শেষ হিসাব

রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যা হয়ে এল , এবার সময় হল হিসাব নেবার । যে দেব্‌তারে গড়েছিলেম , দ্বারে যাঁদের পড়েছিলেম , আয়োজনটা করেছিলেম জীবন দিয়ে চরণ সেবার— তাঁদের মধ্যে র আজ সায়াহ্নে কে বা আছেন এবং কে নেই , কেই বা বাকি কেই বা ফাঁকি , ছুটি নেব সেইটে জেনেই । নাই বা জানলি হায় রে মূর্খ ! কী হবে তোর হিসাব সূক্ষ্ম ! সন্ধ্যা এল , দোকান তোলো , পারের নৌকা তৈরি হল— যত পার ততই ভোলো বিফল সুখের বিরাট দুঃখ । জীবনখানা খুললে তোমার শূন্য দেখি শেষের পাতা— কী হবে ভাই , হিসেব নিয়ে , তোমার নয়কো লাভের খাতা । আপনি আঁধার ডাকছে তোরে , ঢাকছে তোমায় দয়া ক'রে । তুমি তবে কেনই জ্বাল মিট্‌মিটে ওই দীপের আলো ! চক্ষু মুদে থাকাই ভালো শ্রান্ত , পথের প্রান্তে প'ড়ে । জানাজানির সময় গেছে , বোঝাপড়া কর্‌ রে বন্ধ । অন্ধকারের স্নিগ্ধ কোলে থাক্‌ রে হয়ে বধির অন্ধ । যদি তোমায় কেউ না রাখে , সবাই যদি ছেড়েই থাকে— জনশূন্য বিশাল ভবে একলা এসে দাঁড়াই তবে , তোমার বিশ্ব উদার রবে হাজার সুরে তোমায় ডাকে । আঁধার রাতে নির্নিমেষে দেখতে দেখতে যাবে দেখা , তুমি একা জগৎ মাঝে , প্রাণের মাঝে আরেক একা । ফুলের দিনে যে মঞ্জরী ফলের দিন যাক সে ঝরি । মরিস নে আর মিথ্যে ভেবে , বসন্তেরই অন্তে এবে যারা যারা বিদায় নেবে একে একে যাক রে সরি । হোক রে তিক্ত মধুর কণ্ঠ , হোক রে রিক্ত কল্পলতা— তোমার থাকুক পরিপূর্ণ একলা থাকার সার্থকতা । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন