বিরহ

রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যখন চলে গেলে তখন দুই - পহর— সূর্য তখন মাঝ - গগনে , রৌদ্র খরতর । ঘরের কর্ম সাঙ্গ করে ছিলেম তখন একলা ঘরে , আপন - মনে বসে ছিলেম বাতায়নের ‘পর । তুমি যখন চলে গেলে তখন দুই - পহর । চৈত্র মাসের নানা খেতের নানা গন্ধ নিয়ে আসতেছিল তপ্ত হাওয়া মুক্ত দুয়ার দিয়ে । দুটি ঘুঘু সারাটা দিন ডাকতেছিল শ্রান্তিবিহীন , একটি ভ্রমর ফিরতেছিল কেবল গুন্‌গুনিয়ে চৈত্র মাসের নানা খেতের নানা বার্তা নিয়ে । তখন পথে লোক ছিল না , ক্লান্ত কাতর গ্রাম । ঝাউশাখাতে উঠতেছিল শব্দ অবিশ্রাম । আমি শুধু একলা প্রাণে অতি সুদূর বাঁশির তানে গেঁথেছিলেম আকাশ ভ'রে একটি কাহার নাম । তখন পথে লোক ছিল না , ক্লান্ত কাতর গ্রাম । ঘরে ঘরে দুয়ার দেওয়া , আমি ছিলেম জেগে— আবাঁধা চুল উড়তে ছিল উদাস হাওয়া লেগে । তটতরুর ছায়ার তলে ঢেউ ছিল না নদীর জলে , তপ্ত আকাশ এলিয়ে ছিল শুভ্র অলস মেঘে । ঘরে ঘরে দুয়ার দেওয়া , আমি ছিলেম জেগে । তুমি যখন চলে গেলে তখন দুই - পহর , শুষ্ক পথে দগ্ধ মাঠে রৌদ্র খরতর । নিবিড় - ছায়া বটের শাখে কপোত দুটি কেবল ডাকে একলা আমি বাতায়নে— শূন্য শয়ন - ঘর । তুমি যখন গেলে তখন বেলা দুই - পহর । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন