তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। তোতাদরীস্থবোপ দেববৃত্তান্ত বর্ণনম্।।

তীতাদর্যাং দ্বিজা কশিদ্বোপদেব ইতি শ্রুতঃ। বভূব কৃষ্ণ ভক্তশ্চ বেদবেদাংগ পারগঃ।।১।। গত্বা কৃদাবশং রম্যং গোপগোপীনিষেবিতম্। মনসা পূজয়ামাস দেব দেবং জনাৰ্দ্দনম্।।২।। বর্ষান্তে চ হরি সাক্ষাদ্দদৌ জ্ঞানমুত্তমম্। তেন জ্ঞানেন সংগ্রাসাহাদি ভাগবতী বাথা।।৩।। শুকেন বণিতা যা বৈ বিযুত্তরা তায় ধীমতে। তাং কথাং বর্ণয়অমাস মোক্ষমূর্তিং সনাতনীম্।।৪।।

।। তোতাদরীস্থবোপ দেববৃত্তান্ত বর্ণন।।

এই অধ্যায়ে তোতাদরীস্থবোপ দেববৃত্তান্ত বর্ণিত হয়েছে।

সূতজী বললেন তোতাদরীতে বোপদেব নামক কোনো এক দ্বিজ ছিলেন। তিনি ছিলেন কৃষ্ণের পরমভক্ত ও বেদাঙ্গ পরায়ণ গোপ-গোপিনী নিষেবিত পরম বৃন্দাবনে গিয়ে ভগবান্ হরির পূজন করেন। একবর্ষ পরে ভগবান্ স্বয়ং তাকে জ্ঞান প্রদান করেন। শুকদেব প্রথমে পরীক্ষিতকে যা বলেছিলেন সেই মোক্ষমূর্তি সনাতনী ভাগবৎ কথা তিনি জ্ঞাত হন।।১-৪।।

বাথ্যান্তে ভগবানবিষ্ণু প্রাদুরাসী জনার্দনঃ। উবাচ স্নিগ্ধয়া বাচা বরং ব্রুহি মহামতেঃ।।৫।। নমস্তে ভগবানবিষ্ণো লোকানু গ্রহকারকম্। ত্বয়া ততমিদং বিশ্বং দেবতিযঙ্ নরাদিকম্।।৬।। ত্বন্নাম্না দত্তং ভাগবতং শ্রীমদ্বয়াসেন নির্মিতম্। মাহাত্ম্যং তস্য মে ব্রূহি যদি দত্তো বরস্ত্বয়া।।৭।। একদা ভগবারুদ্রো ভবান্যা সহ শংকর।।৮।। বৌদ্ধরাজ্যে জগৎ প্রাপ্তে দন্ড খন্ডনির্মিতে। দৃষ্টা কাশ্যাং ভূমিতুংগং প্রণনাম্‌ মুদাযুতঃ জয় সচ্চিদান্দ বিভো জগদানন্দ কারক।।৯।। ইতি শ্রুত্বা শিবা প্রাহ কো দেবোঽস্তি তবোত্তমঃ। স হোবাচ মহাদেবি যজ্ঞঃ সপ্তাহ মত্ৰবৈ।।১০।। তস্থাদ ভূমি পবিত্রত্বমিহ প্রাপ্তং বরাননে। স্বতীর্থাধিকত্বং চ স্বয়ং ব্রহ্ম সনাতনম্।।১১।। ইতি শ্রুত্বাশিবা দেবী প্রাপ্তাসীদ্ গুহ্যকালয়ম্। রুদ্রেণ সহিতাতত্র ভূমিশুদ্ধি মগরয়ৎ।।১২।। চন্ডীশাস্ত্রং গণেশাশ্চ নন্দিনো গুহ এব চ। রক্ষার্থং স্থাপিতাস্তত্র দেবদেবেন ভো দ্বিজ।।১৩। শৃণু দেবি কথাং রম্যাংমম মানস সংস্থিতাম্। ইত্যুক্ত্বা ধ্যানমাস্থায় সপ্তাহে স্ববৰ্ণয়ৎ।।১৪।। অষ্টাহ নেত্র উনমীল্য দৃষ্ট্বা নিদ্রাতাং শিবাম্। বোধয়ামাস ভগবান্ কথান্তে লোকশংকরঃ।।১৫।। কিয়তীতে শ্রুতা গাথা শ্ৰুত্বাহ জগদম্বিকা। সুধামনহ পার্থন্তং চরিত্রং শিবয়েরিত ম্।।১৬।। কোট রস্থঃ শুবাঃ শ্রুত্বা চিরংজীবত্বমাগতঃ। পার্বত্যা রক্ষিতোষ্ঠৈ বৈ শুরুঃ পরম সুন্দর।। ১৭।। স্থিত্বা শিবস্য সদনে মম ধ্যানপরোহ ভবৎ। মমাজ্ঞায়া শুকঃ সাক্ষাত্ত্বদীয় দয়স্থিতঃ।।১৮।। তেন প্রাপ্তং বাগবত্তং মাহাত্ম্যং চাস্য দুর্লভম্। ত্বং বৈ গন্ধর্বসেনায় পিত্রে বিক্রমভূপতেঃ।। ১৯।।

কথান্তে শ্রীহরি প্রাদুর্ভূত হয়ে বর দিলেন। বোপদেব তাঁকে প্রণাম করে ভাগবৎ মাহত্ম্য বর্ণনা করতে অনুরোধ করেন।।৫-৭।।

শ্রীভগবান্ বললেন–একবার ভগবান্ শংকর ভবানীর সাথে কাশীতে ভূমিতুঙ্গকে দেখে আনন্দ পেলেন। তিনি সানন্দে প্রণাম করে বলল, হে সচ্চিদানন্দ হে বিভু, হে জ্ঞাদানন্দ আপনার জয় হোক। আপনার থেকে উত্তর কোণ দেবতা আছেন। প্রত্যুত্তরে মহাদেব বললেন–এখানে সপ্তাহ যজ্ঞ হয়েছিল সেই কারণে এই ভূমি পবিত্র। হে বরাননে, স্বয়ং সনাতন ব্ৰহ্ম সমস্ত তীর্থের অধিক। তা শ্রবণ করে শিবাদেবী গুহ্যকালয় প্রাপ্ত হলেন। তিনি ভূমি শুদ্ধ করে তার রক্ষার জন্য চন্ডীশ, গণেশ, নন্দিন ইত্যাদি সকলকে স্থাপন করলেন। তারপর বললেন–আমার মনস্থিত এক পরম রম্য কথা শ্রবণ কর। তারপর ধ্যান পরায়ণ হয়ে ৭দিন ধরে বর্ণনা দিয়েছিলেন। ৮ দিনে নেত্র উন্মোচন করে দেখলেন শিবা নিদ্রামগ্না হয়েছেন। কথাতে তিনি শিবাদেবীকে প্রবুদ্ধ করেন।।৮-১৫।।

পার্বতী কত পর্যন্ত কথা শ্রবণ করেছেন তা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে তিনি সুধামন্থন পর্যন্ত শ্রবণ করেছেন। সেখানে কোবরস্থিত একটি শুক সেই কথা শ্রবণ করে চিরজীবত্ব প্রাপ্ত হল। পার্বতী দেবী সেই সুন্দর শুককে রক্ষা করলেন। শিবা সদনে থেকে সে ধ্যান পরায়ণ হল। শিবাদেবীর আদেশে দুর্লভ ভাগবৎ কথা নর্মদাতীরে বিক্রম ভূপতির পিতা গন্ধর্ব সেনকে শ্রবণ করালেন।।১৬-১৯।।

নর্মদাকূলমাসাদ্য স্রাবয়স্বং কথাং শুভাম্। হরিমাহাত্ম্যদানং হি স্বদান পরং স্তুতম্।।২০।। সৎ পাত্রায় প্রদাতব্যং বিষ্ণুত ভক্তায় ধীমতে। বুভুক্ষিতান্নদানং চ তদ্দানস্য সমং ন হি।।২১।। ইত্যু ক্তাংদধে দেবো বোপদেনঃ প্রসন্নধী।।২২।।

এই পরম কথা সৎপাত্রে করা উচিৎ। এই দান ক্ষুধার্তকে অন্নদানের থেকেও শ্রেষ্ঠ। একথা বলে ভগবান্ শ্রীহরি অন্তর্হিত হলেন এবং বোপদেব পরম প্রসন্ন হলেন।।২০-২২।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন