গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। গোষ্পদ তৃতীয় ব্রতস্য মাহাত্ম্য।।

পার্থ ভাদ্রপদে মাসি শুক্লপক্ষে দিনোদয়ে। তৃতীয়ায়াং চতুৰ্থৰ্থাং চ শুদ্ধায়াং প্রতিবৎসরম্।।১।। উপবাসেন গৃহীয়াদ্ ব্ৰতং নাম্না তু গোপদম্। স্ন্যত্বা নরো বা নারী বা পুষ্পধূপবিলৈপনৈঃ।।২।। দধ্যক্ষতৈশ্চ মালাভিঃ পিষ্টকৈবনালয়া। অভ্যজ্ঞয়েদ্‌বাং শৃং গং খুরং পৃচ্ছান্তসেবচ।।৩।। দধ্যাদ্‌বাহ্নিকং ভক্ত্যা তাসাং পূর্বাপরাহ্নয়োঃ। অনগ্নিপাকং ভীজ্ঞীত তৈলক্ষারবিবর্জিতম।। ৪।।

।। গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য।।

শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের প্রতিবর্ষ শুদ্ধ তৃতীয়া তিথিতে বা চতুর্থী তিথিতে উপবাস করে গোপদ নামক ব্রত গ্রহণ করতে হবে। নর-নারী স্নান করে পুষ্প-ধূপ-দীপ-বিলেপন-দধি-অক্ষত-মালা এবং পিষ্টক দ্বারা গাভীর শৃঙ্গ, খুর, পুচ্ছ ভাগ অভ্যর্চন করতে হবে। ভক্তিভাবে তার পূর্বাহ্ন ও অপরাহ্নে আহ্নিক করে তৈল ও ক্ষার রহিত অনগ্নি পাক করে ভোজন করতে হবে। হে ভারত, যাতায়াতকারী গাভীগণকে নিত্য পুর দ্বারে ও পোষ্ঠে নিম্ন মন্ত্রে অত্যচন করবে। রুদ্রমাতা, বসুদুহিতা, আদিত্য ভগিনী আপনি অমৃত নাভি। কদাপি অভীষ্টজনের প্রতিকুল হবেন না। অনাগা অদিতি গাভীর বধ কর।।১-৬।।

ব্ৰজন্তীনাং গবাং নিত্যমায়াত্তীনাং চ ভারত। সুরদ্বারেথ বা গোষ্টে মন্ত্রেণানেন মন্ত্রবিৎ। অধ্যং প্রদদ্যাদ গৃষ্টয়াং বা গবাং পাদেষু পান্ডব।। ৫।। মাতারুদ্রাণাং দুহিতা বসুনাং স্বসাদিত্যনাম মৃতস্য নাভিঃ। প্রণুবোচং চিকিতুষে জনায় মা গামনা গামদিতিং বধিষ্ট।।৬।। গাবো মে অগ্রতঃ সন্তু গাবো মে সন্তু পৃষ্ঠতঃ। গাবো মে হৃদয়ে সন্তু গবাং মধ্যে বসাম্যহম্।।৭।। ইত্থং সংপূজ্য দত্ত্বার্থং ততো গচ্ছেদ্ গৃহাশ্রমম্। পঞ্চস্যাং ক্রোধরহিতো ভূজীত গোরসং দধি।।৮।। শালিপৃষ্টং ফলং শাকং তিলমন্নং চ শোভনম্ ভুক্তাবসানে রাজেন্দ্র সংযতস্তাং নিশাং স্বপেৎ।।৯।। প্রভাতে গোপদং দত্ত্বা ব্রাহ্মণায় হিরন্ময়ম্। ক্ষময়েচ্চ গবাং নাথং গোবিন্দং গরুড়ধ্বজম্।।১০।। অৰ্চ্যন্তেহত্র যথা গাবস্তথা গোবধনোগিরিঃ। প্রণম্যাচ্যুতমুদ্দিশ্য শৃণু যৎফলমাপুয়াৎ।।১১।।

হে গোমাতা, তুমি আমার অগ্রভাগে, পৃষ্টভাগে, মধ্যভাগে, হৃদয়ে সদা নিবাস কর। এই প্রকারে গোমাতাগণের পূজা করে তথা অর্ঘ প্রদান করে গৃহাশ্রমে চলে যাবে। পঞ্চমী তিথিতে ক্রোধশূন্য হয়ে গোরস, দধি ইত্যাদি ভোজন করবে। শালি পিষ্ট-ফল-শাক-তিল ও শোভন অন্ন ভোজন করবে। হে রাজেন্দ্র ভোজন করে সংযত হয়ে রাত্রে শয়ন করবে। প্রভাতকালে ব্রাহ্মণগণকে হিরণময় গোপদ দান করে গোনাথ গরুড়ধ্বজ গোবিন্দের কাছে ক্ষমা গন করবে। গোমাতার ন্যায় গোবর্ধনেরও অচনা করবে। ভগবান্ অচ্যুতকে প্রণাম জানাবে। এই ব্রতের ফলশ্রুতি শ্রবণ কর।।৭-১১।।

গোভক্তো গোব্রতং কৃত্বা শক্ত্যা চ গোষ্পদম্।। সৌভাগ্যং রূপলাবন্যং প্রাপ্নোতি পৃথিবীতলে।।১২।। গোতনকাকুলং গেহং গোকুলং চ সমাসতঃ। ধনধান্য সমোপেতশালীক্ষুর সমৃদ্ধিমান্।।১৩।। সন্তানং পূজিতং লব্ধা ততঃ স্বর্গেহমরো ভবেৎ। দ্বিব্যরূপধরঃ অম্বী দিব্যালংকার ভূষিতঃ।।১৪।। গন্ধৈগীতবাদ্যেন সেব্যমানোহ স্পরোগনৈঃ। দিব্যং যুগশতং ছিত্ত্বা ততো বিষ্ণুপুরং ব্রজেৎ।।১৫।। যো গোপদব্রতমিদং কুরুতে ত্রিরাত্রংগা। গা বৈ প্রপূজয়তি গোরসপূজনাচ্চ। গোবিন্দমাদিপুরুষং প্রণতঃ সবিত্রামালোক। মুত্তমমুপৈতি গবাং পবিত্রম্।।১৬।।

গোভক্ত তা ভক্তিভাবের দ্বারা গোমাতার শক্তিতে পৃথিবীতে পরম সৌভাগ্য ও রূপ লাবণ্য লাভ করেন। গোবৎস সমাকুল গৃহ ধন-ধান্য-ইত্যাদিও লাভ করেন। সন্তানাদি লাভ করে স্বর্গে অমরত্ব লাভ করে। দিব্যরূপ ও দিব্যভূষণে ভূষিত হয়। সেখানে গন্ধর্বের দ্বারা গীতবাদ্য পরিবেশিত হয় এবং অপ্সরাগণ তার সেবা করেন। দিব্যশতযুগ সেখানে যাপন করে মানব বিষ্ণুপুরে গমন করে।।১২-১৫।।

যে ব্যক্তি ত্রিরাত্র গোপদ ব্রত পালন করেন, গাভীপূজনাদি পূর্বক ভগবান্ গোবিন্দকে প্রণাম নিবেদন করেন তিনি সাবিত্রী লোকে উত্তমপদ প্রাপ্ত হন।।১৬।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন