলিয়ে যাও। “এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়।”

তারপর ঠাকুর গৃহীকে একটু আলগা দিচ্ছেন। বলছেন, কেল্লায় থাক। কেল্লা কি না সংসার। সংসারে থেকে কিন্তু ঈশ্বরে মন রেখে সংযতেন্দ্রিয় হয়ে থাক এবং কাম-ক্রোধাদির সঙ্গে যুদ্ধ কর। তাই বলছেন, কেল্লা থেকে যুদ্ধ করা সহজ। বৈরাগ্য ভাল। কিন্তু পূর্ণ বৈরাগ্য আর কজনের পক্ষে সম্ভব? সুতরাং পারবে না যখন, তখন সংসারেই নাহয় থাকলে। কিন্তু মনে রেখো ঈশ্বরকে এবং মনে রেখো সংযমের কথা।

হাসতে হাসতে মহিমাচরণকে বলছেন : “আধা-ছানার মণ্ডা কখনো বা খেলে! সংসারীর পক্ষে তত দোষের নয়।

এটা নাহয় একটা রফা হলো; কিন্তু কাঞ্চন! বিভেদকারী মুদ্রা! মুদ্রারাক্ষসের হাত থেকে উদ্ধারের উপায়! আমি ধনী, আমার ‘ফার্স্ট ক্লাস’। একই ট্রেন, গোটা দুনিয়া তার যাত্রী। জন্মের প্ল্যাটফর্ম থেকে জন্মান্তরের স্টেশনের দিকে ছুটছে। সেই ট্রেনে মাইলোমিটার নেই, নেই মিনিটমিটার। আমার ফার্স্ট ক্লাস, তোমার সেকেন্ড ক্লাস।

ঠাকুর কাঞ্চনকে ক্ষমা করতে পারেননি। গতির দুর্গতি এইভাবে দেখিয়েছেন—টাকা⇒হিসাব→দুশ্চিন্তা→অহঙ্কার→লোকের ওপর ক্রোধ। “সূর্য দেখা যাচ্ছিল মেঘ এসে ঢেকে দিলে।”

জীবন-কুরুক্ষেত্রে শ্রীভগবান গৃহী অর্জুনকে বলছেন :

“যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়।
সিদ্ধ্যসিদ্ধ্যোঃ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে।।”

অহং কার? আমার নয়—তোমার। পরমেশ্বরের আরাধনাবুদ্ধিতে জীবন-ধূপ জ্বালানো।

সকল অধ্যায়

১. উট হবে না হাঁস হবে!
২. প্ৰতিধ্বনি
৩. পদ্মলোচনের শাঁখ
৪. একটু চেষ্টা
৫. ঠাকুরের কাছে দরবার
৬. কেন
৭. সেই আবেগে
৮. চিরগুরু
৯. কৃপা
১০. রামকৃষ্ণদাস
১১. স্বামীজীর ধর্ম
১২. গৃহীর ঠাকুর শ্রীরামকৃষ্ণ
১৩. হাসছে কেমন!
১৪. “পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে”
১৫. পুরুষ সাবধান
১৬. অংশে অংশ মিলে পূর্ণ
১৭. সাধনা
১৮. লজ্জা
১৯. পথ ও পথিক
২০. “ভক্তি যেন ভয়ে নাহি হয়, পদানত পৃথিবীর কারো কাছে”
২১. ডুডুও খাব টামাকও খাব
২২. কনফুসিয়াস
২৩. “খণ্ডন-ভব-বন্ধন জগ-বন্দন বন্দি তোমায়”
২৪. দস্তুরমতো পথ
২৫. শয়নে স্বপনে জাগরণে
২৬. আপনি আর আমি
২৭. হনুমান
২৮. চাকা
২৯. সরষে পেষাই
৩০. “চাঁদামামা সকলের মামা”
৩১. রামকৃষ্ণ নামের মাস্তুল
৩২. এগিয়ে চল
৩৩. “পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব”
৩৪. “মন-মত্তকরী”
৩৫. “নরেন শিক্ষে দিবে”
৩৬. দু-ফোঁটা চোখের জল
৩৭. মহাভাব
৩৮. মাপো আর জপো
৩৯. ভাব-ভালবাসা
৪০. বাহাদুর
৪১. আমার কুরুক্ষেত্র
৪২. মুখে বলি ‘হরি’
৪৩. ধর্মকর্ম
৪৪. “আপনাতে আপনি থেকো মন”
৪৫. মূর্ত মহেশ্বর
৪৬. গুরু-চৈতন্য বিজ্ঞান-বিচারী
৪৭. তত্র সর্বাণি তীর্থানি
৪৮. হাঁস
৪৯. হেডমাস্টার
৫০. বিশ্বাস! বিশ্বাস! বিশ্বাস!
৫১. “কপটতা ছাড়ো”
৫২. কবে হবে
৫৩. তোমাদের কী হবে
৫৪. বাছুর
৫৫. ‘সা-রে-মা’তে
৫৬. অরূপরতন
৫৭. বাক্সটাকে সাজাও
৫৮. “আধা-ছানার মণ্ডা”
৫৯. “ডাক ডাক ডাক্তার ডাক”
৬০. নারী ও শ্রীরামকৃষ্ণ
৬১. ভবরোগবৈদ্য
৬২. জ্ঞান ও বিজ্ঞান
৬৩. শ্রীরামকৃষ্ণ-কমণ্ডলু
৬৪. শ্রীরামকৃষ্ণের দণ্ড
৬৫. ভগবান শ্রীরামকৃষ্ণের আসন
৬৬. জীবনমরণের সীমানা ছাড়ায়ে
৬৭. প্রাণের লণ্ঠনে চৈতন্যের আলো
৬৮. আগে বিশ্বাস তারপর কর্ম
৬৯. সব ফেলে দাও, সব ছেড়ে দাও, উঠে এস
৭০. কেউ দশে, কেউ ছয়ে, কেউ পাঁচে
৭১. “মন্মনা ভব মদ্ভক্তো”
৭২. শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ
৭৩. শুধু তোমাকেই চাই
৭৪. সুধাসাগর
৭৫. হাত ধর
৭৬. ব্যাকুলতা
৭৭. দুজনেই মার সখী
৭৮. শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানীও
৭৯. কাতরে কর করুণা
৮০. ধ্রুবতারা
৮১. কলকাতা এবং রামকৃষ্ণলোক
৮২. প্ৰণাম
৮৩. প্রশ্ন
৮৪. সাবধান
৮৫. কেন চোখের জলে
৮৬. মনের মতো পাগল পেলাম না
৮৭. “যেমন আমড়া, কেবল আঁটি আর চামড়া”
৮৮. মানুষ
৮৯. অমৃতের সন্ধানে
৯০. শরণাগত
৯১. সাধন দুর্গ
৯২. স্বামীজী আসছেন
৯৩. উচ্ছ্বাস থেকে শ্বাসে
৯৪. গানে গানে শ্রীরামকৃষ্ণ
৯৫. রামকৃষ্ণ মিশন
৯৬. পাথরের দেয়ালে পেরেক
৯৭. সার্জেন সাহেব
৯৮. বসে আছি
৯৯. রামকৃষ্ণ ভগবান
১০০. অঙ্কট-বঙ্কট
১০১. “আমি মলে ঘুচিবে জঞ্জাল”
১০২. ‘আমি’ এক ঢিপি
১০৩. আমার জীবনে ‘উদ্বোধন’
১০৪. অনুলোম বিলোম
১০৫. মন্ত্র
১০৬. বারটা বাজাও
১০৭. চাকর রাখ
১০৮. খানদানী চাষা
১০৯. আত্মার আত্মহত্যা
১১০. শ্রীরামকৃষ্ণের মথুর
১১১. বিবেকের ছাঁকনি
১১২. ‘রামকৃষ্ণ মেল’
১১৩. “মাতাদেবী, আপনি হন আমাদিগের কালী!”
১১৪. “আমি দেখব”
১১৫. চির নবীন, চির নূতন, ভাস্বর বৈশাখ
১১৬. কুরুক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ
১১৭. শ্রীরামকৃষ্ণের ‘অস্ত্রভাণ্ডার’
১১৮. গাজীপুরে শ্রীরামকৃষ্ণ
১১৯. বিদ্রোহী ভগবান
১২০. ইঁদুর
১২১. শরণাগতি
১২২. “আমি খাই-দাই আর থাকি, আর আমার মা সব জানেন”
১২৩. “আপনার পূজা আপনি করিলে, এ কেমন লীলা তব!”
১২৪. “ভক্ত্যা মামভিজানাতি”
১২৫. প্ৰেম
১২৬. মা
১২৭. কে তুমি বিবেকানন্দ
১২৮. ভগবানের মুখ
১২৯. ‘হলো না’-টাই ‘হলো’
১৩০. সংস্কার
১৩১. রামকৃষ্ণ-শক্তি
১৩২. এক জোড়া জুতো
১৩৩. বেদভূমিতে শ্রীরামকৃষ্ণ
১৩৪. শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ
১৩৫. অখণ্ডের ঘরের কথা
১৩৬. “কে মা তুমি?”
১৩৭. নিজেকে দেখ
১৩৮. “আমি জানি তুমি কে”
১৩৯. পথের ধর্ম, ধর্মের পথ
১৪০. শ্রীরামকৃষ্ণ-সূর্যালোক
১৪১. মরে গিয়ে বেঁচে ওঠা
১৪২. ভয়ঙ্কর ঠাকুর
১৪৩. মা জানেন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন