বোঝাপড়া

রবীন্দ্রনাথ ঠাকুর

 মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে । কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে , কেউ বিকিয়ে আছে , কেউ বা সিকি পয়সা ধারে না যে , কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারো ভাই , কতকটা এ ভবের গতিক— সবার তরে নহে সবাই । তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি , তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি , মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম— তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে । অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে , জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে , মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে— তাই নিয়ে কি সবার সঙ্গ ঝগড়া করে মরতে হবে ? ভেসে থাকতে পার যদি সেইটে সবার চেয়ে শ্রেয় , না পার তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেয়ো । এটা কিছু অপূর্ব নয় , ঘটনা সামান্য খুবই— শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ - ডুবি । মনেরে তাই কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে । তোমার মাপে হয় নি সবাই তুমিও হও নি সবার মাপে , তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে— তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি ? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি । আকাশ তবু সুনীল থাকে , মধুর ঠেকে ভোরের আলো , মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো । যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রুসাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর । মনেরে তাই কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে । নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে , বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মার , দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পার সারো । খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গ এক রকমে করে নে ভাই , বোঝাপড়া । তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো— ভুলে যা ভাই , কাহার সঙ্গে কতটুকুন তফাত হল । মনেরে তাই কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন