ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। ভোজরাজ বংশ্যানেক ভূপাল রাজ্য বর্ণনম্।।

স্বগতে ভোজ রাজে তু সপ্তভূপাস্তদন্বয়ে। জাতাশ্চলপায়ুষো মন্দস্ত্রিশতাব্দান্তরে মৃতাঃ।।১।। বহু ভূপবতী ভূমিস্তেষাং রাজ্যে বভূব হ বীরসিংহশ্চ যো ভূপঃ সপ্তমঃ সংপ্রকীর্তিতঃ।।২।। তদন্বয়ে ত্রিভুপাশ্চ দ্বিশতাবাদান্তরে মৃতাঃ। গংগা সিংহশ্চ যো নৃপো দশমঃ স প্রকীর্তিতঃ।।৩।। কল্পক্ষেত্রে চ রাজ্যং স্বং কৃতাবান্ধ মতো নৃপঃ। অন্তর্বেদ্যাং কান্যক্যুব্জে জয়চন্দ্রো মহীপতিঃ।।৪।। ইন্দ্ৰং প্রস্থেনং গপাল স্তোমরান্বয়সং ভবঃ। অন্যে চ বহবো ভূপা বভূ ভুগ্রাম রাষ্ট্রপাঃ।।৫।। অগ্নিবংশস্য বিস্তারো বভূব বলবত্তরঃ। পূর্বে তু কপিলেস্থানে বাহীকান্তে তু পশ্চিমে।।৬।। উত্তরে চীন দেশান্তে সেতুবন্ধে তু দক্ষিণে। যষ্টিলক্ষাশ্চ ভূপালা গ্রামপা বলবত্তরাঃ।।৭।। অগ্নিহোত্রস্য কর্তারো গোব্রাহ্মণ হিতৈষিণঃ। বভূবু দ্বাপরসমা ধর্মকৃত্যবিশারদাঃ।।৮।। দ্বাপরাখ্যসমঃ কালঃ সর্বত্র পরিবর্ততে। গেহগেহ স্থিতং দ্রব্যং ধর্মশ্চৈব জনে জনে।।৯।। গ্রামে গ্রামে স্থিতো দেবো দেশেদেশে স্থিতোমখঃ আয়ুধর্মকরা ম্লেচ্ছা বভূবুঃ সর্বতো মুখাঃ।।১০।। ইতি দৃষ্ট্বা কলিঘোরো ম্লেচ্ছয়া সহ ভীরুকঃ। নিলাদ্রৌ প্রাপ্য মতিমান্ হরি শরণ মাযযৌ।।১১।। দ্বাদশাব্দমিতে কালে ধ্যান যোগপরোহ ভবৎ। ধ্যানেন সচ্চিদানন্দ দৃষ্ট্বা কৃষ্ণং সনাতনম্।।১২।। তুষ্টা মনসা তত্র রাধয়া সহিতং হরিম্। পুরাণ মজরং নিত্যং কৃন্দাবন নিবাসিনম্।।১৩।। সাষ্টাংগং দন্ডবৎস্বামিন্ গৃহাণ মমচেশ্বর। পাহি মাং শরণং প্রাপ্তং চরণে তে কৃপানিধে।। ১৪।। সর্বপাপহরস্ত্বং বৈ সর্বকালো করো হরিঃ। ভবান্ গৌরঃ সত্যযুগে ত্রেতায়াং রক্তরূপকঃ।।১৫।। দ্বাপরে পীতরূপশ্চ কৃষ্ণত্বং মম দিষ্টকে। মৎপুত্রাশ্চ স্তুতাম্লেচ্ছা আৰ্য্যধর্মত্বামাগতাঃ।।১৬।। চতুর্গেঽহং চ মে স্বামিন দ্যূতং মদ্যং সুবর্ণকম্। স্ত্রী হাস্যং চাগ্নিং বশ্যৈশ্চ ক্ষত্রিয়ৈশ্চ বিনাশিনম্।।১৭।। ত্যক্তদেহস্ত্যক্তকুলস্ত্যরাষ্ট্রো জনার্দন। ত্বৎপাদাম্বুজমাধার স্থিতোহ হং শরণং ত্বয়ি।।১৮।। ইতি শ্রুত্বা স ভগবান্ কৃষ্ণঃ প্রাহ বিহস্যতম্। ভো কলে তব রক্ষার্থং জনিয্যেহং মহাবতীম্।।১৯।। মমাংশো ভূমিমাসাদ্য ক্ষয়িষ্যতি মহাবলান্। ম্লেচ্ছবংশস্য ভূপালান্ স্থাপয়িষ্যতি ভূতলে।।২০।। ইত্যুক্ত্বা ভগবান্ সাক্ষাত্তত্রৈবান্তরধীয়ত। কলিস্ত ম্লেচ্ছয়া সার্ধং পরমানন্দমাপ্তবান্।।২১।।

।। ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন।।

এই অধ্যায়ে ভোজরাজ বংশের অনেক ভূপালগণের রাজত্বের বর্ণনা দেওয়া হয়েছে।

সূতজী বললেন–ভোজরাজের মৃত্যুর পর তাঁর বংশে অল্পায়ু ও মন্দবুদ্ধি রাজগণ তিনশত বৎসর রাজত্ব করেন। বীরসিংহ নামক রাজা হলেন ৭ম নৃপতি। তাঁর বংশের তিনজন রাজা দুইশত বর্ষের মধ্যে মারা যান। দশম রাজা জয়চন্দ্র রাজা হন। ইন্দ্রপ্রস্থে অনঙ্গ পাল তোমর বংশের হন। এ ছাড়া আরও অনেক রাজা গ্রাম রাষ্ট্রপ ছিলেন। অগ্নিবংশের বিস্তার অত্যন্ত হয়েছিল। পূর্বে কপিলস্থানে, পশ্চিমে বাহীকান্তে। উত্তরে চীন দেশে ও দক্ষিণে সেতুবন্ধে ষাটলক্ষ ভূপাল রাজা হন।।১-৭।।

অগ্নিহোত্রকারী, ব্রাহ্মণের হিতকারী ও ধর্মে পন্ডিত রাজগণ দ্বাপর তুল্য ছিলেন। দ্বাপরাখ্য তুল্য কাল সর্বত্র পরিবর্তিত ছিল। ঘরে ঘরে অনেক দ্ৰব্য ও জনে জনে ধর্মচর্চা হতো। গ্রামে গ্রামে দেবালয় প্রতিষ্ঠা ছিল। ম্লেচ্ছগণ সর্বতোমুখ হয়ে আর্যধর্মের অনুসরণ করত। সেই সময় এই অবস্থা দেখে ঘোর কলি ম্লেচ্ছগণের সাথে পরম ভীত হয়ে নীলগিরি পর্বতে ভগবান্ শ্রীহরির শরণ নিলেন। দ্বাদশবর্ষ তিনি ধ্যানযোগে শ্রীরাধাকৃষ্ণের স্তব করলেন। কলি বললেন–হে ঈশ্বর, হে প্রভু, আমার যাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন। আপনার শরণাপন্ন আমাকে রক্ষা করুন। হে সর্বপাপহারী, আপনি সত্যযুগে গৌরবর্ণ, ক্রেতায় রক্তবর্ণ,দ্বাপরে-পীতবর্ণ এবং কলিতে কৃষ্ণবর্ণরূপী, আমার ম্লেচ্ছকপুত্র এখন আর্যধর্মে স্থিত রয়েছে। হে প্ৰভু, দ্যুত, মদ্য, সুবর্ণ ও স্ত্রীহাস্য এই চারটি হল ধর মা অগ্নিবংশের লোকের বিনাশ করেছি।।৮-১৭।।

হে জনার্দন, বর্তমানে আমি কুল, রাষ্ট্র ও দেহ ত্যাগ করতে চলেছি, আমাকে রক্ষা করুন। এই প্রকার আতস্তুতি শ্রবণ করে ভগবান্ সহাস্যে বললেন— আমি তোমার রক্ষার জন্য মহাবতী নগরে জাত হব। আমার অংশ পৃথিবীতে মহাবল ক্ষয়কারী হবে। পুনঃ ম্লেচ্ছ বংশের রাজাদের ভূতলে স্থাপিত করব। একথা বলে শ্রীহরি অন্তর্হিত হলেন। এতে করে কলি পরমানন্দ লাভ করলেন।।১৮-২১।।

এত স্থিন্নন্তরে বিপ্র যথা জাতং শৃনুস্ব তৎ। আভীরী বাকসরে গ্রামে ব্রতপানাম বিশ্রুতা।।২২।। নবর্গাব্রতং শ্রেষ্ঠং নব বর্ষং চকার হ। প্রসন্না চন্ডিকা প্রাহ পরং বরয় শোভনে।।২৩।। সাহ তাং যদি মে মাতবরো দেয়স্তুয়েশ্বরি। রামকৃষ্ণ সমৌ বালৌ ভবেয়াতাং মমান্বয়ে।।২৪।। তথেত্যুক্ত্বা তু সা দেবী তত্রৈবান্তরধীয়ত। বসুমান্নাম নৃপতিস্তস্যা রূপেণ মোহিতঃ।।২৫।। উদ্বাহ্য ধর্মতো ভূপঃ স্বগেহে তামবাসয়ৎ। তস্যাং জাতৌ নৃপাৎ পুত্রৌ দেশরাজস্তু তদ্বরঃ।।২৬।। আবায়ো বৎসরাজশ্চ শতহস্তি সমো বলে। জিত্বা তৌ মাগধান্ দেশান্ রাজ্যবন্তৌ বভূবতুঃ।।২৭ শতয়ত্তঃ স্মৃতো ম্লেচ্ছঃ শরো বনরসাধিপঃ। তৎপুত্রো ভীমসেনাংশো বীরনো ভূচ্ছিবাজ্ঞয়া।। ২৮।। তাল বৃক্ষ প্রামানৈন চোধ্ববেগোহি তস্য বৈ। তালনো নাম বিখ্যাতঃ শতয়ত্তেন বৈ কুতঃ।।২৯।। তাভ্যাং নৃপাভ্যান্ত দ্যুদ্ধমভবল্লোমহর্ষণম্। যুদ্ধেন হীনতাং প্রাপ্তস্তালনো বলবত্তরঃ।।৩০।। তদা মৈত্রী কৃতা তাভ্যাং তালনেন সমন্বিতা। জয়চন্দ্রপরীক্ষার্থে ত্রয়ঃ শূরাঃ সমাযযুঃ।।৩১।।

হে বিপ্র, ইতিমধ্যে বাক্‌সর গ্রামে ব্রতপা নামক আভীরী ছিলেন। তিনি পরমশ্রেষ্ঠ নবদুর্গা ব্রত নয় বৎসর ধরে করেছিলেন। দেবিকা চন্ডিকা খুশি হয়ে তাকে বর দেন। সে কন্যা দেবীর কাছে রামকৃষ্ণ তুল্য পুত্র প্রার্থনা করেন। একথা বলে দেবী ‘তাই হোক’ বলে অন্তর্হিত হন। বসুমান্ নামক একরাজা তার রূপে মুগ্ধ হন। সেই রাজা তাকে বিবাহ করেন ও তাঁদের দুই পুত্র লাভ হয়। দেশরাজ ও বৎসরাজ। তারা মগধ দেশ জয় করে রাজত্ব করতে থাকেন। বনরসাধিপ শরযত্তের পুত্র ভীম সেনের অংশ বীরন জাত হন। তিনি পরে তালন নামে বিখ্যাত হন। সেই দুই রাজা মহাযুদ্ধ করেন।

বলবান্ তালন যুদ্ধে পরাজিত হন। তখন তারা মৈত্রীসূত্রে আবদ্ধ হন। তারা তিনজন হয় চন্ডের পরীক্ষার জন্য এসেছিলেন।।২২-৩১।।

সকল অধ্যায়

১. কথা প্রস্তাবনা
২. সৃষ্টি বর্ণন
৩. সর্বসংস্কার বর্ণন
৪. সাবিত্রী মাহাত্ম্য
৫. স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬. তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭. চতুর্থী কল্প বর্ণন
৮. পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯. ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০. ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১. ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২. সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩. সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪. আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫. রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬. সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭. সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮. আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯. সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০. ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১. বিবাহ বিধি বর্ণন
২২. স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩. স্ত্রীধর্ম বর্ণন
২৪. ধর্ম স্বরূপ বর্ণন
২৫. ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬. পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭. পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮. বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯. হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০. যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১. স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২. ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩. গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪. আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫. কুন্ড সংস্কার বর্ণন
৩৬. বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭. সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮. ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯. দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০. ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১. ম্লেচ্ছবংশ বর্ণন
৪২. আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩. কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪. পদ্মাবতী কথা বর্ণন
৪৫. মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬. সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭. সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮. সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯. শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০. সাধু বণিক কথা বর্ণন
৫১. সাধু বণিক কারাগার মুক্তি
৫২. পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩. তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪. পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫. জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬. ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭. শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮. ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯. জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০. সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১. ইন্দ্রের ঘোটকীদান
৬২. কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩. মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪. কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫. পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬. জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭. চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮. বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯. ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০. হংসপদ্মিনী বর্ণন
৭১. ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২. চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩. মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪. কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫. সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬. ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭. অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮. শুক্ল বংশ চরিত্র
৭৯. পরিহর ভূপ বংশ বর্ণন
৮০. ভগবতারাদিবৃত্তান্ত
৮১. দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২. চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩. রামানুজোৎপত্তিবর্ণন
৮৪. কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫. চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬. আকবর বাদশাহ বৰ্ণন
৮৭. কিল্কিলার শাসক বর্ণন
৮৮. মঙ্গলাচরণ
৮৯. ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০. সাংসারিক জীবনের দোষ
৯১. অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২. অধর্ম ও পাপের ভেদ
৯৩. শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪. শকট ব্রত মাহাত্ম্য
৯৫. তিলক ব্রত মাহাত্ম্য
৯৬. অশোক ব্রত মাহাত্ম্য
৯৭. বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮. যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯. অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০. গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১. হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২. ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩. অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪. বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫. গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন