অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। অক্ষয় তৃতীয়া ব্ৰতস্য মাহাত্ম্য।।

বহুনাত্র কিমুক্তেন কিং বহুক্ষরমালয়া। বৈশাখস্য সিতামেকাং তৃতীয়াং শৃণু পান্ডব।।১।। স্নানং দানং জপোহোমঃ স্বাধ্যায়ঃ পিতৃতর্পণম্। যদস্যাং ক্রিয়তে কিঞ্চিৎসর্বং স্যাত্তদিহাক্ষয়ম্।।২।। আদৌ কৃতযুগস্যেয়ং যুগাদিস্তেন কথ্যতে। সর্বপাপ প্রশমনী সর্বসৌখ্যপ্রদায়িনী।।৩।।

।। অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য।।

শ্রীকৃষ্ণ বললেন, হে পান্ডব, অধিক কথন, অক্ষর মালা প্রয়োগ নিষ্প্রয়োজন। এখন বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথির কথা শ্রবণ কর। স্নান দান জপ হোম স্বাধ্যায় পিতৃতর্পণ ইত্যাদি এই তিথিতে করলে তা অক্ষয় হয়।।১-২।।

শাকলে নগরে কশ্চিদ্ ধৰ্মনামাভবদ্ বনিক্। প্রিয়ংবদঃ সত্যরতো দেবব্রাহ্মণপূজকঃ।।৪।। তেন শ্রুতং বাচ্যমানং তৃতীয়ারোহিনী পুরা। যদা স্যাদবধুসংযুক্তা তদা সাচ মহাফলা।। ৫।। তস্যাং যদ্দীয়তে কিঞ্চিতৎসর্বং চাক্ষয়ং ভবেৎ। ইতি শ্রুত্বা স গংগায়াং সন্তপ্য পিতৃদেবতাঃ।।৬।। গৃহমাগত্য করকান্ সান্নানুদকসংযুতান্। অম্বুপূর্ণান্ গৃহে কুম্ভান্ ক্ৰমান্নিঃ শেষতস্তদা।।৭। যবগোধূমচণক সক্তদধৌধনং তথা। ইক্ষুক্ষীরবিকারাংশ্চ সহিরন্যাংশ্চ শক্তিতঃ।।৮।। শুচি শুদ্ধেন মনসা ব্রাহ্মনেভ্যো দদৌ বণিক্। ভার্যয়া বামমানোপি কুটুম্বাসক্তচিন্তয়া।।৯।। তাবৎ স চ স্থিতঃ সত্ত্বে মত্বা সর্বং বিনশ্বরম্। ধর্মার্থকাম শক্তস্তু কালেন বহুনা ততঃ।।১০।। জগাম পঞ্চত্বসসৌ বাসুদেবং স্মরন্ মুহুঃ। ততঃ স ক্ষত্ৰিয়ো জাতঃ কুশবত্যাং নরেশ্বরঃ।।১১।। বভূব চাক্ষয়া তস্য সমৃদ্ধি ধর্মনির্জিতা। ইষাজ স মহাযজ্ঞৈঃ সমাপ্তবরদক্ষিনৈঃ।।১২।।

এই তিথি কৃতযুগ আরম্ভের দিন। তাই এই তিথি সকলপ্রকার পাপ প্রশমনকারী ও সৌখ্য প্রদানকারী। শাকলনগরে ধর্ম নামক কোনো এক বণিক ছিল। তিনি ছিলেন সত্যবাদী ও প্রিয়ভাষী। দেব তথা ব্রাহ্মণ পূজনকারী। তিনি শ্রবণ করেছিলেন যে রোহিনী নক্ষত্রযুক্ত ও বুধবার যুক্ত তৃতীয়া তিথি মহাফল দানকারী। সেদিন যা কিছু দান করা হয় তা অক্ষয় হয়। সে কথা শুনে তিনি গঙ্গায় গিয়ে দেবগণ ও পিতৃগণকে তর্পণ করলেন। তারপর ব্রাহ্মণকে অন্নজলদান করলেন। যব-গোধূম চনক ছাতু দধি ওদন ইক্ষু ক্ষীর ইত্যাদি পদার্থ হিরণ্য সহিত ব্রাহ্মণকে দান করলেন। নিজ আত্মীয়গণের প্রতি আসক্তচিত্ত তাঁর পত্নী তাঁকে বাধা দিলেন। কিন্তু সকল কিছুই নশ্বর মনে করে তিনি সত্ত্বতে স্থিত ছিলেন। ধর্ম-অর্থ-কামাদি দ্বারা ও বাসুদেবকে স্মরণ করে অবশিষ্ট জীবন ব্যতীত করলেন। এইভাবে তাঁর মৃত্যু হলে তিনি কুশবতী নগরের রাজা রূপে জন্মগ্রহণ করলেন। সেখানেও তিনি দানাদি কর্মের মাধ্যমে আর্ত, দীনজনের দুঃখহরণ করলেন। ভূমি- গো- সুবর্ণাদি দান করে তিনি বৈভব শূন্য হলেন।।৩-১৪।।

দদৌ গোভূহিরন্যাদি দানান্ যস্যামহর্নিশম্। বুভুজে কামতো ভোগান দীনার্তাংস্তপয়জ্ঞনান।।১৩।। তথাপ্যক্ষয়মেবাস্য ক্ষয়ং যাতি ন তদ্ববচনম্। শ্রদ্ধাপূর্বং তৃতীয়ায়াং যদুত্তং বিভবং বিনা।।১৪।। এতদ্‌তং ময়াখ্যাতং ক্রয়তামত্র যো বিধিঃ। উদকুম্ভান্ সকরকান্ স্নানসর্বরসৈযুতান্।।১৫।। গ্রৈস্মিকং সর্বমেবাত্র সস্যদানং প্রশস্যতে। ছত্রোপানৎ প্রদানং চ গোভূকাঞ্চনবাসসাম্।।১৬।। যচ্ছদিষ্টতমং চান্যত্তদ্দেয়মবিংশকয়া। এতত্তে সর্বসাখ্যাতং কিমন্যচ্ছোতুমিচ্ছসি।।১৭।।। অনাক্ষ্যেয়ং ন মে কিঞ্চিদস্তি স্বস্ত্যস্ত তেহনঘ।।১৮।। অস্যাং তিথৌ ক্ষয়মুপৈতি হুতং ন দত্তং তেনাক্ষয়া। চ মুনিভিঃ কথিতা তৃতীয়া। উদ্দিশ্য যৎসুরপিতৃক্রিয়তে মনুষ্যেস্ত। চ্চাক্ষয়ং ভবতি ভারত সর্বমেব।।১৯।।

ভগবান্ শ্রীকৃষ্ণ এবার বললেন, জলপূর্ণ করযুক্ত কুম্ভ স্নানপূর্বক দান করবে। গ্রীষ্মকালের উপযোগী সবকিছু তথা শস্য দান করবে। ছত্র, উপানত, গো, ভূমি, সুবর্ণ, বস্ত্র ইত্যাদি দান করবে। ইষ্টতম সকল পদার্থ ও অন্যান্য সকল দান করবে। হে অনঘ সকল কিছুই আমি বললাম। তোমার কল্যাণ হোক। এই তিথিতে দান ক্রিয়া অক্ষয় তাই মুনিগণ এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলেছেন।।১৫-১৯।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন