অসাবধান

রবীন্দ্রনাথ ঠাকুর

 আমায় যদি মনটি দেবে দিয়ো , দিয়ো মন— মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ । খোলা আমার দুয়ারখানা , ভোলা আমার প্রাণ— কখন যে কার আনাগোনা নইকো সাবধান । পথের ধারে বাড়ি আমার , থাকি গানের ঝোঁকে— বিদেশী সব পথিক এসে যেথা - সেথাই ঢোকে । ভাঙে কতক , হারায় কতক যা আছে মোর দামি— এমনি ক'রে একে একে সর্বস্বান্ত আমি । আমায় যদি মনটি দেবে দিয়ো , দিয়ো মন— মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ । আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই , কিছুর তরে আমায় কিন্তু কোরো না কেউ দায়ী । ভুলে যদি শপথ ক'রে বলি কিছু কবে , সেটা পালন না করি তো মাপ করিতেই হবে । ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ কোরো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে । কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা , কোনো দিন বা শূন্য থাকে— মিথ্যা সে দোষ ধরা । আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই , কিছুর তরে আমায় কিন্তু কোরো না কেউ দায়ী । আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে , দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে । দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি , কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসিরাশি । প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে , মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে । যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিয়ো , আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিয়ো । আমায় যদি মনটি দেবে , রাখিয়া যাও তবে— দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন