ক্ষতিপূরণ

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার তরে সবাই মোরে করছে দোষী হে প্রেয়সী ! বলছে—কবি তোমার ছবি আঁকছে গানে , প্রণয়গীতি গাচ্ছে নিতি তোমার কানে , নেশায় মেতে ছন্দে গেঁথে তুচ্ছ কথা ঢাকছে শেষে বাংলাদেশে উচ্চ কথা । তোমার তরে সবাই মোরে করছে দোষী হে প্রেয়সী ! সে কলঙ্ক নিন্দাপঙ্ক তিলক টানি এলেম রানী ! ফেলুক মুছি হাস্যশুচি তোমার লোচন বিশ্বসুদ্ধ যতেক ক্রুদ্ধ সমালোচন । অনুরক্ত তব ভক্ত নিন্দিতেরে করো রক্ষে শীতল বক্ষে বাহুর ঘেরে । তাই কলঙ্কে নিন্দাপঙ্কে তিলক টানি এলেম রানী । আমি নাবব মহাকাব্য— সংরচনে ছিল মনে— ঠেকল যখন তোমার কাঁকন— কিংকিণীতে , কল্পনাটি গেল ফাটি হাজার গীতে । মহাকাব্য সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায় । আমি নাবব মহাকাব্য— সংরচনে ছিল মনে । হায় রে কোথা যুদ্ধকথা হৈল গত স্বপ্নমত ! পুরাণচিত্র বীরচরিত্র অষ্ট সর্গ কৈল খণ্ড তোমার চণ্ড নয়ন - খড়্‌গ । রইল মাত্র দিবারাত্র প্রেমের প্রলাপ , দিলেম ফেলে ভাবীকেলে কীর্তিকলাপ । হায় রে কোথা যুদ্ধকথা হৈল গত স্বপ্নমত ! সেসব - ক্ষতি - পূরণ প্রতি দৃষ্টি রাখি হরিণ - আঁখি ! লোকের মনে সিংহাসনে নাইকো দাবি— তোমার মনোগৃহের কোনো দাও তো চাবি । মরার পরে চাই নে ওরে অমর হতে , অমর হব আঁখির তব সুধার স্রোতে । খ্যাতির ক্ষতি - পূরণ প্রতি দৃষ্টি রাখি হরিণ - আঁখি ! 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন