হোমাবসানে ষোড়শোপচার বর্ণন

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। হোমাবসানে ষোড়শপচারবর্ণনম্।।

।। হোমাবসানে ষোড়শোপচার বর্ণন।।

এই অধ্যায়ে নিত্য ও নৈমিত্তিক হোমাবসানে ষোড়শোপচার বর্ণনা করা হয়েছে।।

নিত্যনৈমিত্তিকং চৈব যাগাদৌ চ সমাপ্তকে। হোমাবসানে প্রজপেদুপচারাংঞ্চ ষোড়শ।।১।।

শ্ৰী সূতজী বললেন, যাগাদি সমাপ্ত হলে নিত্য ও নৈমিত্তিক জপ করবে এবং হোমাবসানে ষোড়শোপচারের দ্বারা জপ করা উচিৎ।।১।।

দদ্যাৎ সমীরণং পশ্চাৎ পীঠপূজাং সমাচরেৎ। গৃহীত্বা রক্তপুষ্পং চ ধ্যায়েদ্বহ্নি যথাবিধি।।২। ইষ্টং শক্তিস্বস্তিকাভীতি মুচ্চৈদীঘৈদোভিধারয়ন্তং বরাত্তম। হেমাকল্পং পদ্মসংস্থং ত্রিনেত্র ধ্যায়ে বহ্নি বদ্ধমৌলিং জটাভিঃ।।৩।। পূর্বাদিদ্বারদেশে কামদেবং শতক্রতুম্। বরাহং যন্মুখং চৈব গন্ধাদ্যৈঃ সাধু পূজয়েৎ।।৪।। আবাহ্য স্থাপয়েৎ পশ্চাদষ্টো মুদ্রাঃ প্ৰদশয়েৎ। দত্ত্বাসনং স্বাগতং চ দদ্যাৎপাদ্যাকিত্রয়ম্।।৫।। অতঃ পূর্বাদিপাত্রে, মাবতা চ হুতাশনম্। সুবর্নবর্নমমলং সমিদ্ধং সর্বতোমুখম্।।৬।। মহোদবং মহাজিহুমাকাশেত্বেন পূজয়েৎ। তারকাদীন সমাপ্তে চ গন্ধৈঃ পুষ্পেঃ পৃথগবিধৈঃ।।৭।।

পবন পূজা করে পশ্চাতে পীঠ পূজা করবে। এরপর রক্ত পুষ্প গ্রহণ করে অগ্নির যথাবিধি ধ্যান করবে।।২।।

অগ্নিদেবের ধ্যান হল এইরূপ–অগ্নিদেব তাঁর দীর্ঘ হস্তে ইষ্ট, শক্তি, স্বস্তিক এবং অভীতি ধারণ করে আছেন। বরদানকারী, স্বর্ণ দ্বারা সজ্জিত, পদ্মাসন, ত্রিনেত্রযুক্ত এবং বদ্ধমৌলি অগ্নিদেবের ধ্যান করা উচিৎ।।৩।।

পূর্বাদি দিবা সকলের মধ্যে কামদেব, শতক্রতু, বরাহ, যন্মুখ প্রমুখ দেবগণকে গন্ধাদি দ্বারা পূজা করা উচিৎ।।৪।।

প্রথমে আবাহন করে পরে তাঁদের স্থাপনা করে, পুনরায় অষ্টমুদ্রা প্রদর্শন করা কর্তব্য। আসন ও স্বাগত জানিয়ে অর্ঘ্যপাদ্য ও আচমনীয় তিন দেবতাকে প্রদান করবে।। ৫।।

এই জন্য পূর্বাদি পাত্রে সুবর্ণবর্ণের অমল হুতাশন সর্বতোমুখ সমিদ্ধ মহোদর এবং মহাজিহ্বা অগ্নিদেবকে আকাশত্বের দ্বারা পূজন করতে হবে এবং নানাবিধ গন্ধ ও পুষ্পের দ্বারা তারকাদির পূজাও করতে হবে।।৬-৭।।

তত্রৈব জিহ্বাস্ত্রিবিধা ধ্যায়েন মন্ত্র পুরঃসরা। বক্ষ মাত্ৰেন মন্ত্ৰেন উপচারৈরনন্তরম্।।৮।। ত্বমাদি সর্বভূতানাং সংসারার্ণবতারকঃ। পরমজ্যোতীরূপস্তুমাসনং সফলী কুরু।।৯।। দদ্যাদাসনমেতেন পুষ্পগুচ্ছয়েন তু। পুটাজ্ঞলিং ততো বদ্ধা প্‌চ্ছেৎ কুশলপূর্বকম্।।১০।। বৈশ্বানর নমস্তেহস্ত নমস্তে হব্যবাহন। স্বাগতং তু সুরশ্রেষ্ট শান্তি কুরু নমোহস্তুতে।।১১।। নমস্তে ভগবন দেব আপোনরায়নাত্মক সর্বলোকহিতার্থায় পাদ্যং চ প্রতিগৃহ্যতাম্।।১২।। নারায়ন পরং ধাম জ্যোতীরূপ সনাতন। গৃহাণাধ্যং ময়া দত্তং বিশ্বরূপ নমোহস্তু তৈ।।১৩।।

সেখানে তিনপ্রকার জিহ্বামন্ত্র অগ্রে ধ্যান করতে হবে। পূর্বে বর্ণিত মন্ত্রের দ্বারা ধ্যান করবে এবং এরপর উপাচারের দ্বারা ধ্যান করবে।।৮।।

এরপর অগ্নিদেবের উদ্দেশ্যে বলবে, হে অগ্নিদেব আপনি সমস্ত প্রাণীদের আদি স্বরূপ এবং এই সংসার সাগরের পারকারী। আপনি পরমজ্যোতি স্বরূপ। আপনি কৃপাপূর্বক এই আসন সফল করুন। এই মন্ত্রে অগ্নিদেবকে আসনদান পূর্বক পুষ্পের দ্বারা তিনবার পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক কুশল জিজ্ঞাসা করতে হবে।।৯-১০।।

হে বৈশ্বানর, হে হব্যবাহন, আপনাকে প্রণাম জানাই। হে সুরশ্রেষ্ঠ, আপনাকে, স্বাগত। আপনি শান্তিবিধান করুন।।১১।।

হে ভগবান্, হে দেব, হে ভগবান্, আপনি নারায়ণাত্মক। আপনি সমস্ত লোকের হিতের জন্য এই পাদ্য গ্রহণ করুন।।১২।।

হে জ্যোতি স্বরূপ, হে সনাতন, আপনার নারায়ণপর। আপনি আমার দ্বারা সমর্পিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনার প্রতি আমার প্রণাম স্বীকার করুন।।১৩।

জগদাদিত্যরূপেন প্রকাশয়তি যঃ সদা। তস্মৈ প্রকাশরূপায় নমস্তে জাতবেদসে।। ১৪।। ধনজ্ঞয় নমস্তেহস্তু সর্বপাপপ্ৰনাশন। স্থানীয়ং তে ময়া দত্তং সর্বকামার্থ সিদ্ধয়ে।।১৫।। তিাশনং মহাবাহো দেবদেব সনাতন। শরণং তে প্রযচ্ছামি দেহি মে পরমং পদম্।।১৬।। জ্যোতিযাং জ্যোতীরূপস্তুমনাদিনিধনাচতে। ময়া দত্তমলং কারমলং কুরু সমোস্তু তে।।১৭।। দেবীদেবা মুদং যান্তি যস্য সম্যবং সমাগমাৎ। সর্বদোষোপশান্তয়র্থং গন্ধোহয়ং প্রতিগৃহ্যতাম্।।১৮।। ত্বং বিষ্ণুস্ত্বং হি ব্ৰহ্মা চ জ্যোতিষাং গতিরীশ্বর। গৃহান পুষ্পং দেবেশ সানুলেপং জগদভবেৎ।।১৯।। যিনি সদা আদিত্য স্বরূপ এই জগতকে প্রকাশিত করেন, সেই প্রকাশরূপ জ্যোতিকে আমার প্রণাম।।১৪।।

হে ধনঞ্জয়, হে সর্বপাপনাশকারী আপনাকে আমার প্রণাম। সর্বকামনা সিদ্ধির জন্য এই স্নানীয় আপনাকে সমর্পিত করছি।।১৫।।

হে হুতাশন, হে মহাবাহো, হে দেবদেব, হে সনাতন, আমি আপনার শরণ গ্রহণ করছি। আপনি আমাকে পরমপদ প্রদান করুন।।১৬।।

হে অনাদি নিধনচ্যুত, আপনি জ্যোতির জ্যোতিস্বরূপ। মৎ প্রদত্ত এই অলংকার গ্রহণ করে অলংকৃত হোন। আপনাকে আমার প্রণাম।।১৭।।

যাঁর সমাগমে দেব-দেবীগণ প্রসন্নতা প্রাপ্ত হন, সমস্ত দোষের উপশান্তিকারী অগ্নিদেব এই গন্ধ গ্রহণ করুন।।১৮।।

হে ঈশ্বর, আপনি বিষ্ণু, ব্রহ্মা এবং আপনি জ্যোতির গতি। হে দেবেশ এই পুষ্প গ্রহণ যাতে এই জগৎ সানুলেপন হয়ে যায়।।১৯।।

দ্বেবতানাং পিতৃনাং চ সুখমেকং সনাতনম্। ধূপোহয়ং দেবদেবেশ গৃহ্যতাং মে ধনজ্ঞয়।।২০।। ত্বমেকং স্বভূতেষু স্থাবরেষু চরেষু চ। পরমত্মা পরাকারঃ প্রদীপঃ প্রতিগৃহ্যতামা।।২১।। নমোহস্তু যজ্ঞপতয়ে প্রভবে জাতবেদসে। স্বলোকহিতার্থায় নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম্।।২২।। দৃতাসন নমস্তুভ্যং নমস্তে রূক্মবাহন। লোকনথ নমস্তে হস্ত নমস্তে জাতবেদসে।।২৩।। ইত্যানেনতু মন্ত্রেণ দদ্যাদ্দিব্যেহপ্যধীতকম্। সর্বস্বং যজ্ঞসূত্রং চ পরমান্নং সমাক্ষিকম।।২৪।।

হে দেবেশ, হে ধনঞ্জয়, দেবতাও পিতৃগণকে সুখপ্রদানকারী এই সনাতন ধূপ গ্রহণ করুন।।২০।।

এই প্রাণীসকলের মধ্যে স্থাবর ও জঙ্গম যাই হোক না কেন আপনিই এক পরমাত্মা ও পরাকার। আপনি আমার দ্বারা নিবেদিত এই প্রদীপ গ্ৰহণ করুন।।২১।

হে যজ্ঞপতি প্ৰভু জাতবেদা আপনাকে আমার প্রণাম। আপনি সমস্ত লোকের হিত সম্পাদনকারী আমার এই নৈবেদ্য গ্রহণ করুন।।২২।।

হে হুতাশন, আপনাকে আমার প্রণাম। হে রুক্মবাহন, আপনাকে আমার নমস্কার। হে ত্রিলোকপতি আপনাকে আমার নমস্কার। হে জাতবেদা আপনি আমার প্রণাম গ্রহণ করুন।।২৩।।

এই প্রকার মন্ত্রের দ্বারা দিব্যতে অধীতক দেওয়া উচিৎ। সর্বস্ব এবং যজ্ঞসূত্র এবং সাক্ষিকের সহিত পরমান্ন সমর্পিত করা উচিৎ।।২৪।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন