উৎসৃষ্ট

রবীন্দ্রনাথ ঠাকুর

মিথ্যে তুমি গাঁথলে মালা নবীন ফুলে , ভেবেছ কি কণ্ঠে আমার দেবে তুলে ? দাও তো ভালোই , কিন্তু জেনো হে নির্মলে , আমার মালা দিয়েছি ভাই সবার গলে । যে - ক'টা ফুল ছিল জমা অর্ঘ্যে মম উদ্দেশেতে সবায় দিনু— নমো নমঃ । কেউ বা তাঁরা আছেন কোথা কেউ জানে না , কারো বা মুখ ঘোমটা - আড়ে আধেক চেনা । কেউ বা ছিলেন অতীত কালে অবন্তীতে , এখন তাঁরা আছেন শুধু কবির গীতে । সবার তনু সাজিয়ে মাল্যে পরিচ্ছদে কহেন বিধি ‘ তুভ্যমহং সম্প্রদদে' । হৃদয় নিয়ে আজ কি প্রিয়ে হৃদয় দেবে ? হায় ললনা , সে প্রার্থনা ব্যর্থ এবে । কোথায় গেছে সেদিন আজি যেদিন মম তরুণ - কালে জীবন ছিল মুকুলসম , সকল শোভা সকল মধু গন্ধ যত বক্ষোমাঝে বন্ধ ছিল বন্দীমত । আজ যে তাহা ছড়িয়ে গেছে অনেক দূরে— অনেক দেশে , অনেক বেশে , অনেক সুরে । কুড়িয়ে তারে বাঁধতে পারে একটিখানে এমনতরো মোহন - মন্ত্র কেই বা জানে ! নিজের মন তো দেবার আশা চুকেই গেছে , পরের মনটি পাবার আশায় রইনু বেঁচে । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন