দুর্দিন

রবীন্দ্রনাথ ঠাকুর

এতদিন পরে প্রভাতে এসেছ কী জানি কী ভাবি মনে । ঝড় হয়ে গেছে কাল রজনীতে রজনীগন্ধাবনে । কাননের পথ ভেসে গেছে জলে , বেড়াগুলি ভেঙে পড়েছে ভূতলে , নব ফুটন্ত ফুলের দণ্ড লুটায় তৃণের সনে । এতদিন পরে তুমি যে এসেছ কী জানি কী ভাবি মনে । হেরো গো আজিও প্রভাত অরুণ মেঘের আড়ালে হারা , রহি রহি আজো ঘনায়ে ঘনায়ে ঝরিছে বাদলধারা । মাতাল বাতাস আজো থাকি থাকি চেতিয়া চেতিয়া উঠে ডাকি ডাকি , জড়িত পাতায় সিক্ত শাখায় দোয়েল দেয় না সাড়া । আজিও আঁধার প্রভাতে অরুণ মেঘের আড়ালে হারা । এ ভরা বাদলে আর্দ্র আঁচলে একেলা এসেছ আজি , এনেছ বহিয়া রিক্ত তোমার পূজার ফুলের সাজি । এত মধুমাস গেছে বার বার— ফুলের অভাব ঘটে নি তোমার , বন আলো করি ফুটেছিল যবে রজনীগন্ধারাজি । এ ভরা বাদলে আর্দ্র আঁচলে একেলা এসেছ আজি । আজি তরুতলে দাঁড়ায়েছে জল , কোথা বসিবার ঠাঁই ? কাল যাহা ছিল সে ছায়া সে আলো সে গন্ধগান নাই । তবু ক্ষণকাল রহ ত্বরাহীন , ছিন্ন কুসুম পঙ্কে মলিন ভূতল হইতে যতনে তুলিয়া ধুয়ে ধুয়ে দিব তাই । আজি তরুতলে দাঁড়ায়েছে জল , কোথা বসিবার ঠাঁই ? এত দিন পরে তুমি যে এসেছ কী জানি কী ভাবি মনে । প্রভাত আজিকে অরুণবিহীন , কুসুম লুটায় বনে । যাহা আছে লও প্রসন্ন করে , ও সাজি তোমার ভরে কি না ভরে ওই যে আবার নামে বারিধার ঝরঝর বরষনে । এতদিন পরে তুমি যে এসেছ কী জানি কী ভাবি মনে । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন