ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্তবর্ণনম।।

।। ত্রেতাযুগীয়ভূপবৃত্তান্তবর্ণন।।

বৈশাখশুক্লপক্ষে তু তৃতীয়াগুরুবাসরে। সুদশনো জনৈ সাদ্ধময়োধ্যামগমৎপুনঃ।।১।। মায়াদেবী প্রভাবেন পুরং সর্বং মনোহরম্। মহবৃদ্ধিযুতং প্রতং বহুন্নং সর্বরত্নকম্।।২।।

ওর সাথে মুখ্য রাজা ছিল, প্রমুখ বৈশ্য ছিল এবং প্রধান দ্বিজও চলে গিয়েছিল। পাঁচ বছরের প্রমাণ থেকে বায়ু তেজ, জল ক্রমে শর্করা মহীকে প্রাপ্ত হয় এবং এরমধ্যে সমস্ত জীবক্ষয়কে প্রাপ্ত হয়ে গিয়েছিল, পাঁচ বছর পরিমাণ কালে এই সুন্দরায় জলই হয়ে গিয়েছিল।।৫৯-৬০।।

আবার বায়ু শান্ত হয়ে সমস্ত জল শোষণ করে নিয়েছিল। এভাবে দশ বছরের মধ্যে এই ভূমি স্থলী হয়ে দেখা দেবে।।৬১।।

বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে গুরুবারে সুদর্শন জনগণের সঙ্গে আবার অযোধ্যায় গেলেন।।১।।

মায়াদেবীর অনুগ্রহে সমস্ত নগর পরম মনোহর হয়েছিল যেখানে মহাবৃদ্ধি হয়েছিল, প্রচুর অন্ন দ্বারা সম্পন্ন ছিল এবং সব প্রকার রত্ন দ্বারা পরিপূর্ণ হয়েছিল।।২।।

দশবর্ষ সহস্রানি রাজ্যং কৃত্বা সুদশনঃ। প্রাপ্তবাঞ্ছাশ্বতং লোকং দলীপস্তৎ সুতোহভবৎ।।৩।। নন্দিনীবরদানেন তৎপুত্রো রঘুরুত্তম্। দশবর্ষসহস্রানি দিলীপো রাজ্যসৎকৃতঃ।।৪।। রাজ্যং কৃতং চ রঘুনা দিলীপান্তে পিতৃসমম্। রঘুবংশস্তত খ্যাতস্ত্রেতায়াং ভৃগুনন্দন্।।৫।। বিপ্রস্য বরদানেন তৎপুত্ৰোহজ ইতি স্মৃতঃ। পিতৃতুল্যং কৃতং রাজ্যং তস্মাৎদশরথোহভবৎ।।৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্রামো হরিঃ স্বয়ম্। একাদশ সহস্রানি রামরাজ্যং প্রকীতিতম্।।৭।।

দশ সহস্র বর্ষ পর্যন্ত সুদর্শন এখানে রাজত্ব করে শেষে শাশ্বত লোক প্রাপ্ত হয়েছিলেন। ওর দিলীপ নামে পুত্র হয়েছিল।।৩।।

নন্দিনী গরুর বরদান প্রাপ্ত করে দিলীপের উত্তম পুত্র রঘু নামধারী হয়েছিল। দশসহস্র বর্ষ পর্যন্ত দিলীপ রাজত্ব করেছিলেন।। ৪।।

দিলীপের রাজত্ব শেষ হয়ে গেলে রাজা রঘু পিতার মতো রাজ্যসুখ উপভোগ করেন। হে ভৃগুনন্দন! তখন থেকেই ক্রেতাযুগে এই রঘুবংশ প্রখ্যাত হয়েছেল।।৫।

ব্রাহ্মণের বরদানে রঘুর অজ নামে পুত্র জন্ম নিয়েছিল। ইনিও নিজের পিতার মতোই রাজ্যএর আনন্দ প্রাপ্ত করেন। এর দশরথ নামে পুত্ৰ হয়েছিল।।৬।।

এই রাজা দশরথ পিতার মতোই রাজ্য ভোগ করেছিলেন। আবার শ্রীরাম মহারাজ দশরথের পুত্র রূপে অবতীর্ণ হন যিনি স্বয়ং ভগবান্ বিষ্ণুই ছিলেন। একাদশ সহস্র বর্ষ পর্যন্ত শ্রীরামের রাজত্ব কাল বলা হয়।।৭।।

তস্য পুত্র কুশো নাম রাজ্যং দশসহস্রকম্। অতিথিনাম তৎপুত্র কৃতং রাজ্যং পিতু সমম্।।৮।। নিবন্ধো নাম তৎপুত্র কৃতং রাজ্যং পিতুম্মমম্। তস্মাজ্জাতো নল্যে নাম ত্রেতায়াং শক্তিপূজকঃ।।৯।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মান্নাভ সুতোহভবেৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং পুন্ডরীক সুতোহভবেৎ।।১০। পিস্তল্যং কৃতং রাজ।ং ক্ষেমধন্বা তু তৎসুতঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং দ্বারকো নাম তৎসুত্ত।।১১।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জাতো হ্যহীনজ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং করূনাম সুতস্তত।।১২।। কুরুক্ষেত্র কৃতং তেন ত্রেতায়াং শতযোজনম্। ত্রেতাপাদসসমাপ্তোহয়ং প্রথমে ভারতেহন্তরে।।১৩।।

ভগবান দাশরথি শ্রীরামের কুশ নামে পুত্র হয় যিনি দশ সহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিলেন। অতিথি নামে ওঁনার পুত্র হয়েছিল। ইনি নিজ পিতার মতোই কাজ্য শাসন করেছিলেন।।৮।।

ওঁর নিবন্ধ নামে পুত্র হয় যিনি পিতার মতো রাজ্যসুখভোক্তা হন। ওনার নল নামে পুত্র হয় যিনি ক্রেতাযুগে শক্তির পূজাকারী ছিলেন।।৯।।

এই নল পিতার তুল্যই রাজত্ব করেছিলেন। এর নাভ নামে পুত্র উৎপন্ন হয়। এর রাজ্যকাল পিতার সমান ছিল। ওর পুন্ডরীক নামে পুত্র হয়েছিল। তিনিও পিতার মতো রাজ্যযুক্ত হন।।১০।।

ক্ষেম ধেন্বা ওনার পুত্র হিসাবে জন্ম নেয়। এর রাজ্যও ছিল পিতার মতো। এর পুত্র দ্বারক জন্ম গ্রহণ করেন যার রাজ্য ছিল পিতৃতুল্য।।১১।।

দ্বারক থেকে অহীন পুত্র হয় এর রাজ্যও পিতার মতোই ছিল। কুরু নামে তার পুত্র হয়েছিল। উনি ক্রেতাযুগ শতযোজন কুরুক্ষেত্র করেছিলেন। ভারতের মধ্যে এই ত্রেতার চরণ সমাপ্ত হয়।।১২-১৩।।

পিতৃস্তল্যং কৃতং রাজ্যং পারিয়াত্রঃ সুতোহভরৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং দলপালসসুত স্ততঃ।।১৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ছদ্মকারী তু তৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদুকৃঃ সুতোহভবৎ।। ১৫। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বজ্রনাভিস্ততোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শংগনাভিস্ততোহভবৎ।।১৬। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ব্যুত্‍থনাভিস্ততোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বিশ্বপালস্ততোহভবৎ।। ১৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং স্বর্ণনাভিস্তু তৎসুতঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং পুফাসেনস্তু তৎসুতঃ।।১৮।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ধ্রুবসন্ধিস্তু তৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং রাজ্যপর্বমাতু তৎসুতঃ।।১৯। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শীঘ্রগম্তা তু তৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মরুপালস্তু তৎসুত।।২০।।

ইনিও নিজ পিতার মতোই রাজ্য শাসন করেছিলেন। এর পুত্র পরিয়াত্র নামে উৎপন্ন হয়েছিল। ওনার পিতৃতুল্য রাজ্য ছিল। এর পুত্রের নাম দলপাল।।১৪।।

দলপালের রাজ্য ছিল পিতৃতুল্য। এর পুত্রের নাম ছদ্মকারী। ছদ্মকারীর পুত্র হল উবথ। উথের পুত্র ব্রজনাভি। এর পুত্র হল শঙ্গনাভি। এর ব্যুত্থনাভি পুত্র হয়। এর পুত্র হল বিশ্বপাল। এই সবার রাজ্য কাল নিজ নিজ পিতার সমানই হয়েছিল।।১৫-১৭।।

পিতুস্তুল্যং কৃতং রাজ্যং প্রসূবশ্রুত উচ্যতে। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুসন্ধি স্তনয়োহভবৎ। ত্রেতাপাদঃ সমাপ্তোহয়ং প্রথমে ভারতেন্তরে।।২১।। উদায়াদুদয়ং যাবদ্রাজ্ঞ তত্ৰ স সন্ধিনা। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মামৰ্বস্তনয়স্ততঃ।।২২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মহাহশ্বস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৃহদবালসুতস্তত।।২৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৃহদেশান এবতৎ। পিতুস্তল্যং কৃত রাজ্যং মরুক্ষেপস্ততোহভবৎ।।২৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৎসপালস্তু তৎসুত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৎস ব্যুহস্ততোহভবৎ।।২৫।। পিতুস্তল্যং কৃত রাজ্যং প্রতিব্যোমা ততো নৃপঃ পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুতো দেবকরস্ততঃ।।২৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সহদেবস্ততোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৃহদশ্চস্ততো নৃপ।। ২৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ভানুরস্তস্ততোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুপ্রতীকস্ততোহভবৎ।।২৮।।

এর পুত্র স্বর্ণনাভি পুত্র হয়েছিল। স্বর্ণনাভির পুত্র হল পুষ্পসেন। এর পুত্রের নাম ধ্রুবসন্ধি। এর পুত্র হল অপবর্মা। এর পুত্র হল শীঘ্রগম্তা। ওনার পুত্রের নাম মরুপাল যিনি প্রসূত শ্রুত নামে পচিচিত ছিলেন। এর পুত্রের নাম সুসন্ধি। এই সকলের রাজত্ব কালও পিতাদের মতোই ছিল। এই ভারতের মধ্যে প্রথম ক্রেতা পাদ সমাপ্ত হয়েছিল।। ১৮-২১।।

যেখান পর্যন্ত উদয় থেকে উদয় হতো সেখান পর্যন্ত সুসন্ধি রাজা রাজত্ব করেছিলেন পিতার মতো। এর পুত্র হল মামব। এর পুত্র হল মহাশ্ব। মহাশ্বের পুত্রের নাম বৃহদ্বাল। এর পুত্র বৃহদৈশান। এর পুত্র হল মরুক্ষেপ। এর পুত্রের নাম হল বস পাল! এর পুত্র হল বৎসব্যূহ। এর থেকে প্ৰতিব্যোমা হল। এঁরা সব নিজ নিজ পিতার সমানই রাজত্ব করেছিলেন। এর দেবকর হয় যিনি পিতৃতুল্য রাজ্যযুক্ত ছিলেন।।২২-২৬।।

নাম ভানুরত্ন। এর থেকে সুপ্রতীক নামে পুত্র জন্ম হয়। এই সবার রাজ্যোপভোগ নিজ পিতার সমান ছিল।।২৭-২৮।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং মরুদেবসসুতস্তত। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুনক্ষত্রস্ততোহভবৎ।।২৯।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুত কেশীনরস্তত।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং রাজ্যমন্তরিক্ষস্ততো নৃপঃ।।৩০।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুর্বনাংগো নৃপোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্য পুত্রো হ্যমিত্ৰজিক। ৩১ পিতুস্তল্যং কৃতং রাজ্যং বৃহদ্রাজস্ততোহভবৎ।।৩২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ধর্মরাজস্ততো নৃপ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জাতঃ কৃতজ্ঞয়ঃ।।৩৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাজ্জতো রণজ্ঞয়। পিতৃস্তল্যং কৃতং রাজ্যং সজ্ঞয়স্তৎসুতঃ স্মৃত।।৩৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তৎপুত্র শাক্যবধর্ন। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ক্রোধদানস্তু তৎসুর্ত।। ৩৫।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদতুলবিক্রমঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং স্তস্থাজ্জাতঃ প্রসেনজিৎ।।৩৬। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তৎপুত্র শূদ্রকঃ স্মৃতঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুরথস্তৎ সুতোহভবৎ।।৩৭।।

সুপ্রতীকের পুত্রের নাম ছিল মরুদেব। এর পুত্র হল সুনক্ষত্র। এর পুত্র কেশীনর। এর পুত্রের নাম রাজা অন্তরীক্ষ। এর পর হয় সুবর্ণাঙ্গ। বর্ণাঙ্গের পুত্রের নাম অভিজ্ঞজিৎ। এর পুত্র বৃহদ্রাজ। এর পুত্র ধর্মরাজ এবং ধর্মরাজের পুত্র হল কৃতঞ্জয়। কৃতঞ্জয়ের পুত্র হল রণঞ্জয়। এর পুত্র হল সঞ্জয়। এর পুত্রের নাম শাক্যবর্ধন। এর আবার ক্রোধদান নামে পুত্র হয়। এই সবাই নিজ নিজ পিতার সমানই রাজ্যভোগ করেন।।২৯-৩৫।।

পিতুরদ্ধং কৃতং রাজ্যং সবেতু রঘুবংশজা। পঞ্চষষ্টি পিতাভূপা দেবীপূজন তৎপরা।।৩৮।। হিংসাযজ্ঞপরা সর্বে স্বর্গলোকমিতো গতা। বুদ্ধা জাতাশ্চ যে পুত্রাস্তে সর্বে বর্ণসংকরা।।৩৯।। ত্রেতাতৃতীয় চরন প্রারম্ভেন নবতাং গতা। ইন্দ্ৰেণ প্রেষিতো ভূমৌ চন্দমা রোহিনীপতি।।৪০ । প্রায়াগনগরে রম্যে ভূমিরাজ্য মচীকরং বিষ্ণুভক্তশ্চন্দ্ৰমাশ্চ শিবপূজনতৎপর।।৪১।। মায়াদেবীপ্রসন্নাথে শতং যজ্ঞমচীকরৎ। অষ্টাদশসহস্রানি রাজ্যং কৃত্বা দিবং গত।।৪২।। তস্যপুত্রো বুধো নাম মেরুদেবস্য বৈ সুতঃ। ইলামুদ্বাহ্য ধমেন তস্মাজ্জাতঃ পুরুরবা।।৪৩।।

ক্রোধদানের প্রতুল নামে পরাক্রমশালী পুত্রের জন্ম হয় যিনি পিতার মতো রাজত্ব করেন এর প্রসেনজিৎ এর থেকে শূদ্রকের উৎপত্তি হয়।এর থেকে সুরথ জন্ম গ্রহণ করে। এই সকলে পিতৃতুল্য রাজ্যসুখ উপভোগ করেছিলেন। সমস্ত রঘুবংশে উৎপন্ন বংশধররা পিতার অর্ধেক রাজত্ব করেন। যে ৬৫ জন রাজা হন, যারা পিতা ছিলেন এবং দেবীর পূজা করতে তৎপর ছিলেন।।৩৬-৩৮।।

এই সব হিংসা যজ্ঞের পরায়ণ ছিল এবং সকলে এখান থেকে স্বর্গলোকে চলে গেছেন। যে পুত্র বুদ্ধ উৎপন্ন হয় তারা সব বর্ণ সঙ্কর ছিল।।৩৯।।

ত্রেতাযুগের তৃতীয় চরণের আরম্ভ হলে হলে এই নবীনতাকে প্রাপ্ত হয়। ইন্দ্রদেব এই ভূমন্ডলে রোহিনী পতি চন্দ্রমাকে প্রেষিত করেছিলেন।।৪০

উনি রম্য প্রমাগ নগরে ভূমিরাজ্য করেছিলেন। চন্দ্রমা বিষ্ণুর ভক্ত এবং শিবের পূজা কালে সদা তৎপর ছিলেন।।৪১।।

ইনি মায়াদেবীর প্রসন্নতার জন্য একশত যজ্ঞ করেন। আঠারো সহস্র বছর পর্যন্ত এখানে রাজ্য সুখের অনুভব করে স্বর্গলোকে যান।।৪২।।

এর পুত্রের নাম বুধ যিনি মেরুদেবের পুত্র ছিলেন। ইনি ইলার থেকে ধর্ম বিধির সাথে বিবাহ করেন এবং ওর থেকে পুরূরবার জন্ম হয়।। ৪৩।।

চতুদশ সহস্রানি ভূমিরাজ্যমচীকরৎ। উর্বশীং সোহপি স্ববেশ্যাং সময়ে নৈব ভোগ্যবান।।৪৪ আয়ুনাম সুতো জাতো ধমাত্মা বিষ্ণুতৎপরঃ। যটত্রিশচ্চ সহস্রানি রাজ্যং কৃত্বা পুরুরবা।।৪৫।। গন্ধবলোক সম্প্ৰাপ্য মোদতে দিবি দেববৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং আয়ুষো নহু্যসসুতঃ।।৪৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ততঃ শত্রুত্বমাগত। ত্রিলোকীং স্ববশং চক্রে বর্যমেকসহস্ৰকম্।।৪৭।। মুনেদুবাসস শাপানৃপোহজগরতাং গতঃ। পঞ্চ পুত্রা যমাতেশ্চ ত্ৰয়ো ম্লেচ্ছত্বমাগতা।।৪৮।। দ্বৌ তথায়ত্বমাপ্নৌ যদুজ্যেষ্ঠ পুরুলঘুঃ।। তপোবল প্রভাবেন রাজ্যং লক্ষাদ্বসমিতম্।।৪৯।।

এই পুরূরবা রাজা চোদ্দ সহস্র পর্যন্ত রাজত্ব করেন। উনিও সময়ে উর্বশী নামক স্বর্গের অপ্সরাকে ভোগ করেন।।৪৪।।

এর আয়ু নামে পুত্র হয় যিনি পরম ধর্মাত্মা ছিলেন এবং বিষ্ণু ভগবানের আরাধনায় তৎপর ছিলেন। পুরুরবা ছত্রিশ হাজার বছর পর্যন্ত রাজত্ব করে আবার গন্ধর্ব লোকে পৌঁছান এবং স্বর্গে দেবীদের ভাল আনন্দোপভোগ করেছিলেন। পিতৃতুল্য আয়ু রাজত্ব করেন। এর পুত্র হল নহুষ।।৪৫-৪৬।।

এই রাজা নহুষ নিজ সময় পর্যন্ত রাজ্য শাসন করেন এবং ইন্দ্রত্ব এর পদবী প্রাপ্ত হন। এক সহস্র বর্ষ পর্যন্ত ইনি ত্রিলোকীকে নিজ বংশে পরিণত করেছিলেন।।৪৭।।

মহাক্রোধী দুর্বাসা মুণির শাপে রাজা অজগর হয়ে গিয়েছিল। যযাতির পাঁচপুত্র ছিল তাদের মধ্যে তিনজন ম্লেচ্ছ হয়ে গিয়েছিল।।৪৮।।

কৃত্বা বিষ্ণু প্রসাদেন ততো বৈকুণ্ঠমাগত। যদো পুত্র স্মৃত ক্রোষ্টা রজ্যং যষ্টি সহস্রকম্।।৫০।। বৃজিনন্ধসসুতস্তস্মাদ্রা রাজ্যং বিংশৎ সহস্রকম্। তস্মাৎ স্বাহাচন পুত্র কৃতং রাজ্যং পিতুম্মমম্।।৫১।। তস্মাৎ চিত্ররথ পুত্র কৃতং রাজ্যং পিতুমম্। অরবিন্দসসুতস্তস্মাৎ কৃতং রাজ্যং পিতু সমম্।।৫২।। অথ শ্ৰবাস্ততো জাততেজস্বী বিষ্ণুতৎপর। পিতুস্তল্যং কৃতং রাজ।ং তৎপুত্র তামস স্মৃতঃ।।৫৩।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদুশনস্মৃতঃ।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শীতাশুকনৃপোহভবৎ।।৫৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং কমালাং শুস্ততোহভবৎ।।৫৫ পিতুস্তল্যং কৃতং রাজ্যং পারাবত সুতস্ততঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং জামধস্তৎ সুতোহভবৎ।।৫৬।

বাকি দু’জন আর্যত্ব প্রাপ্ত হয়। তাদের মধ্যে জ্যেষ্ঠ হল যদু এবং কনিষ্ঠ হল পুরু। তপস্যার বলে একলক্ষ বর্ষ পর্যন্ত রাজ্যসুখ ভোগ করে ভগবান বিষ্ণুর প্রসাদে এর পর বৈকুণ্ঠ লোকে চলে গিয়েছিল। যদুর পুত্র ক্রোষ্ঠা ষাট হাজার বছর পর্যন্ত রাজত্ব করেছিল।।৪৯-৫০।।

এর পুত্র হল বৃজিনধ্ন। উনি কুড়ি সহস্র বর্ষ পর্যন্ত রাজত্ব করেছিল। এর পুত্র স্বহাচন নিজ পিতার মতোই সময় পর্যন্ত রাজত্ব করেছিল।।৫১।।

এর পুত্র চিত্ররথও পিতার ন্যায় রাজত্ব করেছিল। এই চিত্ররথের পুত্র হল অরবিন্দ। ইনি পিতার সমান রাজত্ব করেছিলেন।।৫২।।

এরপর জন্ম নেয় শ্রবা, যে বড় তেজস্বী এবং বিষ্ণু ভক্তিতে তৎপর ছিল। ইনি পিতার শাসনকালের অর্ধেক সময় পর্যন্ত রাজ্য করেছিলেন। এর পুত্র তামস, ইনি পিতৃতুল্য রাজত্ব করেন। এর থেকে উৎপন্ন হয় উশন। ওর শীতাংশুক নামে পুত্র হয়। এই সবাই নিজ পিতার সংয়ের মতোই রাজ্যসুখ প্রাপ্ত হয়েছিল। এর পুত্র হল জামঘ।।৫৩-৫৬।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং বিদর্ভস্তৎসুতোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ক্রাথো নাম সুতস্ততঃ।।৫৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং কুন্তিভোজশ্চ তৎযুতঃ। পুরুদৈত্যসুতাপুত্র পাতালে বৃষপর্বন।।৫৮।। উষিতা নগরে তসিমনমায়াবিদ্যস্ততোহভবৎ।। প্রয়াগস্য প্রতিষ্ঠানে পুরে রাজ্যমথাকরোৎ।।৫৯।। দশবর্ষসহস্রানি রাজ্যং কৃত্বা দিবং গত দেবীভক্ত স নৃপতিস্তৎ পুত্ৰো জনমেজয়।।৬০। পিতুস্তল্যং কৃতং রাজ্যং প্রচিন্বাং স্তৎসুতোহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং প্রবীরস্তনয়োহভবৎ।।৬১।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং নভস্যস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ভবদস্তৎ সুত স্মৃত।।৬২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুদান্মস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং পুত্রো বাহুগর স্মৃত।।৬৩।।

এই জামঘও পিতৃতুল্য রাজত্ব করেছিলেন। এর পুত্র হল বিদর্ভ এবং বিদর্ভের পুত্র হল ক্রাথ। এই দুজন পিতার সমানই রাজত্ব করেছিলেন। ক্ৰাথ এর পুত্র কুন্তিভোজ। পুরু দৈত্যসপতার পুত্র। বৃষপর্বণ পাতালে বাস করতো। ওই নগরে ওর পুত্র মায়াবিদ্য ছিল। ইনি প্রয়াগের প্রতিষ্ঠান পুরে রাজ্য শাসন করতেন।।৫৭-৫৯।।

ইনি দশ সহস্র বছর পর্যন্ত রাজত্ব করে শেষে এই স্বর্গংলাকে চলে গিয়েছিলেন। এই রাজা দেবীর পরম ভক্ত হন। এর হল জনমেজয়।।৬০।।

এর রাজত্ব কালও পিতার সমান ছিল। এর পুত্র প্রাচিন্বান, এর পুত্র প্রবীর। প্রবীরের পুত্র নভস্য এবং এর পুত্র হল ভবদ। এই সবার রাজত্ব কাল নিজ নিজ পিতার সমান ছিল। ভবদের পুত্র সুদ্যুম্ন। ইনিও নিজ পিতার মতোই রাজত্ব করেছিলেন। এর বাহুগর নামে পুত্র হয়েছিল।।৬১-৬৩।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং সংযাতিস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ধনয়াতিস্ততোহভবৎ।।৬৪।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং রাজ্যমৈন্দ্রাশ্চস্তনয়োহভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্মাদ্রস্তিনর সুতঃ।।৬৫।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তৎপুত্র সুতপা স্মৃত পিতুস্তল্যং কৃতং রাজ্যং সরনস্তনয়স্তত।।৬৬।। হিমালয় গিরৌ প্রাপ্তে তপ কতুং মনো দধত শতবর্ষং ততে সূর্যস্তপতীং নাম কন্যকাম।।৬৭।। সংবরনায় দদৌ তুষ্টা রবিলোকং নৃপো গত। ততো মায়াপ্রভাবেন যুগং প্রলয়মাগতম।।৬৮।। চত্বার সাগরা বৃদ্ধা ভারতং ক্ষয়তাং গতম। দ্বিবযে সাগরা ভূমিরুযিত্ত্বা ভূধরৈ সহ।।৬৯।। মহাবায়ুপ্রভাবেন সাগরা শুষ্কতা গতা। অগস্ত্যতেজসা ভূমি স্থলীভূত্বা প্ৰদৃশ্যতে।।৭০।। পঞ্চবষান্তরে ভূমি বৃক্ষদূর্বাদি সংযুতা। সূযাজ্ঞয়া চ সংবন স্তপথ্যা মুনিনা সহ।।৭১।। বশিষ্ঠেন ত্ৰিবনৈশ্চ মুখৈ সাদ্ধং সমাগতঃ।।৭২।।

ইনিও পিতৃতুল্য রাজত্ব করেছিলেন। এর পুত্র সংযাতি, এর রাজত্বকাল পিতার মতোই ছিল। ওর ধনয়াতি নামক পুত্র হয়। ধনয়াতির ঐন্দ্রাশ্ব নামক পুত্র হয় এবং এর রস্তিনর নামক পুত্র হয়। এর পুত্র হল সুতপা এবং সুতপার পুত্র হল সবরণ। এই সকলের রাজত্ব কাল নিজ নিজ পিতাদের রাজত্ব কালের সমান ছিল।।৬৪-৬৬।।

সবরণ হিমাচলে গিয়ে তপস্যা করার ইচ্ছা করেছিল এবং ওখানে একশ বছর তপস্যা করেছিল। এই তপস্যায় প্রসন্ন হয়ে সূর্যদেব তপতী নামক কন্যা সবরণকে দিয়েছিলেন। রাজা পরম সন্তুষ্ট হয়ে সূর্যলোকে চলে গিয়েছিলেন। এর পর মায়ার প্রভাবে প্রলয়ের যুগ এসে গিয়েছিল।।৬৭-৬৮।।

চার মহাসমুদ্র এত বেড়ে গিয়েছিল যে এই ভারত দেশ ক্ষয়তাপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এই ভূমি সমস্ত ভূধরের সঙ্গে দুই বছর পর্যন্ত সাগরেই নিবাস করেছিল। এরপর মহাবায়ুর প্রভাবে এই সাগর শুষ্ক হয়েছিল। অগস্ত্যের তেজে এই ভূমি শুষ্ক হয়ে গিয়েছিল। পাঁচ বছরের মধ্যে হয়ে গেলে এই সমস্ত ভূমন্ডল, বৃক্ষ তথা বৃক্ষাদি দ্বারা ভুক্ত হয়েছিল। ভগবান সূর্যের আজৰায় সবরণ তপতীকে সাথে নিয়ে মুণি বশিষ্ট এবং প্রমুখ ত্রিবর্ণের সাথে এখানে এসেছিলেন।।৬৯-৭২।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন