কল্যাণী

রবীন্দ্রনাথ ঠাকুর

বিরল তোমার ভবনখানি পুষ্পকাননমাঝে , হে কল্যাণী নিত্য আছ আপন গৃহকাজে । বাইরে তোমার আম্রশাখে স্নিগ্ধরবে কোকিল ডাকে , ঘরে শিশুর কলধ্বনি আকুল হর্ষভরে । সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে । প্রভাত আসে তোমার দ্বারে , পূজার সাজি ভরি , সন্ধ্যা আসে সন্ধ্যারতির বরণডালা ধরি । সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে , কাঁকন - দুটির মঙ্গলগীত উঠে মধুর স্বরে । সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে । রূপসীরা তোমার পায়ে রাখে পূজার থালা , বিদুষীরা তোমার গলায় পরায় বরমালা ! ভালে তোমার আছে লেখা পুণ্যধামের রশ্মিরেখা , সুধাস্নিগ্ধ হৃদয়খানি হাসে চোখের ' পরে । সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে । তোমার নাহি শীত বসন্ত , জরা কি যৌবন— সর্বঋতু সর্বকালে তোমার সিংহাসন । নিবে নাকো প্রদীপ তব , পুষ্প তোমার নিত্য নব , অচলা শ্রী তোমায় ঘে রি চির বিরাজ করে । সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে । নদীর মতো এসেছিলে গিরিশিখর হতে , নদীর মতো সাগর - পানে চল অবাধ স্রোতে । একটি গৃহে পড়ছে লেখা সেই প্রবাহের গভীর রেখা , দীপ্ত শিরে পুণ্যশীতল তীর্থসলিল ঝরে । সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে । তোমার শান্তি পান্থজনে ডাকে গৃহের পানে , তোমার প্রীতি ছিন্ন জীবন গেঁথে গেঁথে আনে । আমার কাব্যকুঞ্জবনে কত অধীর সমীরণে কত যে ফুল কত আকুল মুকুল খসে পড়ে— সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন