চন্ডিকা দেবী বাক্য বর্ণন

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। চন্ডিকাদেবী বাক্যবৰ্ণন।।

ইন্দুলে স্বর্গসংপ্রাপ্তে তে বীরাঃ শোক কাতরাঃ। শারদাং পূজয়ামাসুঃ সর্বলোকনিবাসিনীম্।।১।। জপ্তা শপ্তশতী স্তোত্রং ত্রিসন্ধ্যং প্রেমভক্তিতঃ। ধ্যানেনানমাপন্নাস্তদা সপ্তশতেহনি।। ২।। সামন্তদ্বিজ পুত্রশ্চ চামুন্ডো নাম বিশ্রুতঃ। সোহষ্টবর্ষবয়া ভূত্বা পূজয়ামাস চন্ডিকাম্।।৩।। দ্বাদশাব্দে ততো জাতে ত্রিচরিত্রস্য পাঠতঃ। পরীক্ষার্থং তু ভক্তানাং সাক্ষামূর্তিত্বমাগতা।।।। কুন্ডকেয়ং চ ভো ভক্তাঃ পূরয়ামি চ তামহম্। যূয়ং তু মনসোপায়ৈ কুরুধ্বং পূরণে মতিম্।।৫।।

।। চন্ডিকা দেবী বাক্য বর্ণন।।

এই অধ্যায়ে চন্ডিকা দেবীর বাক্য বর্ণন করা হয়েছে।

সূতজী বললেন, ইন্দুলের স্বর্গে গমনের পর সমস্ত বীর শোকাতুর হয়ে সর্ব লোক নিবাসী চন্ডিকাদেবীর পূজা করতে লাগলেন।।১।।

ত্রিসন্ধ্যা প্রেম ও ভক্তি কাতর হয়ে সপ্তশতীস্তোত্র জপ করে আনন্দ প্ৰাপ্ত হলেন, সপ্তশত দিবসে সমস্ত দ্বিজের পুত্র অষ্টমবর্ষীয় চামুন্ড চন্ডিকা দেবীর পূজন করতে লাগলেন।।২-৩।।

তার বয়স দ্বাদশবর্ষ হলে সে ভক্তের পরীক্ষার্থে সাক্ষাৎ মূর্তিত্ব প্রাপ্ত হন।। ভক্তগণ, এই কুন্ডিকা আমি পূর্ণ করছি, তোমরাও মনসোপায়ে তা পূর্ণ কর।। ৪-৫।।

সুখখানিস্তু বলবান্‌মদুপুষ্পৈস্তথা ফলৈঃ। কুন্ডিকাং পূরয়ামাস ন পুনৰ্বত্বমুপাগতা। বলখানিস্তথা মাংসে মূলশর্মা তু রক্তকৈঃ।।৬।। দেবকী চ তদা হব্যৈশ্চন্দনাদিভিরচনৈঃ। কুন্ডিকা পূরয়ামাস ন পূর্ণত্বমুপগতা।।৭।। আহ্লাদশ্চৈব সর্বাংগৈরুদয়ঃ শিরসা স্বয়ম্। কুন্ডিকা পুরয়ামাস তদা পূর্ণত্বমাগতা।।৮।। উবাচ বচনং দেবী স্বভত্তপন্ ভক্তবৎসলা। সুখাখানে ভবাীরো ভবিষ্যতি সুরপ্রিয়ঃ।।৯।। বলখানিমহাবীরো দীর্ঘে কালে স মৃত্যুভাক্ মূলশর্মা তু বলবান্নক্তবীজো ভবিষ্যতি।।১০।। দেবকী চ ভবেদ্দেবী চিরকালং স্বলোকগা। একস্তুদে ববৎ প্রোক্তোবলাধিক্যো দ্বিতীয়কঃ।।১১।। নিষ্কামোহয়ং দেবসিংহো মৃতো মোক্ষত্বমাপুয়াৎ। ইত্যুক্ত্বাত্তদর্ধে মাতা তে সৰ্বে তৃপ্তিমাগতাঃ।।১২।।

বলবান্ সুখখানি মধুপুষ্পের দ্বারা এবং ফলের দ্বারা তা পূরণ করলেন কিন্তু তা পূর্ণত্ব প্রাপ্ত হল না, বলখানি মাংসের দ্বারা ও মূলশর্মা রক্তের দ্বারা তা পূরণ করলেও তা পূর্ণত্বপ্রাপ্ত হলনা। দেবকা সেই সময় হব্য দ্বারা ও চন্দনাদি বস্তু দ্বারা কুন্ডিকা পূরণ করলেও তা পূর্ণ হল না। আহ্লাদ নিজ অঙ্গের দ্বারা, উদয়সিংহ স্বয়ং শিবের দ্বারা কুন্ডিকা পূরণ করলেন।।৬-৮।।

ভক্তের প্রীতি ধনকারীদেবী ভক্তগণকে বললেন, হে সুখখানি, তুমি দেবপ্রিয় বীর হবে, মহাবীর বলখানি দীর্ঘসময় জীবন লাভ করে মৃত্যু প্রাপ্ত হবেন। মূলশর্মা বলবান রক্তবীজ হবেন। দেবকী চিরকাল নিজলোকে দেবীরূপে গমন করবেন। আহ্লাদ ও কৃষ্ণাংশ দুইজনেই শ্রেষ্ঠ। তাদের মধ্যে একজন দেবতুল্য এবং অপরজন বলাধিক্য প্রাপ্ত বন। নিষ্কাম দেবসিংহ মৃত্যুর পর মোক্ষত্ব প্রাপ্ত হবেন। একথা বলে মাতা অন্তর্হিত হলে সকলে পরিতৃপ্ত হন।।৯-

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন