অবিনয়

রবীন্দ্রনাথ ঠাকুর

 হে নিরুপমা , চপলতা আজ যদি কিছু ঘটে করিয়ো ক্ষমা । এল আষাঢ়ের প্রথম দিবস , বনরাজি আজি ব্যাকুল বিবশ , বকুলবীথিকা মুকুলে মত্ত কানন -' পরে— নবকদম্ব মদিরগন্ধে আকুল করে । হে নিরুপমা , আঁখি যদি আজ করে অপরাধ করিয়ো ক্ষমা । হেরো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি উঠে খনে খন ে , বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে উঁকি— বাতাস করিছে দুরন্তপনা ঘরেতে ঢুকি । হে নিরুপমা , গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা । ঝরঝর ধারা আজি উতরোল , নদীকূলে - কূলে উঠে কল্লোল , বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা— সজল পবন দিশে দিশে তুলে বাদলগাথা । হে নিরুপমা , আজিকে আচারে ত্রুটি হতে পারে , করিয়ো ক্ষমা । দিবালোকহারা সংসারে আজ কোনোখানে কার ও নাহি কোনো কাজ , জনহীন পথ ধেনুহীন মাঠ যেন সে আঁকা— বর্ষণঘন শীতল আঁধারে জগৎ ঢাকা । হে নিরুপমা , চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা । তোমার দুখানি কালো আঁখি -' পরে শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে , ঘন কালো তব কুঞ্চিত কেশে যূথীর মালা । তোমারি ললাটে নববরষার বরণডালা । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন