পরামর্শ

রবীন্দ্রনাথ ঠাকুর

সূর্য গেল অস্তপারে— লাগল গ্রামের ঘাটে আমার জীর্ণ তরী । শেষ বসন্তের সন্ধ্যা - হাওয়া শস্যশূন্য মাঠে উঠল হাহা করি । আর কি হবে নূতন যাত্রা নূতন রাণীর দেশে নূতন সাজে সেজে ? এবার যদি বাতাস উঠে তুফান জাগে শেষে , ফিরে আসবি নে যে । অনেক বার তো হাল ভেঙেছে , পাল গিয়েছে ছিঁড়ে ওরে দুঃসাহসী । সিন্ধুপানে গেছিস ভেসে অকূল কালো নীরে ছিন্ন - রশারশি । এখন কি আর আছে সে বল ? বুকের তলা তোর ভরে উঠছে জলে । অশ্রু সেঁচে চলবি কত— আপন ভারে ভোর তলিয়ে যাবি তলে । এবার তবে ক্ষান্ত হ রে ওরে শ্রান্ত তরী , রাখ্‌ রে আনাগোনা । বর্ষশেষের বাঁশি বাজে সন্ধ্যা - গগন ভরি , ওই যেতেছে শোনা । এবার ঘুমো কূলের কোলে বটের ছায়াতলে ঘাটের পাশে রহি , ঘটের ঘায়ে যেটুকু ঢেউ উঠে তটের জলে তারি আঘাত সহি । ইচ্ছা যদি করিস তবে এ পার হতে পারে যাস রে খেয়া বেয়ে । আনবে বহি গ্রামের বোঝা ক্ষুদ্র ভারে ভারে পাড়ার ছেলেমেয়ে । ও পারেতে ধানের খোলা এই পারেতে হাট , মাঝে শীর্ণ নদী— সন্ধ্যা সকাল করবি শুধু এ - ঘাট ও - ঘাট ইচ্ছা করিস যদি । হায় রে মিছে প্রবোধ দেওয়া , অবোধ তরী মম আবার যাবে ভেসে । কর্ণ ধরে বসেছে তার যমদূতের সম স্বভাব সর্বনেশে । ঝড়ের নেশা ঢেউয়ের নেশা ছাড়বে নাকো আর , হায় রে মরণলুভী ! ঘাটে সে কি রইবে বাঁধা , অদৃষ্টে যাহার আছে নৌকাডুবি ! 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন