মেঘমুক্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

ভোর থেকে আজ বাদল ছুটেছে , আয় গো আয়— কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায় । ঝিকিঝিকি করি কাঁপিতেছে বট , ওগো ঘাটে আয় , নিয়ে আয় ঘট— পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায় । ভোর থেকে আজ বাদল ছুটেছে , আয় গো আয় । তোমাদের সেই ছায়া - ঘেরা দিঘি , না আছে তল— কূলে কূলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল । এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা - বলাবলি নাহি চলে আর একাকার হল তীরে আর নীরে তাল - তলায় । আজ ভোর হতে নাই গো বাদল , আয় গো আয় । ঘাটে পঁইঠায় বসিবি বিরলে ডুবায়ে গলা , হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা । সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠিবে কোকিল , কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ - গায় । আজ ভোর থেকে নাই গো বাদল , আয় গো আয় । তপন - আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা ; খঞ্জন দুটি আলস্যভরে ছেড়েছে খেলা । কলস পাকড়ি আঁকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে , তিমিরনিবিড় ঘনঘোর ঘুমে স্বপনপ্রায় । আজ ভোর থেকে নাই গো বাদল , আয় গো আয় । মেঘ ছুটে গেল নাই গো বাদল , আয় গো আয় । আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায় । পতঙ্গ যেন ছবিসম আঁকা শৈবাল -' পরে মেলে আছে পাখা , জলের কিনারে বসে আছে বক গাছের ছায় । আজ ভোর হতে নাই গো বাদল , আয় গো আয় । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন